কলকাতা, 14 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'আলতা ফড়িং'(Bengali serial Alta Phoring)। এক জিমন্যাস্টকে গল্পের কেন্দ্রে রেখে উঠে আসছে সমাজের বাস্তব চিত্র । মুখ্য ভূমিকায় খেয়ালি মণ্ডল (actress Kheyali Mondal)।
করোনা আবহেই আছড়ে পড়ে আমফান । ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে কত মানুষ । কেউ হারায় ঘরবাড়ি, কেউ বা প্রিয়জন ৷ কারওর আবার জলের তোড়ে ভেসে যায় বইপত্র । এই চিত্র আমাদের অচেনা নয় । এই বিপর্যয়ের দিকটিই 'আলতা ফড়িং'-এর গল্পে উঠে আসছে সুচারুভাবে । গল্পের কেন্দ্রে আছে এক জিমন্যাস্ট । নাম আলতা ফড়িং নস্কর । তার মা রাধারানি নস্করও এককালে রেসলিং-এ রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয় । নেপোটিজম-সহ আরও বেশ কিছু অপ্রীতিকর কারণে তাকে সরে যেতে হয় খেলা থেকে । সেই গল্প ধীরে ধীরে জানতে পারছে দর্শক । এই চরিত্রে শাঁওলি চট্টোপাধ্যায় । আর আলতা ফড়িং নস্করের চরিত্রে আছেন খেয়ালি মণ্ডল ।
ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে খেয়ালিকে ইটিভি ভারতের তরফ থেকে জিজ্ঞেস করা হয়, জিমন্যাস্টিকস (Kheyali Mondal gymnast in real life) কি অনুশীলন করা হয় ? খেয়ালি বলেন, "আমি বাস্তবেও জিমন্যাস্টিকস করি । ক্লাস ফাইভ থেকে আমি এর সঙ্গে জড়িত । বাড়ির কাছেই এক কোচিং-এ ট্রেনিং নিতাম আমি । মূলত নাচের কারণেই আমার জিমন্যাস্টিকস শেখা । এই মুহূর্তে আমি ক্লাবে নিয়মিত যেতে পারছি না ঠিকই, তবে অনুশীলন ছাড়িনি । আর এখন তো চরিত্রের জন্য আরও প্র্যাকটিস করতে হয় ।"
আরও পড়ুন: bengali serial Alta Foring : ধারাবাহিকের কেন্দ্রে এবার জিমন্যাস্টিকস, আসছে আলতা ফড়িং
তাহলে কোনটা হতে চেয়েছিলেন খেয়ালি ? জিমন্যাস্ট নাকি নৃত্যশিল্পী নাকি অভিনেত্রী ? খেয়ালি বলেন, "নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম । রিয়ালিটি শো-তে অংশও নিয়েছি একবার । অভিনেত্রী হিসেবে আমি নতুনই । 'মৌ-এর বাড়ি' ধারাবাহিকে কাজ করেছি পার্শ্বচরিত্রে । লিড রোল করার ইচ্ছা ছিল । আর জিমন্যাস্টিকস করতে ভালবাসি । এই জিমন্যাস্টিকস আমাকে লিড রোলে নিয়ে আসবে ভাবিনি । অনেক ভিডিয়ো আমার সোশ্যালে । সেখানে নাচের সঙ্গে মিশে আছে জিমন্যাস্টিকস । সেটা দেখেই সুশান্তদার (প্রযোজক) টিম আমায় ডাকে আর বন্দি করে এই চরিত্রের জন্য ।"
প্রসঙ্গত, সুশান্ত দাসও এদিন ইটিভি ভারতকে বলেন, "খেয়ালির ফিটনেস, জিমন্যাস্ট দেখে আমি মুগ্ধ হই । একইসঙ্গে ওর কণ্ঠস্বরও খুব ভাল । এই চরিত্রের জন্য আরও পাঁচজন ছিল তালিকায় । খেয়ালিকে পেয়ে আমি বাকিদের না বলে দিই । আসলে আমি একেবারে আনকোরা কারওকে দিয়ে এই চরিত্র করাতে চাইছিলাম না । অভিনয়টা করেছে এমন কারওকে চাইছিলাম । খেয়ালি আগেও কাজ করেছে । ফলে লাইট ক্যামেরা অ্যাকশন শেখানোর দরকার পড়েনি । খুব প্রমিসিং খেয়ালি । দুর্দান্ত ফিটনেস । শাঁওলির ব্যাপারেও একই কথা খাটে । আমি এই দুই চরিত্রাভিনেত্রীকে নিয়ে খুব খুশি এবং আশাবাদী ।"
আরও পড়ুন: Bengali serial Sarbojaya: বদলে যাচ্ছে সর্বজয়ার ইমেজ, কী বলছে চৌধুরী পরিবার ?
খেয়ালির কাছে জানতে চাওয়া হয়, প্রথমবার লিড রোল । তাও আবার কোনও তথাকথিত রোল নয়, একজন জিমন্যাস্টস-এর রোল । জলের মধ্যে শট দিতে হয়েছিল তোমাদের । ভয় লাগেনি প্রথমদিকে ? খেয়ালির উত্তর, "খুব নার্ভাস ছিলাম । অত লাইট, গোটা ইউনিট আমার দিকে তাকিয়ে আছে । কনকনে ঠান্ডায় জলের মধ্যে শট দিয়েছি । প্রাথমিক ভাবে কষ্টের মনে হলেও ইউনিট যে ভাবে সাহায্য করেছে তাতে কষ্ট হয়নি কাজ করতে ।"
উল্লেখ্য, খেয়ালি নাচের রিয়ালিটি শো 'বিন্দাস ডান্স- সিজন ওয়ান'-এর প্রতিযোগী ছিলেন । 'কলা উৎসব 2020'-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান এই কন্যে । 'মৌ-এর বাড়ি' ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই খেয়ালি মণ্ডল । এবার 'আলতা ফড়িং' দর্শকের কতটা মন জয় করতে পারেন সেটাই দেখার ।