কলকাতা : অদম্য জেদ ছিল মনে আর ভরসা ছিল বুকে। তাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক ছেলেটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করে চলে যান দেশের অন্যতম উল্লেখযোগ্য নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। ভারতে যে ধরনের নাটকের চল, বা যে ধরনের নাটক দেখে দর্শক অভ্যস্ত, তার থেকে ব্যতিক্রমী কিছু করতে শুরু করেন প্রশান্ত।
ভারতের প্রত্যন্ত গ্রামে একক নাটকের মাধ্যমে দিনের পর দিন দর্শকের মনে প্রশান্ত জাগ্রত করেছেন সামাজিক চেতনা। ভাবতে শিখিয়েছেন দর্শককে। বুঝিয়েছেন দেশের প্রতিটি কোণে এমন সব ঘটনা ঘটে চলেছে, যার বিরুদ্ধে গলা তোলার সময় এসেছে। কিছু মানুষ তাঁকে শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন। কিন্তু পিছপা হননি প্রশান্ত। তাঁর একক নাটক 'XYZ' গোটা দেশে চর্চিত। খুব শিগগিরই আসতে চলেছে তাঁর আরও একটি নাটক, 'আর্টিকেল ২৫'। ধর্মীয় ভেদাভেদ নিয়ে সেই নাটক। যা এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক সেই নাটক।
কোনওদিন তথাকথিত সাক্ষাৎকার দেননি প্রশান্ত। সেদিক দিয়ে দেখতে গেলে ETV ভারত সিতারাতেই জীবনের প্রথম সাক্ষাৎকার দিলেন তিনি। সাক্ষাৎকারের কিছু মুহূর্ত তুলে রাখা হল ভিডিয়োতে।