কলকাতা, 2 ফেব্রুয়ারি: আসছে 'দিদি নম্বর ওয়ান সিজন 9' (Didi No. 1 Season 9)৷ তার আগে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হতে চলেছেন দিদি রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee on Dadagiri stage)।
'দাদাগিরি'র মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মঞ্চে আসছেন না । তিনি আসছেন ওড়িয়া ভাষার 'দাদাগিরি হৃদয়েরু'তে । এই শো-এর সঞ্চালনায় ওড়িয়া অভিনেতা অনুভব মোহান্তি । দুটি ওড়িয়া ছবিতে রচনা-অনুভব অভিনয়ও করেছিলেন জুটি বেঁধে । এ বার অনুভবের নানাবিধ প্রশ্নের মুখে 'দিদি নম্বর ওয়ান'-এর রচনা বন্দ্যোপাধ্যায় । এপিসোডের ঝলক এসেছে সামনে । সেখানে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে রচনাকে ।
ওড়িয়া অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রর সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন রচনা (Rachna Banerjee to come on Dadagiri stage)। প্রেম হয় সেই সময়েই । এরপর বিবাহ সূত্রে আবদ্ধ হন দুজনে । কিন্তু বেশিদিন টেকে না সম্পর্ক । বিচ্ছেদ হয় । তবে সম্পর্কে তিক্ততা নেই দুজনের মধ্যে । কাজল-শাহরুখ নাকি সিদ্ধান্ত-রচনা - কোন জুটি অভিনেত্রীর অধিক পছন্দের জানতে চাইলে, রচনা ভোট দেন সিদ্ধান্ত-রচনাকেই । এ হেন আরও নানা প্রশ্নে তিনি কী জবাব দিলেন অনুভবকে, তা জানা যাবে আগামী এপিসোডে ।
আরও পড়ুন: Madan mitra joins didi number 1 with his wife: দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব
ওদিকে শেষ হতে চলেছে 'দিদি নম্বর ওয়ান-সিজন 8'। আসছে সিজন 9 ৷ নতুন ভাবে, নতুন ইমেজে ধরা দেবেন দিদি, জানা গিয়েছে চ্যানেল সূত্রে । নতুন রূপে টিভির পর্দায় আসতে চলেছে দিদি নম্বর ওয়ান সিজন 9। অনেক বেশি সেলেব্রিটির আগমন হবে এই সিজনে । শুটিং হয়ে গিয়েছে প্রোমোর ।
আসন্ন সিজন নিয়ে আশাবাদী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee news) কথায়, খেলার প্যাটার্ন, সেট সবেতে আসছে পরিবর্তন । তবে এতদিন মানুষ যে রূপে দিদিকে ভালোবেসে এসেছেন, সে রকম লুকেই ধরা দেবেন তিনি ।
আরও পড়ুন: Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের
কদিন আগে শোনা গিয়েছিল রচনার পরিবর্তে 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করবেন সুদীপা চট্টোপাধ্যায় । পুরোটা না জেনেই শোরগোল শুরু হয় নেট পাড়ায় ৷ আসলে বাবার মৃত্যুর পর কিছুদিন ব্রেক নিয়েছিলেন দিদি রচনা । বাবা পারলৌকিক ক্রিয়া মিটলে সেটে হাজির হন তিনি । ভক্তকূলের উদ্দেশে দেন বার্তা । শান্ত হন তাঁর অগণিত ভক্ত । তাঁকে বাদ দিয়ে দু'বার দিদি নম্বর ওয়ান দেখেছে দর্শক । জুন মালিয়া এবং দেবশ্রী রায় এসেছিলেন দিদির ভূমিকায় । বলতে দ্বিধা নেই, সেই সময় তেমন সাড়া জাগায়নি 'দিদি নম্বর ওয়ান'। এরপর ফের রচনা দিদির আগমনে প্রাণ ফেরে মঞ্চে । সিজন 9-এও থাকছেন রচনা বন্দ্যোপাধ্যায়ই ।