ETV Bharat / sitara

Exclusive : ট্যাক্সিচালকের হাতে হেনস্থা, মুখ খুললেন টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা

গত কয়েকদিন ধরেই বেশ কিছু ঘটনা সামনে আসছে খবরের পাতায়, যেখানে দেখা যাচ্ছে রাতের কলকাতা আর নিরাপদ নেই। সেটা উষসী সেনগুপ্ত হোক বা জিতু কমল। তবে এবার আর রাতের কলকাতা নয়, দিনে দুপুরেই হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত। ETV ভারত সিতারার সামনে মুখ খুললেন অভিনেত্রী।

বিজয়িনী
author img

By

Published : Jul 11, 2019, 2:13 PM IST

কলকাতা : "তুই কোথায় যাবি?", হ্যাঁ এই ভাষাতেই এক প্রাইভেট ক্যাবের ড্রাইভার প্রশ্ন করেন স্বস্তিকাকে। নিজের তিলজলার বাসস্থান থেকে শুটিং স্পট 'দসানি ২'-তে যাচ্ছিলেন অভিনেত্রী। সেখানেই শুটিং হয় ধারাবাহিক 'বিজয়িনী'-র। আর VIP বাজার পেরিয়ে যাওয়ার পরই ড্রাইভারের অন্য় ভাবমূর্তি ধরা পড়ল তাঁর সামনে। স্বস্তিকার হাত ধরে রীতিমতো টানাটানি করে সেই ড্রাইভার। মাঝপথেই ক্যানসেল করে দেয় স্বস্তিকার বুকিং।

স্বস্তিকা বলেন, "আমার এখনও সেই সময়ের কথা ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে।" এমনকি ক্যামেরার সামনে কথা বলতে বলতেও কেঁপে উঠছিলেন তিনি।

ক্যাবে ওঠার পর থেকে যা যা হয়েছে তার বিবরণ দিলেন স্বস্তিকা। শুনে নিন ভিডিয়োতে...

বিজয়িনী

কলকাতা : "তুই কোথায় যাবি?", হ্যাঁ এই ভাষাতেই এক প্রাইভেট ক্যাবের ড্রাইভার প্রশ্ন করেন স্বস্তিকাকে। নিজের তিলজলার বাসস্থান থেকে শুটিং স্পট 'দসানি ২'-তে যাচ্ছিলেন অভিনেত্রী। সেখানেই শুটিং হয় ধারাবাহিক 'বিজয়িনী'-র। আর VIP বাজার পেরিয়ে যাওয়ার পরই ড্রাইভারের অন্য় ভাবমূর্তি ধরা পড়ল তাঁর সামনে। স্বস্তিকার হাত ধরে রীতিমতো টানাটানি করে সেই ড্রাইভার। মাঝপথেই ক্যানসেল করে দেয় স্বস্তিকার বুকিং।

স্বস্তিকা বলেন, "আমার এখনও সেই সময়ের কথা ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে।" এমনকি ক্যামেরার সামনে কথা বলতে বলতেও কেঁপে উঠছিলেন তিনি।

ক্যাবে ওঠার পর থেকে যা যা হয়েছে তার বিবরণ দিলেন স্বস্তিকা। শুনে নিন ভিডিয়োতে...

বিজয়িনী
Intro:ট্যাক্সি চালকের হাতে হেনস্থা হওয়া নিয়ে মুখ খুললেন স্বস্তিকা দত্ত

অমিত চক্রবর্তী,কলকাতা: রাতের কলকাতা শহর যে আর আগের মতো নিরাপদ নয়, তার জলজ্যান্ত উদাহরণ সমগ্র কলকাতাবাসী বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিলেন। গত মাসের 17 তারিখ প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্ত যখন তার বন্ধুর সঙ্গে একটি অ্যাপ ক্যাবে যাচ্ছিলেন,ঠিক সেই সময় 10-15 জন ছেলে তাদের সেই গাড়ি কে আক্রমণ করে,গাড়ির কাচ ভেঙে দেয় এবং প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তের হাত ধরে টানাটানি করে। চারদিকে যখন এই ঘটনা নিয়ে শহর কলকাতা উত্তাল হয় ,ঠিক তার পরপরই পুলিশের সক্রিয়তা গ্রেপ্তার হন অভিযুক্ত সকল।তবে এখানেই শেষ নয়। এরপর জাতীয় স্তরের একজন মহিলা বক্সার কেও নিগৃহীত হতে হয় শহর কলকাতার বুকে। আর এবার দিনে দুপুরে এক অ্যাপ ক্যাব চালকের হাতে নিগ্রহের শিকার হলেন বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত। আজ সকালে অভিনেত্রী যখন নিজের তিলজলার বাড়ি থেকে, এক বেসরকারি সংস্থার অ্যাপ ক্যাবে করে দাসানি ২ তার নিজের সিরিয়ালের বিজয়িনীর শুটিং ফ্লোরে যাচ্ছিলেন, ঠিক সেই সময় বাইপাস এর উপর উত্তর পঞ্চান্ন গ্রাম এর কাছে একটি রেস্তোরাঁ সামনে আচমকা সেই গাড়ির ড্রাইভার জামশেদ তার হাত ধরে টানাটানি করে, গাড়ি থেকে নামানোর চেষ্টা। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একের পর এক মহিলা নিগ্রহের ঘটনা নিয়ে আজ ইটিভি ভারতের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী স্বস্তিকা জানালেন তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।


Body:ভিডিও কল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.