ETV Bharat / sitara

Exclusive : পূর্ণ হয়েছে ২০০ পর্ব, বিশেষ সাক্ষাৎকারে টিম 'জাহানারা' - Jahanara

গত বছর জুন মাসে বাংলা টেলিভিশনের পরদায় শুরু হয়েছিল 'জাহানারা'। আর আজ এই ধারাবাহিক পেরিয়ে এল ২০০ পর্ব।

জাহানারা
author img

By

Published : Jun 10, 2019, 10:36 PM IST

কলকাতা: টেলিকাস্ট হওয়ার শুরু থেকেই দর্শকের মন ছুঁতে পেরেছিল 'জাহানারা'। দেখতে দেখতে দর্শকের পরিবারের সদস্য হয়ে উঠেছে যেন ধারাবাহিকের চরিত্ররা। ২০০ পর্ব পেরিয়ে এল এই ধারাবাহিক।

ETV ভারতের ক্যামেরার মুখোমুখি হলেন ধারাবাহিকের প্রধান পাঁচ চরিত্র - জাহানারা, আশরাফ খান,রুহান,রুবিনা ও হীনা। প্রত্যেকে শেয়ার করে নিলেন তাঁদের এই এক বছরের অভিজ্ঞতা, তাঁদের শিক্ষা।

দেখে নিন ভিডিয়োতে...

দেখুন ভিডিয়ো

কলকাতা: টেলিকাস্ট হওয়ার শুরু থেকেই দর্শকের মন ছুঁতে পেরেছিল 'জাহানারা'। দেখতে দেখতে দর্শকের পরিবারের সদস্য হয়ে উঠেছে যেন ধারাবাহিকের চরিত্ররা। ২০০ পর্ব পেরিয়ে এল এই ধারাবাহিক।

ETV ভারতের ক্যামেরার মুখোমুখি হলেন ধারাবাহিকের প্রধান পাঁচ চরিত্র - জাহানারা, আশরাফ খান,রুহান,রুবিনা ও হীনা। প্রত্যেকে শেয়ার করে নিলেন তাঁদের এই এক বছরের অভিজ্ঞতা, তাঁদের শিক্ষা।

দেখে নিন ভিডিয়োতে...

দেখুন ভিডিয়ো
Intro:200 পর্ব নিয়ে বিশেষ সাক্ষাৎকারে টিম জাহানারা

অমিত চক্রবর্তী,কলকাতা: গত বছরের শেষ দিকে বাংলা টেলিভিশনের পর্দায় দর্শক উপহার পেয়েছিলো এক নতুন ধরনের গল্প অবলম্বনে বাংলা ধারাবাহিক জাহানারা। মুসলিম পরিবার ও মুসলিম আইন সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প প্রথম থেকেই দর্শকদের মনে ছুঁয়ে যায়। ধারাবাহিকটি ইতিমধ্যেই দেড়শো পর্ব পার করে ফেলেছে এবং আজ দুশো পর্বের মাইলস্টোন ছুতে চলেছে। তার আগে আমরা মুখোমুখি হয়েছিলাম ধারাবাহিকের প্রধান পাঁচজন চরিত্র জাহানারা, আশরাফ খান,রুহান,রুবিনা ও হীনার সঙ্গে।


Body:ভিডিও ফুটেজ ফিড রুমে পাঠাচ্ছে ধীমান দা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.