ETV Bharat / sitara

Super Singer Grand Final : 'সুপার সিঙ্গার'-এ এবার চূড়ান্ত পর্বের লড়াই - গানে গানে মঞ্চ মাতানোর শো সুপার সিঙ্গারে এবার শেষ পর্বের লড়াই

গানে গানে মঞ্চ মাতানোর শো 'সুপার সিঙ্গার'-এ এবার শেষ পর্বের লড়াই (Super Singer Season 3 Grand Final)। কে হাসবে জয়ের হাসি? জানার দিন আসন্ন ।

Super Singer Grand Final
আসছে সুপার সিঙ্গার গ্র‍্যান্ড ফিনালে
author img

By

Published : Mar 17, 2022, 12:42 PM IST

কলকাতা, 17 মার্চ : বহুপর্ব পার করে এবার ফিনালের পথে 'সুপার সিঙ্গার-সিজন থ্রি' (Super Singer Season 3 Grand Final)। আগামী ২০ মার্চ এই মিউজিক রিয়ালিটি শো-এর চূড়ান্ত পর্বের লড়াই দেখতে চলেছেন দর্শকরা। ৩২ জন প্রতিযোগীকে নিয়ে এই মঞ্চে শুরু হয়েছিল গানের লড়াই । অবশেষে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে সপ্তরথীকে। চুড়ান্ত পর্বের প্রতিযোগীরা হলেন শুচিস্মিতা, মানসী, প্রণয়, কুমার গৌরব, সৌমি, দেয়াসিনী এবং শুভজিৎ । এঁরাই লড়বেন শেষ পর্বে। শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার ?

প্রতিযোগীদের মেন্টর এবং গাইড ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক, রাজীব দাস এবং দীপাম্বিতা চৌধুরী । অন্যদিকে বিচারকের আসনে ছিলেন কুমার শানু, সোনু নিগম এবং কৌশিকী চক্রবর্তী । টানা দশ ঘণ্টা চলবে গ্র‍্যান্ড ফিনালে। হাজির থাকবেন শান, কবিতা কৃষ্ণমূর্তি, পলক মুঞ্চল, ইলা অরুণ এবং বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত । তিনি শ্রদ্ধা জানাবেন মহানায়িকা সুচিত্রা সেনকে। মাধুরী এদিন নাচবেন কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া 'দেবদাস' ছবির গান 'ঢাই শাম রোকলাই' গানে আর তাঁর সঙ্গে নাচে কোমর দোলাবেন দেব এবং জিৎ।

আরও পড়ুন : হঠাৎ কেন শহরের পথে রিকশা চালাচ্ছেন খরাজ মুখোপাধ্যায় ?

সুপার সিঙ্গার-এর এবারের মরশুমের জয়ের মুকুট কার মাথায় উঠবে তা জানতে হলে আগামী ২০ মার্চ দুপুর ১ টা থেকে টানা দশ ঘণ্টা দর্শকদের বসতে হবে টেলিভিশনের সামনে ৷ প্রতিযোগীদের গান তো থাকছেই, আর তার সঙ্গে বাড়তি পাওনা হিসাবে থাকবে নানারংয়ের অনুষ্ঠান । পুরো মরশুম সঞ্চালনা করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত ৷ ফিনালেতে তিনি কীভাবে সকলের মন মাতান তার দিকেও নজর থাকবে সকলের ৷

কলকাতা, 17 মার্চ : বহুপর্ব পার করে এবার ফিনালের পথে 'সুপার সিঙ্গার-সিজন থ্রি' (Super Singer Season 3 Grand Final)। আগামী ২০ মার্চ এই মিউজিক রিয়ালিটি শো-এর চূড়ান্ত পর্বের লড়াই দেখতে চলেছেন দর্শকরা। ৩২ জন প্রতিযোগীকে নিয়ে এই মঞ্চে শুরু হয়েছিল গানের লড়াই । অবশেষে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে সপ্তরথীকে। চুড়ান্ত পর্বের প্রতিযোগীরা হলেন শুচিস্মিতা, মানসী, প্রণয়, কুমার গৌরব, সৌমি, দেয়াসিনী এবং শুভজিৎ । এঁরাই লড়বেন শেষ পর্বে। শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার ?

প্রতিযোগীদের মেন্টর এবং গাইড ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক, রাজীব দাস এবং দীপাম্বিতা চৌধুরী । অন্যদিকে বিচারকের আসনে ছিলেন কুমার শানু, সোনু নিগম এবং কৌশিকী চক্রবর্তী । টানা দশ ঘণ্টা চলবে গ্র‍্যান্ড ফিনালে। হাজির থাকবেন শান, কবিতা কৃষ্ণমূর্তি, পলক মুঞ্চল, ইলা অরুণ এবং বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত । তিনি শ্রদ্ধা জানাবেন মহানায়িকা সুচিত্রা সেনকে। মাধুরী এদিন নাচবেন কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া 'দেবদাস' ছবির গান 'ঢাই শাম রোকলাই' গানে আর তাঁর সঙ্গে নাচে কোমর দোলাবেন দেব এবং জিৎ।

আরও পড়ুন : হঠাৎ কেন শহরের পথে রিকশা চালাচ্ছেন খরাজ মুখোপাধ্যায় ?

সুপার সিঙ্গার-এর এবারের মরশুমের জয়ের মুকুট কার মাথায় উঠবে তা জানতে হলে আগামী ২০ মার্চ দুপুর ১ টা থেকে টানা দশ ঘণ্টা দর্শকদের বসতে হবে টেলিভিশনের সামনে ৷ প্রতিযোগীদের গান তো থাকছেই, আর তার সঙ্গে বাড়তি পাওনা হিসাবে থাকবে নানারংয়ের অনুষ্ঠান । পুরো মরশুম সঞ্চালনা করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত ৷ ফিনালেতে তিনি কীভাবে সকলের মন মাতান তার দিকেও নজর থাকবে সকলের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.