মুম্বই : মাদক মামলায় নাম জড়িয়েছে কমেডিয়ান ভারতী সিংয়ের । কয়েকবছর ধরে 'দ্য কপিল শর্মা শো' করছেন ভারতী । শোনা গেছিল মাদক মামলায় নাম জড়ানোর জন্য শো থেকে বাদ দেওয়া হতে পারে তাঁকে । তবে সেই জল্পনার শেষ ।
কারণ ইতিমধ্যেই 'দ্য কপিল শর্মা শো'-এর শুটিং শুরু করেছেন ভারতী । ভ্যানিটি ভ্যানে তোলা ছবি শেয়ার করলেন তিনি । মেকআপ করে, জমকালো লাল রঙের পোশাক পরে মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত ভারতী ।
ক্যাপশনে তিনি লিখেছেন, "দু'টি মনের মিলনকে বোঝায় লাল রঙ । #kapilsharmshow প্রতি শনি ও রবি রাত সাড়ে ন'টায় ।" দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
21 নভেম্বর দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর ভারতী সিংকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল বিওরো । পরদিন অর্থাৎ 22 নভেম্বর সকালে গ্রেপ্তার করা হয় তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে । তারপর তাঁদের মুম্বইয়ের বিশেষ NDPS আদালতে তোলা হয় । 13 দিনের বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত ।
তবে ঠিক তার পরের দিন অর্থাৎ 23 নভেম্বর 15 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান কমেডিয়ান ভারতী সিং আর স্বামী হর্ষ । আপাতত তাঁরা বাড়িতেই রয়েছেন এবং যাবতীয় কাজ করছেন ।