ETV Bharat / sitara

ব্রজ এবার প্রফুল্লর সন্ধানে, পাবে কি খুঁজে? - Debi Chowdhurani

'দেবী চৌধুরানী' ধারাবাহিকে এর আগে দর্শক দেখেছিলেন প্রফুল্ল গভীর জঙ্গলে দেবীর মন্দির খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় যে, দেশের হয়ে কাজ করবে। সে রানীগিরির কাছে নিজের নতুন দেবীগড় গড়ে তোলে। আর অন্যদিকে ব্রজেশ্বর তার কৃতকর্মের শাস্তি পেতে শুরু করে আর সাগরদের বাড়িতে আশ্রয় নেয়।

প্রফুল্ল ও ব্রজ
author img

By

Published : Mar 7, 2019, 10:48 PM IST

এই সপ্তাহে ধারাবাহিকে আবার নতুন চমক। প্রফুল্ল অনাথ শিশু করুণাকে দুর্লভের হাত থেকে রক্ষা করে। করুণাকে একটি নিরাপদ আশ্রয় দিতে সে করুণাকে ব্রজর বাড়িতে নিয়ে যায়। ব্রজর বাড়ির দরজা অবধি পৌঁছে যায় করুণাকে পৌঁছে দেয় সে। কারণ সে চায়নি কোনওভাবেই ব্রজর সামনে ধরা দিতে চায়নি।

দেবী চৌধুরানী
প্রফুল্ল

কিন্তু, এত কিছু সত্ত্বেও ব্রজ বুঝতে পেরে যায় প্রফুল্লর অস্তিত্ব। সে তৎক্ষণাৎ প্রফুল্লর সন্ধানে বেরিয়ে পড়ে। আর এদিকে প্রফুল্ল নিজের বাড়ি ফিরতে চাইলেও তার পথের বাধা হয়ে দাঁড়ায় তার দলের বাকি সদস্যরা। এবার কোন দিকে যাবে সে? উত্তর আছে 'দেবী চৌধুরানী' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।

এই সপ্তাহে ধারাবাহিকে আবার নতুন চমক। প্রফুল্ল অনাথ শিশু করুণাকে দুর্লভের হাত থেকে রক্ষা করে। করুণাকে একটি নিরাপদ আশ্রয় দিতে সে করুণাকে ব্রজর বাড়িতে নিয়ে যায়। ব্রজর বাড়ির দরজা অবধি পৌঁছে যায় করুণাকে পৌঁছে দেয় সে। কারণ সে চায়নি কোনওভাবেই ব্রজর সামনে ধরা দিতে চায়নি।

দেবী চৌধুরানী
প্রফুল্ল

কিন্তু, এত কিছু সত্ত্বেও ব্রজ বুঝতে পেরে যায় প্রফুল্লর অস্তিত্ব। সে তৎক্ষণাৎ প্রফুল্লর সন্ধানে বেরিয়ে পড়ে। আর এদিকে প্রফুল্ল নিজের বাড়ি ফিরতে চাইলেও তার পথের বাধা হয়ে দাঁড়ায় তার দলের বাকি সদস্যরা। এবার কোন দিকে যাবে সে? উত্তর আছে 'দেবী চৌধুরানী' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।

Intro:Body:

ব্রজ এবার প্রফুল্লর সন্ধানে, পাবে কি খুঁজে?



'দেবী চৌধুরানী' ধারাবাহিকে এর আগে দর্শক দেখেছিলেন প্রফুল্ল গভীর জঙ্গলে দেবীর মন্দির খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় যে, দেশের হয়ে কাজ করবে। সে রানীগিরির কাছে নিজের নতুন দেবীগড় গড়ে তোলে। আর অন্যদিকে ব্রজেশ্বর তার কৃতকর্মের শাস্তি পেতে শুরু করে আর সাগরদের বাড়িতে আশ্রয় নেয়।



এই সপ্তাহে ধারাবাহিকে আবার নতুন চমক। প্রফুল্ল অনাথ শিশু করুণাকে দুর্লভের হাত থেকে রক্ষা করে। করুণাকে একটি নিরাপদ আশ্রয় দিতে সে করুণাকে ব্রজর বাড়িতে নিয়ে যায়। ব্রজর বাড়ির দরজা অবধি পৌঁছে যায় করুণাকে পৌঁছে দেয় সে। কারণ সে চায়নি কোনওভাবেই ব্রজর সামনে ধরা দিতে চায়নি।



কিন্তু, এত কিছু সত্ত্বেও ব্রজ বুঝতে পেরে যায় প্রফুল্লর অস্তিত্ব। সে তৎক্ষণাৎ প্রফুল্লর সন্ধানে বেরিয়ে পড়ে। আর এদিকে প্রফুল্ল নিজের বাড়ি ফিরতে চাইলেও তার পথের বাধা হয়ে দাঁড়ায় তার দলের বাকি সদস্যরা। এবার কোন দিকে যাবে সে? উত্তর আছে 'দেবী চৌধুরানী' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.