ETV Bharat / sitara

সব কিছুই এখন অনিশ্চিত হয়ে পড়েছে : অনুভব দত্ত - covid

লকডাউনে ক্ষতিগ্রস্ত যাত্রা জগৎ । এই পরিস্থিতিতে কেমন আছেন যাত্রাশিল্পীরা ? তা জানতে ETV ভারত সিতারার তরফে কথা বলা হয়েছিল যাত্রাশিল্পী অনুভব দত্তর সঙ্গে ।

dfg
zfg
author img

By

Published : May 11, 2020, 2:54 PM IST

কলকাতা : এই লকডাউনে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাত্রা জগৎ । যাত্রার মরশুমেও বন্ধ রয়েছে কাজ । বাতিল হয়েছে একাধিক শো । যে চৈত্র, বৈশাখ, জৈষ্ঠে ঘরে পয়সা আসে, সে মাসেই গৃহবন্দী যাত্রাশিল্পীরা । এই সময় খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা । এই কঠিন পরিস্থিতির মধ্যে কেমনভাবে দিন কাটছে যাত্রাশিল্পী অনুভব দত্তর ? তা জানতে তাঁর সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।

sdf
.

সিনেমায় অভিনয় করেছেন অনুভব । তবে যাত্রাই তাঁর জগৎ । গত 24 বছর ধরে যাত্রায় অভিনয় করছেন তিনি । কিন্তু, এই পরিস্থিতিতে বন্ধ যাত্রাপালা । গৃহবন্দী সবাই । যদিও খুব তাড়াতাড়িই স্বাভাবিক জীবনে ফেরার আশা সবার । আর সেই কারণেই সবাইকে লকডাউন মেনে চলার অনুরোধ করছেন অনুভব । আমাদের বলেন, "আমরা যাত্রাশিল্পের পক্ষ থেকে সবাইকে লকডাউন মেনে চলার অনুরোধ করছি । সরকারি বিধি-নিষেধ মেনে চলুন । তাহলেই আমরা সবাই লকডাউন থেকে তাড়াতাড়ি নিস্তার পাব ।"

fg
.

যাত্রা জগতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "যেদিন লকডাউন হয় তখন চৈত্র মাস চলছে । চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই তিনমাসেই আমাদের খুব ভালো শো হয় । প্রচুর পুজো হয় এবং সেই পুজোকে উপলক্ষ্যে করে চলে মেলা ও অনুষ্ঠান । ফলে লাইভ অনুষ্ঠানের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁরা এখন আর্থিক সমস্যায় পড়েছেন । গ্রামে যাত্রার এত প্রভাব, যাত্রা দেখার জন্য যেভাবে উৎসাহিত হন দর্শকরা সেটা কল্পনারও অতীত । সেসবই এখন খুব অনিশ্চিত হয়ে পড়েছে ।"

ভিডিয়োতে শুনুন অনুভব দত্তর বক্তব্য

কলকাতা : এই লকডাউনে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাত্রা জগৎ । যাত্রার মরশুমেও বন্ধ রয়েছে কাজ । বাতিল হয়েছে একাধিক শো । যে চৈত্র, বৈশাখ, জৈষ্ঠে ঘরে পয়সা আসে, সে মাসেই গৃহবন্দী যাত্রাশিল্পীরা । এই সময় খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা । এই কঠিন পরিস্থিতির মধ্যে কেমনভাবে দিন কাটছে যাত্রাশিল্পী অনুভব দত্তর ? তা জানতে তাঁর সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।

sdf
.

সিনেমায় অভিনয় করেছেন অনুভব । তবে যাত্রাই তাঁর জগৎ । গত 24 বছর ধরে যাত্রায় অভিনয় করছেন তিনি । কিন্তু, এই পরিস্থিতিতে বন্ধ যাত্রাপালা । গৃহবন্দী সবাই । যদিও খুব তাড়াতাড়িই স্বাভাবিক জীবনে ফেরার আশা সবার । আর সেই কারণেই সবাইকে লকডাউন মেনে চলার অনুরোধ করছেন অনুভব । আমাদের বলেন, "আমরা যাত্রাশিল্পের পক্ষ থেকে সবাইকে লকডাউন মেনে চলার অনুরোধ করছি । সরকারি বিধি-নিষেধ মেনে চলুন । তাহলেই আমরা সবাই লকডাউন থেকে তাড়াতাড়ি নিস্তার পাব ।"

fg
.

যাত্রা জগতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "যেদিন লকডাউন হয় তখন চৈত্র মাস চলছে । চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই তিনমাসেই আমাদের খুব ভালো শো হয় । প্রচুর পুজো হয় এবং সেই পুজোকে উপলক্ষ্যে করে চলে মেলা ও অনুষ্ঠান । ফলে লাইভ অনুষ্ঠানের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁরা এখন আর্থিক সমস্যায় পড়েছেন । গ্রামে যাত্রার এত প্রভাব, যাত্রা দেখার জন্য যেভাবে উৎসাহিত হন দর্শকরা সেটা কল্পনারও অতীত । সেসবই এখন খুব অনিশ্চিত হয়ে পড়েছে ।"

ভিডিয়োতে শুনুন অনুভব দত্তর বক্তব্য
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.