কলকাতা : ২৫০টিরও বেশি রজনী পার করেছে নাটক 'ভূশণ্ডীর মাঠে'। নাটকের মুখ্য ভূমিকায় নিয়মিত অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। নাটকের সাফল্য নিয়ে ETV ভারতের সঙ্গে কথা বললেন তিনি।
খরাজ বললেন, "পরশুরাম, অর্থাৎ রাজশেখর বসু অনেক বছর আগে একটা গল্প লিখেছিলেন - 'ভূশণ্ডীর মাঠে'। মজাদার ভূতের গল্প। আজও দর্শক মুখিয়ে থাকে এমন বিষয়ের উপর নাটক দেখবে বলে। আপনি তো অস্বীকার করতে পারবেন না, সে যুগেও ভূত বাঙালির অন্যতম প্রিয় বিষয় ছিল। আজও আছে। তাই বারবার মঞ্চস্থ হওয়া সত্ত্বেও, দর্শকের কাছে এই গল্প একঘেয়ে হয় না। যতবারই এই নাটকটা করি না কেন, হল ঠিক ভরে যায়।"
![খরাজ মুখোপাধ্যায়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3364842_1074_3364842_1558612236973.png)
আগামী ২৭ মে সন্ধ্যে ৬:৩০টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ফের মঞ্চস্থ হবে নাটকটি।