ETV Bharat / sitara

ফিরল ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'

নয় নয় করে দশটা শো হয়ে গেছে। তাও ডিমান্ডে রয়েছে ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'। গত রবিবার এক রেস্তরাঁতে হয়ে গেল থিয়েটারটির আরও একটি শো।

author img

By

Published : Apr 30, 2019, 9:53 AM IST

পরিচালক ও কাস্ট

কলকাতা : থিয়েটার যে শুধু মঞ্চে সীমাবদ্ধ নয়, তা অনেক আগেই প্রমাণিত। তবে ক্যাফেতে কফির সঙ্গে স্টাটারের জায়গায় যদি থিয়েটার হয়, তা হলে বোধহয় মন্দ হয় না। এই ভাবনা থেকেই নাইন হোল ইয়ার্ডসের পথ চলা শুরু হয়েছিল কয়েকবছর আগে। ফের একবার পাবলিক ডিমান্ডে ক্যাফেতে ফিরল তাঁদেরই ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'। নীল চৌধুরীর প্রযোজনা নাটকটি পরিচালনা করেছেন অভ্রজিৎ সেন।

থিয়েটারের দৃশ্য
থিয়েটারের দৃশ্য

ক্যাফে থিয়েটারটিতে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সেই সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন দীপ্তদীপ চক্রবর্তী, সৌম্যদীপ চক্রবর্তী, দেবপ্রিয় মুখার্জি, অনন্যা সেন, পলাশ চতুর্বেদী ও রায়ান। থিয়েটারের ফাঁকে ক্যাফে থিয়েটারের সদস্যদের সঙ্গে আড্ডা দেয় ETV Bharat।

থিয়েটারের দৃশ্য
থিয়েটারের দৃশ্য

ক্যাফে থিয়েটার নিয়ে রোশনি বলেন, "মেগা সিরিয়াল ও থিয়েটার দুটোই একদম আলাদা জগৎ। মেগা সিরিয়ালে অভিনয় করার ধরনটা একদমই আলাদা। আমার মনে হয় টেলিভিশনে কাজ করার চেয়েও এই ধরনের নাটকে অভিনয় করাটা একটু কঠিন। কারণ দর্শক আমাদের একদম কাছ থেকে দেখার সুযোগ পায়।"

পরিচালক অভ্রজিৎ সেন বলেন, "আমাদের মতো বয়সইদের জন্য ফান্ড নেই এখন। ইউরোপে ক্যাফেতে থিয়েটার হয়ে থাকে, তো এখান থেকেই মনে হল যে থিয়েটার যেখানে খুশি হতে পারে। আইডিয়াটা আসলে এসেছে, ক্যাফি এখন একটা কালচারে পরিণত হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ এখন কফির কাপ ও বই নিয়ে বসে থাকে। তাঁদের কাছে সেটা কমফার্টেবল। তাই ক্যাফেতে গিয়ে থিয়েটার করাটা বেটার। সেখান থেকেই এই আইডিয়া।"

কী হল ক্যাফে থিয়েটারে দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো

কলকাতা : থিয়েটার যে শুধু মঞ্চে সীমাবদ্ধ নয়, তা অনেক আগেই প্রমাণিত। তবে ক্যাফেতে কফির সঙ্গে স্টাটারের জায়গায় যদি থিয়েটার হয়, তা হলে বোধহয় মন্দ হয় না। এই ভাবনা থেকেই নাইন হোল ইয়ার্ডসের পথ চলা শুরু হয়েছিল কয়েকবছর আগে। ফের একবার পাবলিক ডিমান্ডে ক্যাফেতে ফিরল তাঁদেরই ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'। নীল চৌধুরীর প্রযোজনা নাটকটি পরিচালনা করেছেন অভ্রজিৎ সেন।

থিয়েটারের দৃশ্য
থিয়েটারের দৃশ্য

ক্যাফে থিয়েটারটিতে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সেই সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন দীপ্তদীপ চক্রবর্তী, সৌম্যদীপ চক্রবর্তী, দেবপ্রিয় মুখার্জি, অনন্যা সেন, পলাশ চতুর্বেদী ও রায়ান। থিয়েটারের ফাঁকে ক্যাফে থিয়েটারের সদস্যদের সঙ্গে আড্ডা দেয় ETV Bharat।

থিয়েটারের দৃশ্য
থিয়েটারের দৃশ্য

ক্যাফে থিয়েটার নিয়ে রোশনি বলেন, "মেগা সিরিয়াল ও থিয়েটার দুটোই একদম আলাদা জগৎ। মেগা সিরিয়ালে অভিনয় করার ধরনটা একদমই আলাদা। আমার মনে হয় টেলিভিশনে কাজ করার চেয়েও এই ধরনের নাটকে অভিনয় করাটা একটু কঠিন। কারণ দর্শক আমাদের একদম কাছ থেকে দেখার সুযোগ পায়।"

পরিচালক অভ্রজিৎ সেন বলেন, "আমাদের মতো বয়সইদের জন্য ফান্ড নেই এখন। ইউরোপে ক্যাফেতে থিয়েটার হয়ে থাকে, তো এখান থেকেই মনে হল যে থিয়েটার যেখানে খুশি হতে পারে। আইডিয়াটা আসলে এসেছে, ক্যাফি এখন একটা কালচারে পরিণত হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ এখন কফির কাপ ও বই নিয়ে বসে থাকে। তাঁদের কাছে সেটা কমফার্টেবল। তাই ক্যাফেতে গিয়ে থিয়েটার করাটা বেটার। সেখান থেকেই এই আইডিয়া।"

কী হল ক্যাফে থিয়েটারে দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো
Intro:প্রথমবার নাটক মঞ্চ ছেড়ে নেমে এলো ক্যাফেটেরিয়াতে


অমিত চক্রবর্তী, কলকাতা: একটা সময় ছিল যখন টেলিভিশন ও সিনেমার নায়ক নায়িকারা থিয়েটারের মঞ্চ থেকে উঠে আসছেন সিনেমা বা সিরিয়াল করবার জন্য। কিন্তু যুবদলের সঙ্গে সঙ্গে এখন টেলিভিশন বা সিনেমার পর্দায় অভিনয় করাটা অনেকটাই সহজ হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা তাদের শুরু বা নাটকের মঞ্চ কে কোনোভাবেই ভুলতে পারেননি।তাদের মধ্যে অন্যতম হলো হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। যাকে ইতিমধ্যেই দর্শকরা আলোয় ভুবন ভরা ধারাবাহিকে এক অ্যাসিড আক্রান্ত মহিলার চরিত্রে প্রথমবার অভিনয় করে দেখে নিয়েছেন। এবার সেই রোশনী কে পাওয়া গেল থিয়েটার এর মঞ্চে। যেখানে রোশনি ও তার নাট্য দলের বাকি সদস্যরা মিলে প্রথমবার কলকাতায় এক নাটক মঞ্চস্থ করলেন যেখানে এক ক্যাফেটেরিয়াতে মানুষজনের আসা যাওয়া, তাদের খাওয়া, গল্প সবকিছু সঙ্গে সামঞ্জস্য রেখে মঞ্চস্থ হলো নীল চৌধুরী প্রযোজিত তারামণ্ডল নাটকটি। নাটক টি পরিচালনা করছেন অভ্রজিত সেন। আর এর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেল দীপ্ত দীপ চক্রবর্তী,সৌম্যদীপ চক্রবর্তী, দেবপ্রিয় মুখার্জী, রোশনি ভট্টাচার্য, অনন্যা সেন, পলাশ চতুর্বেদী ও রায়ান কে।


Body:তারই নতুন নাটক সম্পর্কে অভিনেত্রী রোশনি জানালেন, মেগা সিরিয়াল ও থিয়েটার দুটোই একদম আলাদা জগত। মেগা সিরিয়ালে অভিনয় করার ধরণটা একদমই আলাদা। আর এই ধরনের নাটকে যেখানে ইন্টিমেটস সিন এ আমাদের অভিনয় করতে হয়,তাও এখানে আমাদের দর্শকদের মাঝেই পারফর্ম করতে। আমার মনে হয় টেলিভিশনে কাজ করার চেয়েও এই ধরনের নাটকে অভিনয় করাটা একটু কঠিন। কারণ দর্শকরা আমাদের একদম কাছ থেকে দেখার সুযোগ পায়।


অভিনেতা দীপ্তদীপ চক্রবর্তী জানালেন, আমরা কলকাতা শহরে এই প্রথমবার একটা নাটক মঞ্চস্থ করতে চলেছি যেটা হলো ক্যাফে থিয়েটার। ইউরোপে ক্যাফে থিয়েটার অনেকদিন থেকেই খুব জনপ্রিয়। কিন্তু ভারতে সেভাবে এর কোন উল্লেখ পাওয়া যায় না। কলকাতায় হোল নাইন ইয়ার্স যে উদ্যোক্তা নিয়েছে তাতে আমি অভিভূত এবং এই নাটকের শরিক হতে পেরে আমি গর্বিত।


Conclusion:অমিত চক্রবর্তী কলকাতা প্রথমবার কলকাতায় মঞ্চস্থ হল নাটক তারামণ্ডল আর পাঁচটা নাটকের সঙ্গে এর একটাই পার্থক্য সেটা হলো অন্যান্য নাটকে দর্শকরা স্থির হয়ে এক জায়গায় বসে থাকে ন কিন্তু এই নাটকটি মঞ্চস্থ হলো এক ক্যাফেটেরিয়াতে যেখানে আগত প্রতিটি মানুষই নিজেদের মধ্যে আড্ডা দেওয়া খাওয়া-দাওয়ার পাশাপাশি নাটকটি দেখতে পেলেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.