ETV Bharat / sitara

বিগ বস ১৩ প্রোমো : স্টেশন মাস্টারের পর এবার শেফ সলমন - reality show

সামনে এল জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৩'-র নতুন প্রোমো ভিডিয়ো । ভিডিয়োতে শেফ হয়ে রান্না করতে দেখা গেল অভিনেতাকে ।

বিগ বস ১৩ প্রোমো
author img

By

Published : Sep 16, 2019, 10:39 AM IST

মুম্বই : জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৩'-র একটি নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ করা হল । ভিডিয়োটি পুরো স্বাদে পূর্ণ ।

ভিডিয়োতে শো'র হোস্ট সলমন খানকে শেফের পোশাকে দেখা গেল । তিনি সাদা শেফের পোশাক পরে রান্নাঘরের দায়িত্ব সামলাতে সামলাতে খিচুড়ি, রাইতা রান্না করতে থাকেন ।

বিগ বসের এই সিজ়নে "ম্যাড মনোরঞ্জন" পরিবেশন করার প্রতিশ্রুতিও দিলেন তিনি । এই রিয়্যালিটি শোয়ের এই প্রোমো ভিডিয়োতে তিনি বলেন, "এইবার যখন তারকারা ম্যাড মনোরঞ্জন পরিবেশন করবেন, তখন সব করতে হবে দে দনা দন দন, কারণ চার সপ্তাহে হবে ফিনালে, কিন্তু সিজ়নের স্বাদ তবুও জনস্বার্থে জারি থাকবে । আমি রান্না করছি খিচুড়ি আর রাইতা ।"

চ্যানেল কর্তৃপক্ষের ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয় । সঙ্গে ক্যাপশনে লেখা হয়, "বিগ বস ১৩ ম্যাড মনোরঞ্জন পরিবেশনের জন্য প্রস্তুত । দেখতে ভুলবেন না, সলমন খানের সঙ্গে প্রথম দিন প্রথম শো..."

বিগ বসের নির্মাতারা গতমাস থেকেই বেশ মজাদার প্রোমো ভিডিয়ো শেয়ার করে চলেছেন, প্রথম ভিডিয়োতে স্টেশন মাস্টার রূপে দেখা গিয়েছিল সলমনকে ।

এবারের সিজ়নের সেট লোনাভালাতে না বানিয়ে মুম্বইতেই বানানো হয়েছে ।

মুম্বই : জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৩'-র একটি নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ করা হল । ভিডিয়োটি পুরো স্বাদে পূর্ণ ।

ভিডিয়োতে শো'র হোস্ট সলমন খানকে শেফের পোশাকে দেখা গেল । তিনি সাদা শেফের পোশাক পরে রান্নাঘরের দায়িত্ব সামলাতে সামলাতে খিচুড়ি, রাইতা রান্না করতে থাকেন ।

বিগ বসের এই সিজ়নে "ম্যাড মনোরঞ্জন" পরিবেশন করার প্রতিশ্রুতিও দিলেন তিনি । এই রিয়্যালিটি শোয়ের এই প্রোমো ভিডিয়োতে তিনি বলেন, "এইবার যখন তারকারা ম্যাড মনোরঞ্জন পরিবেশন করবেন, তখন সব করতে হবে দে দনা দন দন, কারণ চার সপ্তাহে হবে ফিনালে, কিন্তু সিজ়নের স্বাদ তবুও জনস্বার্থে জারি থাকবে । আমি রান্না করছি খিচুড়ি আর রাইতা ।"

চ্যানেল কর্তৃপক্ষের ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয় । সঙ্গে ক্যাপশনে লেখা হয়, "বিগ বস ১৩ ম্যাড মনোরঞ্জন পরিবেশনের জন্য প্রস্তুত । দেখতে ভুলবেন না, সলমন খানের সঙ্গে প্রথম দিন প্রথম শো..."

বিগ বসের নির্মাতারা গতমাস থেকেই বেশ মজাদার প্রোমো ভিডিয়ো শেয়ার করে চলেছেন, প্রথম ভিডিয়োতে স্টেশন মাস্টার রূপে দেখা গিয়েছিল সলমনকে ।

এবারের সিজ়নের সেট লোনাভালাতে না বানিয়ে মুম্বইতেই বানানো হয়েছে ।

Intro:Body:

bigg boss 13


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.