ETV Bharat / sitara

মাদক মামলার জের ? 'দ্য কপিল শর্মা শো' থেকে বাদ পড়তে পারেন ভারতী

author img

By

Published : Nov 29, 2020, 3:28 PM IST

বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, 'দ্যা কপিল শর্মা শো' থেকে নাকি বাদ পড়তে পারেন কমেডিয়ান ভারতী সিং । মাদককাণ্ডে ভারতীর নাম জড়ানোর পরই কি এই সিদ্ধান্ত নিচ্ছেন নির্মাতারা ? প্রশ্ন বিভিন্ন মহলে ।

Bharti SIngh dropped from Kapil sharma show
Bharti SIngh dropped from Kapil sharma show

মুম্বই : বেআইনি মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া । আপাতত জামিনে ছাড়া পেয়েছেন দম্পতি । তবে তাঁদের মামলার শুনানি হবে অবিলম্বে ।

এরই মধ্যে কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, 'দ্যা কপিল শর্মা শো'-থেকে বাদ পড়তে পারেন ভারতী । মাদক কাণ্ডে নাম জড়ানোর জেরেই কি এই সিদ্ধান্ত ? জোরালো হচ্ছে জল্পনা ।

Bharti SIngh dropped from Kapil sharma show
দুবাইতে শোয়ের পুরো টিম

তবে শোয়ের আর এক কমেডিয়ান কিকু সারদা জানিয়েছেন, "27 নভেম্বরের শুটে উপস্থিত ছিলেন না ভারতী । তবে এটা অস্বাভাবিক কিছু নয় । প্রত্যেকদিন তো ওর শুটিং থাকে না ।" বিষয়টি নিয়ে তাই বেশি মাথা ঘামাচ্ছেন না কিকু ।

22 নভেম্বর ভারতী ও হর্ষের মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল বিওরো অর্থাৎ NCB । সেখান থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গেছে । এরপর দম্পতিকে NCB অফিসে তলব করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রথমে ভারতী এবং তার পর হর্ষকে গ্রেপ্তার করা হয় ।

মুম্বই : বেআইনি মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া । আপাতত জামিনে ছাড়া পেয়েছেন দম্পতি । তবে তাঁদের মামলার শুনানি হবে অবিলম্বে ।

এরই মধ্যে কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, 'দ্যা কপিল শর্মা শো'-থেকে বাদ পড়তে পারেন ভারতী । মাদক কাণ্ডে নাম জড়ানোর জেরেই কি এই সিদ্ধান্ত ? জোরালো হচ্ছে জল্পনা ।

Bharti SIngh dropped from Kapil sharma show
দুবাইতে শোয়ের পুরো টিম

তবে শোয়ের আর এক কমেডিয়ান কিকু সারদা জানিয়েছেন, "27 নভেম্বরের শুটে উপস্থিত ছিলেন না ভারতী । তবে এটা অস্বাভাবিক কিছু নয় । প্রত্যেকদিন তো ওর শুটিং থাকে না ।" বিষয়টি নিয়ে তাই বেশি মাথা ঘামাচ্ছেন না কিকু ।

22 নভেম্বর ভারতী ও হর্ষের মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল বিওরো অর্থাৎ NCB । সেখান থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গেছে । এরপর দম্পতিকে NCB অফিসে তলব করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রথমে ভারতী এবং তার পর হর্ষকে গ্রেপ্তার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.