ETV Bharat / sitara

ঠাকুর দেখা থেকে প্রসাদ পাওয়া, সবই এবার অনলাইনে - online pujo

প্রবাসী বাঙালি থেকে শুরু করে বয়স্ক বা অসুস্থ মানুষ বা বলা যেতে পারে কাজের মধ্যে ব্যস্ত মানুষদের কথা ভেবে চালু হল মহাউৎসব অনলাইন । এই ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই ঠাকুর দেখতে পারবেন সকলে । দিতে পারবেন প্রসাদের জন্য অর্ডারও ।

মহাউৎসব অনলাইন
author img

By

Published : Sep 19, 2019, 1:33 PM IST

Updated : Sep 20, 2019, 3:24 PM IST

কলকাতা : বাঙালির দুর্গাপুজো মানেই কলকাতায় প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া । কিন্তু এমন অনেকে রয়েছেন যারা এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে পারেন না । ভৌগলিক কারণে হোক, শারীরিক কারণে বা কাজের কারণে অনেকেই এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেল ঘুরতে পারেন না । ফলে তাঁদের কাছে ঠাকুর দেখার কোনও বিকল্প থাকে না । এই সমস্ত মানুষের কথা ভেবে শুরু হল মহাউৎসব অনলাইন একটি ওয়েবসাইট ।

মহাউৎসব অনলাইন এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে মানুষ ঘরে বসে দেবী দর্শন করতে পারবেন । দিতে পারবেন পুজোও । আবার প্রসাদ পাওয়ার জন্য আবেদনও করতে পারবেন, যা পৌঁছে যাবে তাঁর বাড়ির ঠিকানায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল নতুন এই ব্যবস্থার উদ্ধোধন হল রক ব্যান্ডের গায়ক রূপম ইসলাম ও ফ্যাশন ডিজ়াইনার শর্বরী দত্তের উপস্থিতিতে । এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই শহরের 150-টি পুজো মণ্ডপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

কলকাতা : বাঙালির দুর্গাপুজো মানেই কলকাতায় প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া । কিন্তু এমন অনেকে রয়েছেন যারা এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে পারেন না । ভৌগলিক কারণে হোক, শারীরিক কারণে বা কাজের কারণে অনেকেই এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেল ঘুরতে পারেন না । ফলে তাঁদের কাছে ঠাকুর দেখার কোনও বিকল্প থাকে না । এই সমস্ত মানুষের কথা ভেবে শুরু হল মহাউৎসব অনলাইন একটি ওয়েবসাইট ।

মহাউৎসব অনলাইন এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে মানুষ ঘরে বসে দেবী দর্শন করতে পারবেন । দিতে পারবেন পুজোও । আবার প্রসাদ পাওয়ার জন্য আবেদনও করতে পারবেন, যা পৌঁছে যাবে তাঁর বাড়ির ঠিকানায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল নতুন এই ব্যবস্থার উদ্ধোধন হল রক ব্যান্ডের গায়ক রূপম ইসলাম ও ফ্যাশন ডিজ়াইনার শর্বরী দত্তের উপস্থিতিতে । এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই শহরের 150-টি পুজো মণ্ডপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

Intro:দুর্গাপূজা ঠাকুর দেখা থেকে ভোগ প্রসাদ পাওয়া সবই এবার অনলাইনে


অমিত চক্রবর্তী, কলকাতা: দুর্গাপূজা মানে সারা কলকাতা ঘুরে বেড়ানো, অফুরন্ত মজা এবং পেট ভরে খাওয়া। কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা এই ভিড়ের মধ্যে হাটাহাটি করে এক মণ্ডপ থেকে আরেক মন্ডপে গিয়ে ঠাকুর বা মন্ডপ সজ্জা দেখে উঠতে পারেন না। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা দেশের গণ্ডি পেরিয়ে আজ প্রবাসী বাঙালি। কিছু সময় হয়তো কাজের সূত্রে বা পারিবারিক বাসস্থানের সূত্রে। তাই সেই সকল মানুষদের কথা মাথায় রেখে শুরু হলো মহাউৎসব অনলাইন যার মাধ্যমে ঘরে বসে মানুষজন দেবী দর্শন করতে পারবেন, পূজা দিতে পারবেন এবং ভোগ প্রসাদ এর জন্য আবেদন করতে পারবেন, যা সরাসরি তার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। এক কথায় বলতে গেলে দুর্গাপুজোর ডিজিটাইজেশন। আর কতকাল নতুন এই ব্যবস্থার শুভ উদ্বোধন ঘটলো রকস্টার গায়ক রুপম ইসলাম ও ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত-এর উপস্থিতিতে। এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই সারা কলকাতার শ্রেষ্ঠ এবং বহুল প্রচলিত দেড়শ টি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে বলে জানা যাচ্ছে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Sep 20, 2019, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.