ETV Bharat / sitara

Exclusive : এখন কী করছেন একসময়ের ক্ষুদে শিল্পী অরিত্র দত্ত বণিক ? - one to one

অরিত্র দত্ত বণিক । সেই ছোটো ছেলে । 2003 সাল থেকে অভিনয় জগতে কাজের শুরু । তবে রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ অ্যাঙ্কর হিসেবে কাজ করে দর্শকের মন কাড়ে অরিত্র । এরপর দেখা গেছে বিভিন্ন বাংলা ধারাবাহিক ও ছবিতে । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি । সেই শিশুশিল্পী অরিত্র কী করছেন আজ ? তিনি এখন বাংলা ছবিতে এডিটর ও কালারিস্ট হিসেবে কাজ করছেন । অরিত্রর সঙ্গে সরাসরি কথা বলল ETV ভারত সিতারা ।

অরিত্র দত্ত বণিক
author img

By

Published : Jul 9, 2019, 8:33 AM IST

Updated : Jul 11, 2019, 6:46 PM IST

কলকাতা : 2008 সালে প্রথম 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে তাঁকে দিয়ে অভিনয় করিয়েছিলেন রাজ চক্রবর্তী । এরপর একে একে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'চ্যালেঞ্জ', 'হাঁদা অ্যান্ড ভোঁদা', 'লে ছক্কা', 'কানামাছি', 'লাভেরিয়া'-তে অভিনয় করেছেন অরিত্র ।

তিনি এখন আর সেই ছোটো অরিত্র নেই । সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন সোসিয়োলজি অনার্সে । একই বিষয়ে স্নাতকোত্তর করারও ইচ্ছে রয়েছে তাঁর । এছাড়াও, প্রাইভেটে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক পাস করেছেন ।

এবছরের এপ্রিল মাসে অভিমুন্য মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবি 'গুগলি'তে অভিনয় করতে দেখা গিয়েছে অরিত্রকে । নিজের পরিচিত অভিনয় থেকে বেরিয়ে অন্যরকম চরিত্রে অভিনয় করতে চান অরিত্র ।

অনেক পরিচালককেই দেখা গিয়েছে, অতীতে এডিটিং এবং কালার কারেকশনের একটা ইতিহাস আছে । তাহলে কি অরিত্র আগামীদিনে পরিচালক হতে চান ? উত্তরে অরিত্র বলেন, "এই মুহূর্তে আমার পরিচালনা করার খুব একটা ইচ্ছা নেই । কেননা, ফিল্মমেকারের আসল কাজ গল্প বলা । আমার গল্প বলার প্রতি আগ্রহ নেই । আমার যেটা ভালো লাগে, সেটা হল মোশন পিকচারের নেপথ্যে যে প্রযুক্তি আছে, সেটা । সেটা সাউন্ড হতে পারে, কম্পিউটার গ্রাফিক্স হতে পারে বা কালার সায়েন্স হতে পারে । তাই আমি যে ফিল্ম মেকার হব, সেই ইচ্ছে আমার এই মুহূর্তে নেই। তবে বলতে পারব না সেই ইচ্ছে বুড়ো বয়সে হবে কিনা ।"

ছোট্ট অরিত্রকে দর্শক তো মিস করে। তাঁর অভিনয়ের মধ্যে পাগলামিগুলো এখনও জনপ্রিয় । তবে সুযোগ পেলে বা নিজেকে সেভাবে তৈরি করতে পারলে অন্য়রকম চরিত্রেও কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন অরিত্র ।

ETV ভারত সিতারাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কী কী জানালেন তিনি ? দেখে নিন ভিডিয়োয়...

দেখুন ভিডিয়ো

কলকাতা : 2008 সালে প্রথম 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে তাঁকে দিয়ে অভিনয় করিয়েছিলেন রাজ চক্রবর্তী । এরপর একে একে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'চ্যালেঞ্জ', 'হাঁদা অ্যান্ড ভোঁদা', 'লে ছক্কা', 'কানামাছি', 'লাভেরিয়া'-তে অভিনয় করেছেন অরিত্র ।

তিনি এখন আর সেই ছোটো অরিত্র নেই । সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন সোসিয়োলজি অনার্সে । একই বিষয়ে স্নাতকোত্তর করারও ইচ্ছে রয়েছে তাঁর । এছাড়াও, প্রাইভেটে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক পাস করেছেন ।

এবছরের এপ্রিল মাসে অভিমুন্য মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবি 'গুগলি'তে অভিনয় করতে দেখা গিয়েছে অরিত্রকে । নিজের পরিচিত অভিনয় থেকে বেরিয়ে অন্যরকম চরিত্রে অভিনয় করতে চান অরিত্র ।

অনেক পরিচালককেই দেখা গিয়েছে, অতীতে এডিটিং এবং কালার কারেকশনের একটা ইতিহাস আছে । তাহলে কি অরিত্র আগামীদিনে পরিচালক হতে চান ? উত্তরে অরিত্র বলেন, "এই মুহূর্তে আমার পরিচালনা করার খুব একটা ইচ্ছা নেই । কেননা, ফিল্মমেকারের আসল কাজ গল্প বলা । আমার গল্প বলার প্রতি আগ্রহ নেই । আমার যেটা ভালো লাগে, সেটা হল মোশন পিকচারের নেপথ্যে যে প্রযুক্তি আছে, সেটা । সেটা সাউন্ড হতে পারে, কম্পিউটার গ্রাফিক্স হতে পারে বা কালার সায়েন্স হতে পারে । তাই আমি যে ফিল্ম মেকার হব, সেই ইচ্ছে আমার এই মুহূর্তে নেই। তবে বলতে পারব না সেই ইচ্ছে বুড়ো বয়সে হবে কিনা ।"

ছোট্ট অরিত্রকে দর্শক তো মিস করে। তাঁর অভিনয়ের মধ্যে পাগলামিগুলো এখনও জনপ্রিয় । তবে সুযোগ পেলে বা নিজেকে সেভাবে তৈরি করতে পারলে অন্য়রকম চরিত্রেও কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন অরিত্র ।

ETV ভারত সিতারাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কী কী জানালেন তিনি ? দেখে নিন ভিডিয়োয়...

দেখুন ভিডিয়ো
Intro:অরিত্র দত্ত বণিককে মনে আছে? সেই যে ছোট্ট ছেলেটা। বাংলা বাণিজ্যিক ছবির রুপোলি পর্দায় যাঁকে ধারাবাহিকভাবে দেখা গিয়েছে বিভিন্ন চরিত্রে। যাঁকে ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে অভিনয় করেছিলেন রাজ চক্রবর্তী। তারপর একে একে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'চ্যালেঞ্জ', 'হাদা অ্যান্ড ভোদা', 'লে ছক্কা', 'কানামাছি', 'লাভেরিয়া' মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল দেব-জিৎদের সঙ্গে। কিংবা একটি নাচের রিয়েলিটি শোতে অরিত্রর সঞ্চালনা। সেই শিশুশিল্পী অরিত্র কী করছেন আজ? তিনি এখন বাংলা ছবির এডিটর এবং কালারিস্ট। অরিত্রর সঙ্গে সরাসরি কথা বলল ETV ভারত সিতারা।


Body:অরিত্র এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন সোসিয়োলজি অনার্সে। একই বিষয়ে স্নাতকোত্তর পাস করবেন বলে মনস্থির করেছেন। এছাড়াও, প্রাইভেটে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক হয়েছেন। অরিত্র বললেন, " আমি খুব সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সোসিয়োলজিতে গ্রাজুয়েশন করেছি। এবং এখন সোসিয়োলজিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করব। এছাড়া, আরও একটি গ্র্যাজুয়েশন রয়েছে আমার। যেটা আমি করেছি IGNOU থেকে। সেটা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে। কারণ, আমার মূল পড়াশোনার বিষয়বস্তু কনজিউমার ইমেজ। যেটা নিয়মিত দেখে থাকি আমাদের কনজিউমার পোর্টালে। সেটা ফিল্ম হতে পারে, যেকোনও কিছু হতে পারে। যা কনজিউমার ইমেজের আওতায় আসে। সেই ইমেজের বিজ্ঞান বিশেষ করে কম্পিউটার গ্রাফিক্স ম্যাট্রিক্স এবং ম্যাথমেটিক্স। এই বিষয়টা নিয়েই আমি কাজকর্ম করছি। কালার সাইন্স ও আছে।"

এবছরের এপ্রিল মাসে অভিমুন্য মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবি 'গুগলি'তে অভিনয় করতে দেখা গিয়েছে অরিত্রকে। নিজের পরিচিত অভিনয় থেকে বেরিয়ে অন্যরকম চরিত্রে অভিনয় করতে চান অরিত্র। অরিত্র বললেন, " আগামী দিনে অভিমুন্যদার পরিচালনায় আমার আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তীদি রয়েছে সেই ছবিতে। যেরকম গল্প আমরা কমার্শিয়াল মার্কেটে দেখি, সেরকম গল্প নয়। এটা একটা অন্য ফ্লেভারের গল্প। অ্যান্টি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কথা বলে। সেটা আসছে এই বছরের শেষে। এছাড়া, আমি বাই প্রফেশন ফিল্মের এডিটর। ছবির সম্পাদনার কাজ করি। এডিটিংয়ের থেকেও আমাকে যেটা বেশি আকর্ষণ করে, তাহল কালার কারেকশন এবং কালার সায়েন্স।"

অনেক পরিচালককেই দেখা গিয়েছে, অতীতে এডিটিং এবং কালার কারেকশনের একটা ইতিহাস আছে। তাহলে কি অরিত্র আগামীদিনে পরিচালক হতে চান? উত্তরে অরিত্র বলেন, " এই মুহূর্তে আমার পরিচালনা করার খুব একটা ইচ্ছা নেই। কেননা, ফিল্মমেকারের আসল কাজ গল্প বলা। আমার গল্প বলার প্রতি আগ্রহ নেই। আমার যেটা ভালো লাগে, সেটা হল মোশন পিকচারের নেপথ্যে যে প্রযুক্তি আছে, সেটা। সেটা সাউন্ড হতে পারে। কম্পিউটার গ্রাফিক্স হতে পারে কালার সায়েন্স হতে পারে। তাই আমি যে ফিল্ম মেকার হব, সেই ইচ্ছে আমার এই মুহূর্তে নেই। বলতে পারব না, সেই ইচ্ছে বুড়ো বয়সে হবে কিনা।"




Conclusion:ছোট্ট অরিত্রকে দর্শক তো মিস করে। অরিত্র বললেন, "বটেই। আমি নিজেও খুব মিস করি। এখনও ফেসবুকে আমার ছবির পুরনো ক্লিপ দেখতে পাই। সেগুলো মাঝেমধ্যে ভাইরাল হয়ে যায়। তারপর সকলে আমাকে খোঁচায় - এই তো দেখলাম তোকে! ভীষণ মজা লাগে। ছোটোবেলায় একটা বড় অংশ আমি স্পেসিফিক জরেঁ ক্যারেক্টার প্লে করেছি। অভিনেতা হিসেবে আমারও ক্যারেক্টরাইজেশন একটা নির্দিষ্ট জরেঁ বাঁধা পড়ে গেছে। বিহেভিয়ারের মতো হয়ে গেছে। দর্শকের কাছেও আমি একটা স্পেসিফিক অ্যাকসেপ্টেন্সের মধ্যে পড়ে গেছি। এটা একটা সমস্যা। মানুষজন একজন পারফরমারকে তার আগের পারফরমেন্সের নিরিখে বিচার করে। আমি সোহমদার কথা বলতে পারি। যতই বিরাট সুপার হিরো হয়ে থাক সোহমদা, মানুষের মনে রয়ে গেছে সেই হরলিক্স খাওয়া বাচ্চাটা। আমার ক্ষেত্রেও আমি দেখেছি, আমাকেও মানুষ স্ক্রিনে দেখলে হাসে। যতই ভয়ের রোল করি না কেন। এটা একটা ট্রম্যাটিক এক্সপেরিয়েন্স, যে আমি নিজেরেই ইমেজ থেকে বেরোতে পারছি না। আমি স্ক্রিনে থাকলেই একটা গন্ডগোল করব, পাকামি করব, এটা মানুষের চাওয়া-পাওয়ার মধ্যে হয়ে পড়ে গেছে। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, বা আমি যদি নিজেকে মোল্ড করতে পারি, নিশ্চয়ই এই জরেঁর বাইরে বেরিয়ে কিছু একটা করার চেষ্টা করব। পারফর্মার হওয়াটা আমার কাছে আগে।"
Last Updated : Jul 11, 2019, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.