ETV Bharat / sitara

রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপর তৈরি ভিডিয়োতে দর্শনা-অর্জুন - arjun chakraborty

রবি ঠাকুরের 'মাঝে মাঝে তব' গানকে রোমান্টিক মোড়কে উপস্থাপনা করেছেন ধ্রুব । এই গানের ভিডিয়োতে দেখা গিয়েছে অর্জুন চক্রবর্তী ও দর্শনা ।

asd
asd
author img

By

Published : Oct 5, 2020, 11:41 AM IST

কলকাতা : আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহাকে নিয়ে পরপর দুটি গুপ্তধন সিরিজ় তৈরি করে দর্শকের মন জিতে নিয়েছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি । আর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে কাজ করলেন তিনি ।

রবি ঠাকুরের 'মাঝে মাঝে তব' গানকে রোমান্টিক মোড়কে উপস্থাপনা করেছেন ধ্রুব । এই গানের ভিডিয়োতে দেখা গিয়েছে অর্জুন চক্রবর্তী ও দর্শনা । এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির উপর কাজ করেছেন তাঁরা ।

অর্জুনের প্রথম আত্মপ্রকাশ 'গানের ওপারে' ধারাবাহিকে । সেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে । রবি ঠাকুরের সৃষ্টিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল ধারাবাহিকটি । অন্যদিকে দর্শনাও রবীন্দ্রনাথের 'ল্যাবরেটরি'-তে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্যর বিপরীতে । তবে এই প্রথম দর্শনার সঙ্গে কাজ করছেন অর্জুন । সৌজন্যে প্রযোজনা সংস্থা SVF এন্টারটেনমেন্ট ।

asd
দর্শনা ও অর্জুন

বর্ধমানের বাওয়ালি রাজবাড়িতে এই মিউজ়িক ভিডিয়োর শুটিং করা হয়েছে । সেটিকে ট্যাগ করা হয়েছে হ্যাশট্যাগ রাজবাড়ি মিউজ়িকাল হিসেবে । গানটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক অরিন্দম । গান সম্পর্কে অরিন্দম বলেন, "দর্শকদের মনে অনেকরকম অনুভূতি এনে দিয়েছে 'মাঝে মাঝে তব'। রবীন্দ্রনাথ ঠাকুরের লিরিকসে তেমন কিছু যোগ করার থাকে না । সবদিক থেকেই সেটা খুব সুন্দর । আমার কাজ ছিল লিরিকসের প্রতি যথাযত বিচার করা । তারপর এমন কিছু তৈরি করা, যেটা দর্শকের কাছে একেবারে নতুন ।"

ধ্রুব ব্যানার্জি বলেন, "এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাসিক । দর্শকের মনে আগে থেকেই গেঁথে আছে গানটি । আমি যেভাবে দেখাতে চেয়েছিলাম, আমার বিশ্বাস দর্শনা ও অর্জুন সেটা করতে পেরেছেন । ওঁদের সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে ।"

কলকাতা : আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহাকে নিয়ে পরপর দুটি গুপ্তধন সিরিজ় তৈরি করে দর্শকের মন জিতে নিয়েছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি । আর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে কাজ করলেন তিনি ।

রবি ঠাকুরের 'মাঝে মাঝে তব' গানকে রোমান্টিক মোড়কে উপস্থাপনা করেছেন ধ্রুব । এই গানের ভিডিয়োতে দেখা গিয়েছে অর্জুন চক্রবর্তী ও দর্শনা । এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির উপর কাজ করেছেন তাঁরা ।

অর্জুনের প্রথম আত্মপ্রকাশ 'গানের ওপারে' ধারাবাহিকে । সেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে । রবি ঠাকুরের সৃষ্টিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল ধারাবাহিকটি । অন্যদিকে দর্শনাও রবীন্দ্রনাথের 'ল্যাবরেটরি'-তে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্যর বিপরীতে । তবে এই প্রথম দর্শনার সঙ্গে কাজ করছেন অর্জুন । সৌজন্যে প্রযোজনা সংস্থা SVF এন্টারটেনমেন্ট ।

asd
দর্শনা ও অর্জুন

বর্ধমানের বাওয়ালি রাজবাড়িতে এই মিউজ়িক ভিডিয়োর শুটিং করা হয়েছে । সেটিকে ট্যাগ করা হয়েছে হ্যাশট্যাগ রাজবাড়ি মিউজ়িকাল হিসেবে । গানটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক অরিন্দম । গান সম্পর্কে অরিন্দম বলেন, "দর্শকদের মনে অনেকরকম অনুভূতি এনে দিয়েছে 'মাঝে মাঝে তব'। রবীন্দ্রনাথ ঠাকুরের লিরিকসে তেমন কিছু যোগ করার থাকে না । সবদিক থেকেই সেটা খুব সুন্দর । আমার কাজ ছিল লিরিকসের প্রতি যথাযত বিচার করা । তারপর এমন কিছু তৈরি করা, যেটা দর্শকের কাছে একেবারে নতুন ।"

ধ্রুব ব্যানার্জি বলেন, "এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাসিক । দর্শকের মনে আগে থেকেই গেঁথে আছে গানটি । আমি যেভাবে দেখাতে চেয়েছিলাম, আমার বিশ্বাস দর্শনা ও অর্জুন সেটা করতে পেরেছেন । ওঁদের সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.