ETV Bharat / sitara

EXCLUSIVE : নিভৃতে নাটকের নতুন ধারা তৈরি করছেন কোচবিহারের প্রশান্ত

প্রশান্ত এস. ধর। মফস্বল থেকে আসা অনেক ছেলের মতোই প্রশান্তও ভয় পেয়েছিলেন কলকাতা শহরকে। ধাক্কা খেয়েছেন, অপমাণিত হয়েছেন, তবে হেরে যাননি। নিজেকে তৈরি করেছেন একটু একটু করে। এখন নাট্যদুনিয়ায় অন্যতম চর্চিত নাম প্রশান্ত।

প্রশান্ত এস ধর
author img

By

Published : Jul 1, 2019, 3:47 PM IST


কলকাতা : অদম্য জেদ ছিল মনে আর ভরসা ছিল বুকে। তাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক ছেলেটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করে চলে যান দেশের অন্যতম উল্লেখযোগ্য নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। ভারতে যে ধরনের নাটকের চল, বা যে ধরনের নাটক দেখে দর্শক অভ্যস্ত, তার থেকে ব্যতিক্রমী কিছু করতে শুরু করেন প্রশান্ত।

প্রশান্ত এস ধর
নাটক করাকালীন প্রশান্ত

ভারতের প্রত্যন্ত গ্রামে একক নাটকের মাধ্যমে দিনের পর দিন দর্শকের মনে প্রশান্ত জাগ্রত করেছেন সামাজিক চেতনা। ভাবতে শিখিয়েছেন দর্শককে। বুঝিয়েছেন দেশের প্রতিটি কোণে এমন সব ঘটনা ঘটে চলেছে, যার বিরুদ্ধে গলা তোলার সময় এসেছে। কিছু মানুষ তাঁকে শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন। কিন্তু পিছপা হননি প্রশান্ত। তাঁর একক নাটক 'XYZ' গোটা দেশে চর্চিত। খুব শিগগিরই আসতে চলেছে তাঁর আরও একটি নাটক, 'আর্টিকেল ২৫'। ধর্মীয় ভেদাভেদ নিয়ে সেই নাটক। যা এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক সেই নাটক।

কোনওদিন তথাকথিত সাক্ষাৎকার দেননি প্রশান্ত। সেদিক দিয়ে দেখতে গেলে ETV ভারত সিতারাতেই জীবনের প্রথম সাক্ষাৎকার দিলেন তিনি। সাক্ষাৎকারের কিছু মুহূর্ত তুলে রাখা হল ভিডিয়োতে।

দেখুন বিশেষ প্যাকেজ


কলকাতা : অদম্য জেদ ছিল মনে আর ভরসা ছিল বুকে। তাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক ছেলেটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করে চলে যান দেশের অন্যতম উল্লেখযোগ্য নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। ভারতে যে ধরনের নাটকের চল, বা যে ধরনের নাটক দেখে দর্শক অভ্যস্ত, তার থেকে ব্যতিক্রমী কিছু করতে শুরু করেন প্রশান্ত।

প্রশান্ত এস ধর
নাটক করাকালীন প্রশান্ত

ভারতের প্রত্যন্ত গ্রামে একক নাটকের মাধ্যমে দিনের পর দিন দর্শকের মনে প্রশান্ত জাগ্রত করেছেন সামাজিক চেতনা। ভাবতে শিখিয়েছেন দর্শককে। বুঝিয়েছেন দেশের প্রতিটি কোণে এমন সব ঘটনা ঘটে চলেছে, যার বিরুদ্ধে গলা তোলার সময় এসেছে। কিছু মানুষ তাঁকে শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন। কিন্তু পিছপা হননি প্রশান্ত। তাঁর একক নাটক 'XYZ' গোটা দেশে চর্চিত। খুব শিগগিরই আসতে চলেছে তাঁর আরও একটি নাটক, 'আর্টিকেল ২৫'। ধর্মীয় ভেদাভেদ নিয়ে সেই নাটক। যা এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক সেই নাটক।

কোনওদিন তথাকথিত সাক্ষাৎকার দেননি প্রশান্ত। সেদিক দিয়ে দেখতে গেলে ETV ভারত সিতারাতেই জীবনের প্রথম সাক্ষাৎকার দিলেন তিনি। সাক্ষাৎকারের কিছু মুহূর্ত তুলে রাখা হল ভিডিয়োতে।

দেখুন বিশেষ প্যাকেজ
Intro:কোচবিহারের ছেলে। বছর ২৫ বয়স। আর পাঁচজন সাধারণ মফস্বল থেকে আসা ছেলের মতোই প্রশান্তকে কলকাতা শহর ভয় দেখিয়েছিল। ঠাট্টা করেছিল তাঁকে নিয়ে। ভয় পেয়েছিলেন প্রশান্ত। কিন্তু পিছিয়ে পড়েননি।


Body:কলকাতা : অদম্য জেদ ছিল মনে আর ভরসা ছিল বুকে। তাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক ছেলেটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করে চলে যান দেশের অন্যতম নাটকের শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে শিক্ষাগ্রহণ করতে। ভারতে যে ধরনের নাটকের চল, বা যেধরনের নাটক দেখে দর্শক অভ্যস্ত, তার থেকে ব্যতিক্রমী কিছু করতে শুরু করেন নাট্যচর্চা। ভারতের প্রত্যন্ত গ্রামে একক নাটকের বিনিময় দিনের পর দিন দর্শকের মনে জাগ্রত করেছেন সামাজিক চেতনা। ভাবতে শিখিয়েছেন দর্শককে। বুঝিয়েছেন দেশের প্রতিটি কোণে এমন সব ঘটনা ঘটে চলেছে, যার বিরুদ্ধে গলা তোলার সময় এসেছে। কিছু মানুষ তাঁকে শাসিয়েছে। কিন্তু পিছপা হননি প্রশান্ত। তাঁর একক নাটক 'XYZ' গোটা দেশে চর্চিত। খুব শিগগিরই আসতে চলেছে তাঁর আরও একটি নাটক, 'আর্টিকেল ২৫'। ধর্মীয় ভেদাভেদ নিয়ে সেই নাটক। যা এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।


Conclusion:জীবনের প্রথম সাক্ষাৎকার হিসেবে প্রশান্ত এস ধর ETV ভারত সিতারার মুখোমুখি হলেন। দেখুন স্টুডিও থেকে সরাসরি। সঙ্গে প্রশান্ত এস ধর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.