কলকাতা, 14 ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হতে চলেছে 'দিদি নম্বর ওয়ান - সিজন -9' । প্রতিযোগী তালিকায় একাধিক জনপ্রিয় অভিনেত্রী ।
আজ 14 ফেব্রুয়ারি 'ভ্যালেন্টাইন্স ডে' ভালোবাসার দিন । জনপ্রিয়তার বেশ শিখরে পৌঁছে গিয়েছে 'দিদি নম্বর ওয়ান' । আজ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো সিজন-9 এর (Didi number 1 Season 9 starts) । একেবারে নতুন ভাবে সাজানো হয়েছে এই ধারাবাহিক । নতুনভাবে হলেও পুরনো ইমেজে পাওয়া যাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে । খেলাতেও আছে একাধিক চমক । ‘দিদিরাই দিদিদের এগিয়ে নিয়ে যায়’- এই ট্যাগলাইন পাথেয় করে শুরু হতে চলেছে সিজন ৯। অডিশন পর্বও চালু হয়ে গিয়েছে । শুরুর দিনে প্রতিযোগী তালিকায় আছ চমক । সকলেই বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী । কেউ উপস্থিত থাকবেন মাকে নিয়ে কেউ আবার বাবাকে নিয়ে । অভিনেত্রী সন্দীপ্তা সেন হাজির হবেন মা সুতপা সেনকে নিয়ে, দিতিপ্রিয়া রায় উপস্থিত থাকবেন মা সুদীপ্তা রায়কে নিয়ে ৷ অন্বেষা হাজরা হাজির হবেন তাঁর বাবা অভিজিৎ হাজরাকে নিয়ে ৷ ঊষসী রায় খেলবেন তাঁর বাবা দেবব্রত রায়কে নিয়ে । থাকবে মজাদার খেলা এবং গল্প ।
আরও পড়ুন: Vicky Katrina in Mumbai Airport : প্রেম দিবসের শুরুতেই হাতে হাত রেখে মুম্বই এয়ারপোর্টে ভি-ক্য়াট
সিজন 9-এর প্রথম দিনেই বোঝা যাবে খেলার ধরন। তাই চোখ রাখতে হবে টিভির পর্দায় । একইসঙ্গে কার মাথায় জয়ের মুকুট তার জন্যও আগ্রহের পারদ চড়বে দর্শকমহলে । ১৪ ফেব্রুয়ারি থেকে পুরনো সময়েই দেখা যাবে 'দিদি নম্বর ওয়ান- সিজন ৯' (Didi number 1 Season 9 starts) ।