মুম্বই : করণের উকিল দীনেশ তিওয়ারি IANS কে বলেন, "করণের শুনানি হয়তো পরের সপ্তাহে হবে। কারণ এখন কোর্ট বন্ধ আছে।"
সম্প্রতি করণের বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় একটি FIR করেন এক মহিলা। IPC অনুযায়ী ৩৭৬ ধারা (ধর্ষণ) ও ৩৮৪ ধারা (এক্সটর্শন) লাগু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। করণ শুধু ধর্ষণই করেননি সেই মহিলাকে, উলটে তাঁর ভিডিয়ো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টাও করেছেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এভাবে তাঁকে শোষণ করা হয়েছে বলে অভিযোগ নিগৃহীতার।
আরও পড়ুন : ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজত করণ ওবেরয়ের
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'জস্সি জ্যায়সি কোই নহি'-তে অভিনয় করেছিলেন করণ। সম্প্রতি ওয়েব সিরিজ় 'ইনসাইড এজ'-এ তাঁকে শেষ দেখা গেছে। ২০০১ সালে 'ব্যান্ড অফ বয়েজ়'-এর অন্যতম সদস্য ছিলেন তিনি।