ETV Bharat / sitara

'ক্ষীরের পুতুল' এবার ছোটো পরদায় - new serial

শুয়ো রানি সাগরিকা, দুয়ো রানি সুধা ও রাজা সামন্তকের গল্পে কেমনভাবে এক বাঁদর এসে দুয়ো রানির দুঃখ ঘোচায়, সেই গল্পই বলে 'ক্ষীরের পুতুল'। বহুবার নাটকের মঞ্চে দেখা গিয়েছে অবনীন্দ্রনাথের এই গল্পকে । এই প্রথম টেলিভিশনের পরদায় দেখা যাবে ।

োে্
েো্
author img

By

Published : Jul 28, 2020, 11:00 PM IST

কলকাতা : জ়ি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ক্ষীরের পুতুল'। ছোটোবেলায় এই গল্প হয়তো পড়েছেন সবাই । আর এবার সেই গল্পকেই রুপোলি পরদায় দেখতে পাবে দর্শক ।

sdf
.

1896 সালে 'ক্ষীরের পুতুল' লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর । শুয়ো রানি সাগরিকা, দুয়ো রানি সুধা ও রাজা সামন্তকের গল্পে কেমনভাবে এক বাঁদর এসে দুয়ো রানির দুঃখ ঘোচায়, সেই গল্পই বলে 'ক্ষীরের পুতুল'। বহুবার নাটকের মঞ্চে দেখা গিয়েছে অবনীন্দ্রনাথের এই গল্পকে । এই প্রথম টেলিভিশনের পরদায় দেখা যাবে । অ্যানিমেশনে ভরপুর এই ধারাবাহিক ছোটোদের সঙ্গে উপভোগ করবে বড়রাও, তেমনই আশা চ্যানেল ও প্রযোজনা সংস্থার ।

sdf
.

এই ধারাবাহিক যেহেতু ফ্যান্টাসি ভিত্তিক, তাই সেখানে ভিজ়ুয়াল গ্রাফিক্সের প্রয়োগ আছে প্রচুর । সেই দায়িত্বটি সামলেছেন স্বর্ণ । ধারাবাহিকের পরিচালনা করছেন অমিত দাস । এর আগেও বহু ফ্যান্টাসি নির্ভর ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি । এখানে সংগীতেরও বেশ জোরাল ব্যবহার আছে । সেই কাজটি করছেন সৌমিক গুহ রায় ।

sf
.

মেগাতে রাজা সামন্তকের চরিত্রে অভিনয় করছেন সুমন দে । মাস খানেক আগে শেষ হয় 'নকশিকাঁথা' ধারাবাহিক । সেখানে সুমনকে মুখ্য চরিত্রে দেখা যায় ডাঃ যশজিৎ বোসের চরিত্রে । একটি ফ্যামিলি ড্রামা থেকে ফ্যান্টাসি বা রূপকথায় সুমন কাজ করছেন এবার । অন্যদিকে শুয়ো রানি সাগরিকা, অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরিকে কাজ করেছিলেন 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে, কয়েকটি ধূসর চরিত্রে । এখানে শুয়ো রানিও তেমনই একটি চরিত্র । আর দুয়ো রানি হলেন সুদীপ্তা রায় । একসময় জ়ি বাংলারই রিয়েলিটি ডান্স শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি । পোড়া মুখো বাঁদর ও তার দুষ্টুমিষ্টি অভিনয় দেখার জন্য মুখিয়ে দর্শক ।

কলকাতা : জ়ি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ক্ষীরের পুতুল'। ছোটোবেলায় এই গল্প হয়তো পড়েছেন সবাই । আর এবার সেই গল্পকেই রুপোলি পরদায় দেখতে পাবে দর্শক ।

sdf
.

1896 সালে 'ক্ষীরের পুতুল' লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর । শুয়ো রানি সাগরিকা, দুয়ো রানি সুধা ও রাজা সামন্তকের গল্পে কেমনভাবে এক বাঁদর এসে দুয়ো রানির দুঃখ ঘোচায়, সেই গল্পই বলে 'ক্ষীরের পুতুল'। বহুবার নাটকের মঞ্চে দেখা গিয়েছে অবনীন্দ্রনাথের এই গল্পকে । এই প্রথম টেলিভিশনের পরদায় দেখা যাবে । অ্যানিমেশনে ভরপুর এই ধারাবাহিক ছোটোদের সঙ্গে উপভোগ করবে বড়রাও, তেমনই আশা চ্যানেল ও প্রযোজনা সংস্থার ।

sdf
.

এই ধারাবাহিক যেহেতু ফ্যান্টাসি ভিত্তিক, তাই সেখানে ভিজ়ুয়াল গ্রাফিক্সের প্রয়োগ আছে প্রচুর । সেই দায়িত্বটি সামলেছেন স্বর্ণ । ধারাবাহিকের পরিচালনা করছেন অমিত দাস । এর আগেও বহু ফ্যান্টাসি নির্ভর ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি । এখানে সংগীতেরও বেশ জোরাল ব্যবহার আছে । সেই কাজটি করছেন সৌমিক গুহ রায় ।

sf
.

মেগাতে রাজা সামন্তকের চরিত্রে অভিনয় করছেন সুমন দে । মাস খানেক আগে শেষ হয় 'নকশিকাঁথা' ধারাবাহিক । সেখানে সুমনকে মুখ্য চরিত্রে দেখা যায় ডাঃ যশজিৎ বোসের চরিত্রে । একটি ফ্যামিলি ড্রামা থেকে ফ্যান্টাসি বা রূপকথায় সুমন কাজ করছেন এবার । অন্যদিকে শুয়ো রানি সাগরিকা, অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরিকে কাজ করেছিলেন 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে, কয়েকটি ধূসর চরিত্রে । এখানে শুয়ো রানিও তেমনই একটি চরিত্র । আর দুয়ো রানি হলেন সুদীপ্তা রায় । একসময় জ়ি বাংলারই রিয়েলিটি ডান্স শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি । পোড়া মুখো বাঁদর ও তার দুষ্টুমিষ্টি অভিনয় দেখার জন্য মুখিয়ে দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.