এই সপ্তাহে ধারাবাহিকে আবার নতুন চমক। প্রফুল্ল অনাথ শিশু করুণাকে দুর্লভের হাত থেকে রক্ষা করে। করুণাকে একটি নিরাপদ আশ্রয় দিতে সে করুণাকে ব্রজর বাড়িতে নিয়ে যায়। ব্রজর বাড়ির দরজা অবধি পৌঁছে যায় করুণাকে পৌঁছে দেয় সে। কারণ সে চায়নি কোনওভাবেই ব্রজর সামনে ধরা দিতে চায়নি।
কিন্তু, এত কিছু সত্ত্বেও ব্রজ বুঝতে পেরে যায় প্রফুল্লর অস্তিত্ব। সে তৎক্ষণাৎ প্রফুল্লর সন্ধানে বেরিয়ে পড়ে। আর এদিকে প্রফুল্ল নিজের বাড়ি ফিরতে চাইলেও তার পথের বাধা হয়ে দাঁড়ায় তার দলের বাকি সদস্যরা। এবার কোন দিকে যাবে সে? উত্তর আছে 'দেবী চৌধুরানী' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।