মুম্বই, 19 সেপ্টেম্বর : বিগ বস ওটিটি (Bigg Boss OTT) পেয়ে গেল তার প্রথম চ্যাম্পিয়নকে ৷ সবাইকে পিছনে ফেলে ট্রফি জিতলেন এই রিয়েলিটি শো-এর প্রতিযোগী দিব্যা আগরওয়াল (Divya Agarwal) ৷ ট্রফির সঙ্গে পেলেন 25 লাখ টাকার আর্থিক পুরস্কার ৷ দিব্যার পাশাপাশি বিগ বস ওটিটি-র প্রথম রানার আপ হলেন নিশান্ত ভট্ট ৷ তবে এই শোয়ের সবচয়ে চর্চিত মুখ অভিনেত্রী শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টিকে দ্বিতীয় রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল ৷
ওটিটি প্ল্যাটফর্ম VOOT-এ গত 4 অগস্ট থেকে শুরু হওয়া এই শো প্রথম থেকেই শিরোনামে ছিল ৷ প্রতিযোগীদের একে অপরের সঙ্গে বন্ধুত্ব, মনোমালিন্য, ঝগড়া এবং ভরপুর ভালোবাসা চোখে পড়েছে ৷ বিগ বসের ঘরে রাকেশ বাপাত ও শমিতা শেট্টির ঘনিষ্ঠতা এখন সবার মুখে মুখে ৷ দুজনের কেমিষ্ট্রি দর্শকের ভাল লেগেছে ৷ এদিকে দিব্যা আগরওয়াল অতীতেও বেশ কয়েকটি রিয়েলিটি শোয়ের মুখ ছিলেন ৷ যে কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রচুর ফ্যান ফলোয়ার ৷ বিগ বসে এসে সেই সংখ্যাটা আরও বেড়েছে ৷ বিনা কোনও কানেকশনে পুরো সিজ়ন টিকে থেকে বিজয়ী হলেন তিনি ৷
আরও পড়ুন : Bigg Boss OTT: শমিতা-রাকেশের প্রেম নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী রিধি
শো শুরুর প্রথমদিকে দিব্যার সঙ্গে শমিতা শেট্টির ভাল বন্ধুত্ব চোখে পড়েছিল ৷ কিন্তু শো যত এগিয়েছে ততই দিব্যা-শমিতার সম্পর্ক তিক্ত হয়েছে ৷ নিশান্ত ভট্ট, রাকেশ বাপাত, প্রতীক সহজপাল ছাড়াও বিভিন্ন প্রতিযোগীদের সঙ্গে দিব্যার মনোমালিন্য হয়ছে ৷ বিগ বস ওটিটি-র ঘরে ভাল বন্ধু না থাকাটা দিব্যা আগরওয়ালের সবচেয়ে বড় দুর্বলতা বলে ভাবা হচ্ছিল ৷ কিন্তু একলা খেলেই বাজিমাত করলেন দিব্যা ৷