ETV Bharat / sitara

"খুনের চেষ্টা করছে বাবা", বাড়ি থেকে পালালেন অভিনেত্রী - kumkum bhagya actress death threat

বাবা খুনের চেষ্টা করছেন, অভিযোগ আনলেন 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকের অভিনেত্রী ত্রুপ্তি শঙ্খধর । বিয়েতে রাজি না হওয়ায় তাঁর প্রতি বাবার এই আচরণ বলে দাবি ত্রুপ্তির । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিয়ো ।

kumkum bhagya actress death threat
kumkum bhagya actress death threat
author img

By

Published : Aug 26, 2020, 7:57 PM IST

মুম্বই : বাবা চাইছেন বিয়ে দিতে । কিন্তু, মেয়ে বিয়ে করতে চাইছেন না । এই শুনে রেগে গিয়ে মেয়েকে খুনের চেষ্টা করলেন বাবা । না, এটা কোনও সিনেমার প্লট নয় । 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকের অভিনেত্রী ত্রুপ্তি শঙ্খধরের সঙ্গে এটাই হচ্ছে ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ত্রুপ্তি । তাঁর সঙ্গে হওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন তিনি ভিডিয়োয় । জানিয়েছেন, বাবা রতন শঙ্খধর তাঁর খুন করার চেষ্টা করছেন । কখনও হাত কেটে, কখনও চুলের মুঠি ধরে বাজে ভাবে আক্রমণ করছেন মেয়েকে, বেধড়ক মারধর করছেন ।

ভয়ে বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন ত্রুপ্তি । নিজের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন তিনি । তবে তাতেও খুব একটা লাভ কিছু হয়নি । প্রতি মুহূর্তে একটা ভয় নিয়ে বাঁচছেন তিনি । ভিডিয়ো বার্তায় নিজের ও পরিবারের সুরক্ষার আবেদন জানালেন ত্রুপ্তি ।

দেখে নিন ভিডিয়ো...

মুম্বই : বাবা চাইছেন বিয়ে দিতে । কিন্তু, মেয়ে বিয়ে করতে চাইছেন না । এই শুনে রেগে গিয়ে মেয়েকে খুনের চেষ্টা করলেন বাবা । না, এটা কোনও সিনেমার প্লট নয় । 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকের অভিনেত্রী ত্রুপ্তি শঙ্খধরের সঙ্গে এটাই হচ্ছে ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ত্রুপ্তি । তাঁর সঙ্গে হওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন তিনি ভিডিয়োয় । জানিয়েছেন, বাবা রতন শঙ্খধর তাঁর খুন করার চেষ্টা করছেন । কখনও হাত কেটে, কখনও চুলের মুঠি ধরে বাজে ভাবে আক্রমণ করছেন মেয়েকে, বেধড়ক মারধর করছেন ।

ভয়ে বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন ত্রুপ্তি । নিজের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন তিনি । তবে তাতেও খুব একটা লাভ কিছু হয়নি । প্রতি মুহূর্তে একটা ভয় নিয়ে বাঁচছেন তিনি । ভিডিয়ো বার্তায় নিজের ও পরিবারের সুরক্ষার আবেদন জানালেন ত্রুপ্তি ।

দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.