ETV Bharat / sitara

এক মাসের আয় অনুদান দিলেন ভুবন, এক লক্ষ টাকা দান 'দ্য় বং গাই'-এর

author img

By

Published : Mar 31, 2020, 3:26 PM IST

কোরোনা মোকাবিলায় শুধু বলিউড সেলেব্রিটিরা নন, কাঁধে কাঁধ মিলিয়েছেন ইউটিউবররাও । ইউটিউবের জাতীয় স্তরের সেনসেশন ভুবন বাম দান করে দিলেন মার্চ মাসে তাঁর উপার্জন করা পুরো আয়টাই । পিছিয়ে নেই বাঙালি ইউটিউবার কিরণ দত্তও । তিনিও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন এক লক্ষ টাকা ।

bhuban bam donates 10 lakh
bhuban bam donates 10 lakh

মুম্বই : কমেডিয়ান ও ইউটিউব সেনসেশন ভুবন বাম মার্চ মাসে ইউটিউব থেকে তাঁর উপার্জন করা পুরো টাকাটাই দিয়ে দিলেন PM কেয়ার্স ও মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে । IANS সূত্রে জানা যাচ্ছে যে, তিনি প্রায় 10 লক্ষ টাকা কেন্দ্র ও রাজ্য় এই দুই খাতে ভাগ করে দিয়েছেন । এছাড়াও ভুবন অনুদান দিয়েছেন 'ফিডিং ইন্ডিয়া' নামে এক উদ্যোগকেও ।

ভুবন বলেছেন, "আমি এইসব কথা খুব একটা বলতে ভালোবাসি না । তবে এখন দেশের প্রয়োজনে বলছি । শুধু নিজের নয়, এখন সবার কথা ভাবতে হবে ও সাহায্য করতে হবে ।"

bhuban bam donates 10 lakh
ভুবন

ভুবন আরও বলেন, "PM কেয়ার্স, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ও ফিডিং ইন্ডিয়ার উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আমি । যে সমস্ত মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের সেবা করে চলেছেন তাঁদের ধন্যবাদ জানাতে এটা আমার প্রচেষ্টা ।"

পিছিয়ে নেই বাঙালি ইউটিউবর কিরণ দত্তও । যাঁকে এখন সবাই 'দ্য বং গাই' হিসেবেই চেনেন । লকডাউনের প্রভাবে এক রিক্সাচালকের দুর্দশার একটি ভিডিয়ো দেখেই তিনি সিদ্ধান্ত নেন যে নিজের সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু টাকা দান করবেন । আর করলেনও..কোরোনা মোকাবিলায় এক লক্ষ টাকা অনুদান দিলেন কিরণ ।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি একথা জানিয়েছেন । অন্য়ান্যরা কীভাবে এই তহবিলে টাকা দিতে পারেন, সেটাও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছেন কিরণ ।

bhuban bam donates 10 lakh
কিরণ

ভুবন আর কিরণের এই পদক্ষেপ ভারতের অসংখ্য ইউটিউবরকে এই যুদ্ধে সামিল হতে উদ্বুদ্ধ করবে, মনে করছে নেটিজেনরা ।

মুম্বই : কমেডিয়ান ও ইউটিউব সেনসেশন ভুবন বাম মার্চ মাসে ইউটিউব থেকে তাঁর উপার্জন করা পুরো টাকাটাই দিয়ে দিলেন PM কেয়ার্স ও মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে । IANS সূত্রে জানা যাচ্ছে যে, তিনি প্রায় 10 লক্ষ টাকা কেন্দ্র ও রাজ্য় এই দুই খাতে ভাগ করে দিয়েছেন । এছাড়াও ভুবন অনুদান দিয়েছেন 'ফিডিং ইন্ডিয়া' নামে এক উদ্যোগকেও ।

ভুবন বলেছেন, "আমি এইসব কথা খুব একটা বলতে ভালোবাসি না । তবে এখন দেশের প্রয়োজনে বলছি । শুধু নিজের নয়, এখন সবার কথা ভাবতে হবে ও সাহায্য করতে হবে ।"

bhuban bam donates 10 lakh
ভুবন

ভুবন আরও বলেন, "PM কেয়ার্স, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ও ফিডিং ইন্ডিয়ার উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আমি । যে সমস্ত মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের সেবা করে চলেছেন তাঁদের ধন্যবাদ জানাতে এটা আমার প্রচেষ্টা ।"

পিছিয়ে নেই বাঙালি ইউটিউবর কিরণ দত্তও । যাঁকে এখন সবাই 'দ্য বং গাই' হিসেবেই চেনেন । লকডাউনের প্রভাবে এক রিক্সাচালকের দুর্দশার একটি ভিডিয়ো দেখেই তিনি সিদ্ধান্ত নেন যে নিজের সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু টাকা দান করবেন । আর করলেনও..কোরোনা মোকাবিলায় এক লক্ষ টাকা অনুদান দিলেন কিরণ ।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি একথা জানিয়েছেন । অন্য়ান্যরা কীভাবে এই তহবিলে টাকা দিতে পারেন, সেটাও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছেন কিরণ ।

bhuban bam donates 10 lakh
কিরণ

ভুবন আর কিরণের এই পদক্ষেপ ভারতের অসংখ্য ইউটিউবরকে এই যুদ্ধে সামিল হতে উদ্বুদ্ধ করবে, মনে করছে নেটিজেনরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.