ETV Bharat / sitara

Mamata at Tele Academy Awards : ‘আমিও রাতে সিরিয়াল দেখি,’ টেলি আকাদেমি পুরস্কার মঞ্চে জানালেন মমতা

ভার্চুয়াল মাধ্যমে বারুইপুরে নবনির্মিত ‘পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি’র চারটি স্টুডিও ফ্লোর-সহ প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । ছিল নাচ-গানের জমজমাট আয়োজনও । হাজির ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী-সহ টলিউডের তাবড় তাবড় কুশীলবেরা (Mamata Banerjee inaugurates WB Tele Academy) ।

Tele Academy
‘আমিও রাতে সিরিয়াল দেখি,’ টেলি আকাদেমি পুরস্কার মঞ্চে জানালেন মমতা
author img

By

Published : Mar 10, 2022, 10:25 PM IST

Updated : Mar 10, 2022, 10:43 PM IST

কলকাতা, 10 মার্চ : 2012 সালে যে টেলি আকাদেমি গড়ে ওঠার কথা ঘোষণা করা হয়, এদিন তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে টেলিভিশনের সঙ্গে যুক্ত কলাকুশলীদের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে পুরস্কৃত করা হয় (Mamata Banerjee inaugurates WB Tele Academy) ।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ড 2022’-এর পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানে হাজির ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা । গুনগুন, ফুলঝুরি, ঋষি, পিহু, বাবিন, লালন, ঊর্মি, সাত্যকি । নেতাজি ইন্ডোরে যেন চাঁদের হাট ৷ সেরা জুটির পুরস্কার পেলেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের ঋষি এবং পিহু । 2022-এর সেরা টেলিভিশন কনটেন্ট গবেষক হিসেবে পুরস্কৃত হলেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় । পুরস্কৃত হলেন শান্তিলাল মুখোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, অন্বেষা হাজরা, শঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে ।

শুধু পুরস্কার বিতরণই নয়, ছিল নাচ-গানের জমজমাট আয়োজনও । হাজির ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী-সহ টলিউডের তাবড় তাবড় কুশীলবেরা । সঞ্চালনায় ছিলেন সাহেব চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী হালদার ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘এখনকার অভিনেতারা খুব প্রতিভাবান । করোনার কারণে যখন মানুষ একেবারে ঘরবন্দি, তখন এই টেলিভিশনই মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে । একদিন টিভি বন্ধ থাকলে মানুষের মাথা খারাপ হওয়ার জোগাড় হয় । বাড়ির মহিলারা তাড়াতাড়ি হাতের কাজকর্ম সেরে সন্ধ্যা হতেই বসে পড়েন টিভির সামনে । আমিও রাতে সিরিয়াল দেখি ।’’

আরও পড়ুন : অরিন্দম শীলের হাত ধরে 'ইস্কাবনের বিবি'-তে অভিষেক তৃণার

এদিন ভার্চুয়াল মাধ্যমে বারুইপুরে নবনির্মিত ‘পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি’র চারটি স্টুডিও ফ্লোর-সহ প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । 132.5 লক্ষ টাকা ব্যায়ে বারুইপুরের টংতলায় 10 একর জমির উপরে এই টেলি আকাদেমি কমপ্লেক্স তৈরি করা হয়েছে । পূর্ব ভারতে এটিই প্রথম স্টুডিও যা সম্পূর্ণভাবে সরকারি খরচে চালিত হবে । চারটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও ছাড়াও এতে থাকছে 50 হাজার বর্গফুটের আকাদেমি ব্লক এবং 40 হাজার বর্গফুটের হস্টেল ।

কলকাতা, 10 মার্চ : 2012 সালে যে টেলি আকাদেমি গড়ে ওঠার কথা ঘোষণা করা হয়, এদিন তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে টেলিভিশনের সঙ্গে যুক্ত কলাকুশলীদের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে পুরস্কৃত করা হয় (Mamata Banerjee inaugurates WB Tele Academy) ।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ড 2022’-এর পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানে হাজির ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা । গুনগুন, ফুলঝুরি, ঋষি, পিহু, বাবিন, লালন, ঊর্মি, সাত্যকি । নেতাজি ইন্ডোরে যেন চাঁদের হাট ৷ সেরা জুটির পুরস্কার পেলেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের ঋষি এবং পিহু । 2022-এর সেরা টেলিভিশন কনটেন্ট গবেষক হিসেবে পুরস্কৃত হলেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় । পুরস্কৃত হলেন শান্তিলাল মুখোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, অন্বেষা হাজরা, শঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে ।

শুধু পুরস্কার বিতরণই নয়, ছিল নাচ-গানের জমজমাট আয়োজনও । হাজির ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী-সহ টলিউডের তাবড় তাবড় কুশীলবেরা । সঞ্চালনায় ছিলেন সাহেব চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী হালদার ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘এখনকার অভিনেতারা খুব প্রতিভাবান । করোনার কারণে যখন মানুষ একেবারে ঘরবন্দি, তখন এই টেলিভিশনই মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে । একদিন টিভি বন্ধ থাকলে মানুষের মাথা খারাপ হওয়ার জোগাড় হয় । বাড়ির মহিলারা তাড়াতাড়ি হাতের কাজকর্ম সেরে সন্ধ্যা হতেই বসে পড়েন টিভির সামনে । আমিও রাতে সিরিয়াল দেখি ।’’

আরও পড়ুন : অরিন্দম শীলের হাত ধরে 'ইস্কাবনের বিবি'-তে অভিষেক তৃণার

এদিন ভার্চুয়াল মাধ্যমে বারুইপুরে নবনির্মিত ‘পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি’র চারটি স্টুডিও ফ্লোর-সহ প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । 132.5 লক্ষ টাকা ব্যায়ে বারুইপুরের টংতলায় 10 একর জমির উপরে এই টেলি আকাদেমি কমপ্লেক্স তৈরি করা হয়েছে । পূর্ব ভারতে এটিই প্রথম স্টুডিও যা সম্পূর্ণভাবে সরকারি খরচে চালিত হবে । চারটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও ছাড়াও এতে থাকছে 50 হাজার বর্গফুটের আকাদেমি ব্লক এবং 40 হাজার বর্গফুটের হস্টেল ।

Last Updated : Mar 10, 2022, 10:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.