দিল্লি, 5 ফেব্রুয়ারি: অবশেষে জামিন পেলেন হাস্যকৌতুক শিল্পী মুনাবর ফারুকি৷ শুক্রবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত৷ একইসঙ্গে উত্তরপ্রদেশে ফারুকির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার উপরও স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট৷ পাশাপাশি, এই ইশুতে মধ্যপ্রদেশ সরকারকে একটি নোটিসও পাঠানো হয়৷ তাতে বলা হয়েছে, মধ্যপ্রদেশে যে প্রক্রিয়ায় ফারুকির বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, তা আইনমাফিক হয়নি৷ বিষয়টি আগেই আদালতের নজরে এনেছিলেন ফারুকির আইনজীবী৷ তাঁর আবেদন ছিল, ওই এফআইআর খারিজ করা হোক ৷ আদালতও এই প্রসঙ্গে সহমত হয়েছে ফারুকির আইনজীবীর সঙ্গে৷
ফারুকির আইনজীবী গৌরব কৃপালের যুক্তি ছিল, আইপিসি-র 41 নম্বর ফৌজদারি ধারা অনুসারে, বিচারকের নির্দেশনামা বা পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না৷ যা মেনে নিয়েছে শীর্ষ আদালত৷
এই প্রসঙ্গে বিচারপতি রহিংটন নরিম্যান কৃপালকে প্রশ্ন করেন, ‘‘আপনি কি বলতে চাইছেন যে আমাদের 2014 সালের রায় মোতাবেক এখানে 41 নম্বর ফৌজদারি ধারা মানা হয়নি?’’ যার জবাবে কৃপাল জানান, এক্ষেত্রে সেটাই করা হয়েছে এবং তাঁর মক্কেলকে ভীষণভাবে উত্ত্যক্তও করা হয়েছে৷ এরপরই উত্তরপ্রদেশে ফারুকির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কথা আদালতকে জানান কৃপাল৷ সঙ্গে সঙ্গে তাতে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত৷
আরও পড়ুন: "আমি যদি তোর মাকে গালি দিই..", মাত্রা ছাড়ালেন কঙ্গনা
প্রসঙ্গত, হাস্যকৌতুক শিল্পী মুনাবর ফারুকির বিরুদ্ধে শো চলাকালীন হিন্দু দেবদেবীদের অসম্মান করার অভিযোগ উঠেছিল৷ যারজন্য তাঁকে গ্রেপ্তার করা হয়৷ একমাসেরও বেশি সময় জেলে কাটান এই যুবক৷ এর আগে তিনবার তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত৷ 28 জানুয়ারি একই পদক্ষেপ করে মধ্যপ্রদেশ হাইকোর্ট৷ শেষমেশ মুক্তির দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ফারুকির আইনজীবী৷