ETV Bharat / sitara

Masaba on Vivian Richards birthday : আবেগি পোস্টে বাবা ভিভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাসাবা - Masaba on Vivian Richards birthday

কিংবদন্তি বাবার 70তম জন্মদিনে নিজের সমস্ত আবেগ ঢেলে দিয়ে বাবাকে শুভেচ্ছা জানালেন ভিভ-নিনা কন্যা মাসাবা (Masaba Gupta birthday post for Vivian Richards) ৷

vivian richards birthday
আবেগি পোস্টে বাবা ভিভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাসাবা
author img

By

Published : Mar 7, 2022, 2:18 PM IST

হায়দরাবাদ, 7 মার্চ : ফ্য়াশন ডিজাইনার তথা বলি অভিনেত্রী মাসাবা গুপ্ত তাঁর বাবা প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের জন্মদিনে একটি আবেগি পোস্ট শেয়ার করেছেন (Masaba Gupta birthday post for Vivian Richards) ৷ মাসাবা হলেন অভিনেত্রী নিনা গুপ্তের সন্তান ৷ আশির দশকে কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নিনা ৷ তাঁদের সেই প্রেমেরই উপহার মাসাবা ৷

বাবার 70তম জন্মদিনে তাঁর ছোটবেলার একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মাসাবা ৷ বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "আমি মনে করতে চাই যে, আমি আমার বাবা-মায়ের কাছ থেকে সবচেয়ে শক্তিশালী কিছু গুণ পেয়েছি। আমার বাবা নিরলস, মনোযোগী এবং মহানতার সাধনায় তাঁর জীবন কাটিয়েছেন ৷ প্রতিকূলতাকে অস্বীকার করেছেন, নিজের ভাগ্যের চাকাকে ঘুরিয়েছেন এবং মানসিক এবং শারীরিক শক্তির প্রতিমূর্তি হয়ে উঠতে নিজের সমস্ত জীবনটা ব্যায় করেছেন।"

মাসাবা আরও লেখেন, "'তুমি যা পেয়েছ তা শুধু নিজেকেই' এই লাইনটি ঠিক কতখানি সত্য়ি তা আমি ব্য়াখ্য়া করতে পারব না এবং এই জীবনে প্রতিদিন আমি এটাই দেখতে পাই যখন আমি শারীরিক এবং মানসিকভাবে অন্তত তোমার অর্ধেক হওয়ার জন্য় চেষ্টা চালিয়ে যাই ৷ শুভ 70তম জন্মদিন বাবা!"

আরও পড়ুন : মুক্তি পেল অক্ষয়ের 'বচ্চন পান্ডে'-র নতুন গান ‘সারে বোলো বেওয়াফা’

কাজের ক্ষেত্রে মাসাবা এখন নেটফ্লিক্সের সঙ্গে তাঁর জনপ্রিয় শো 'মাসাবা মাসাবা'-র শ্যুটিংয়ের কাজে ব্যাস্ত রয়েছেন ৷ মাসাবা আগেই জানিয়েছিলেন, বাবার প্রতি তাঁর কোনও অভিমান নেই, আছে কেবল ভালবাসা ৷

হায়দরাবাদ, 7 মার্চ : ফ্য়াশন ডিজাইনার তথা বলি অভিনেত্রী মাসাবা গুপ্ত তাঁর বাবা প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের জন্মদিনে একটি আবেগি পোস্ট শেয়ার করেছেন (Masaba Gupta birthday post for Vivian Richards) ৷ মাসাবা হলেন অভিনেত্রী নিনা গুপ্তের সন্তান ৷ আশির দশকে কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নিনা ৷ তাঁদের সেই প্রেমেরই উপহার মাসাবা ৷

বাবার 70তম জন্মদিনে তাঁর ছোটবেলার একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মাসাবা ৷ বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "আমি মনে করতে চাই যে, আমি আমার বাবা-মায়ের কাছ থেকে সবচেয়ে শক্তিশালী কিছু গুণ পেয়েছি। আমার বাবা নিরলস, মনোযোগী এবং মহানতার সাধনায় তাঁর জীবন কাটিয়েছেন ৷ প্রতিকূলতাকে অস্বীকার করেছেন, নিজের ভাগ্যের চাকাকে ঘুরিয়েছেন এবং মানসিক এবং শারীরিক শক্তির প্রতিমূর্তি হয়ে উঠতে নিজের সমস্ত জীবনটা ব্যায় করেছেন।"

মাসাবা আরও লেখেন, "'তুমি যা পেয়েছ তা শুধু নিজেকেই' এই লাইনটি ঠিক কতখানি সত্য়ি তা আমি ব্য়াখ্য়া করতে পারব না এবং এই জীবনে প্রতিদিন আমি এটাই দেখতে পাই যখন আমি শারীরিক এবং মানসিকভাবে অন্তত তোমার অর্ধেক হওয়ার জন্য় চেষ্টা চালিয়ে যাই ৷ শুভ 70তম জন্মদিন বাবা!"

আরও পড়ুন : মুক্তি পেল অক্ষয়ের 'বচ্চন পান্ডে'-র নতুন গান ‘সারে বোলো বেওয়াফা’

কাজের ক্ষেত্রে মাসাবা এখন নেটফ্লিক্সের সঙ্গে তাঁর জনপ্রিয় শো 'মাসাবা মাসাবা'-র শ্যুটিংয়ের কাজে ব্যাস্ত রয়েছেন ৷ মাসাবা আগেই জানিয়েছিলেন, বাবার প্রতি তাঁর কোনও অভিমান নেই, আছে কেবল ভালবাসা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.