ETV Bharat / sitara

মাদক মামলা চলাকালীন ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ ছবি ? ট্রোলের মুখ ভারতী-হর্ষ - ভারতী সিংয়ের খবর

21 নভেম্বর অবৈধ ড্রাগ নেওয়ার অভিযোগে কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করে NCB । তবে ব্যক্তিগত বন্ডে সই করে জামিন পেয়েছেন দু'জন । এরই মধ্যে সোশাল মিডিয়ায় একগুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন হর্ষ । এই নিয়ে সোশাল মিডিয়া তোলপাড় ।

Bharti Singh romantic photo with Harsh limbachiya
Bharti Singh romantic photo with Harsh limbachiya
author img

By

Published : Dec 1, 2020, 3:31 PM IST

মুম্বই : মাদক মামলায় নাম জড়ানোর পর ভারতী সিংকে 'দ্য কপিল শর্মা'-র শো থেকে সরিয়ে দেওয়া হবে বলে শোনা গেছিল । তবে সেই জল্পনা উড়িয়েছেন শোয়ের আর এক কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক । এবার সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ভারতীকে বয়কট করার ট্রেন্ড । হঠাৎ কী হল ?

জামিনে থাকাকালীন ভারতীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন হর্ষ । অন্য সময়ে তাঁদের সেই রোম্যান্টিক ছবি নেটিজেনদের ভালো লাগলেও, মাদক মামলায় দম্পতির নাম জড়ানোর পর বিষয়টা ভালোভাবে দেখছেন না কেউই । তাই শুরু হয়েছে তুমুল সমালোচনা ।

কেউ লিখেছেন ভারতীকে বয়কট করা উচিত তো কেউ লিখেছেন কপিলের এই কমেডি শো-কেউ বন্ধ করা উচিত । জবাবে হর্ষ লিখেছেন, "শুয়ে পড়ুন আঙ্কল" ।

এই ট্রোলের পর ভারতী তাঁর অ্যাকাউন্টে হর্ষের সঙ্গে কিছু রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "কখনও কখনও আমাদের পরীক্ষা দিতে হয় । তবে সেটা নিজেদের দুর্বলতাকে বোঝার জন্য নয়, নিজেদের শক্তিকে আবিষ্কার করার জন্য । লাভ ইউ হাবি ।"

তবে ভারতী নিজের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন । দেখে নিন সেই পোস্ট...

মুম্বই : মাদক মামলায় নাম জড়ানোর পর ভারতী সিংকে 'দ্য কপিল শর্মা'-র শো থেকে সরিয়ে দেওয়া হবে বলে শোনা গেছিল । তবে সেই জল্পনা উড়িয়েছেন শোয়ের আর এক কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক । এবার সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ভারতীকে বয়কট করার ট্রেন্ড । হঠাৎ কী হল ?

জামিনে থাকাকালীন ভারতীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন হর্ষ । অন্য সময়ে তাঁদের সেই রোম্যান্টিক ছবি নেটিজেনদের ভালো লাগলেও, মাদক মামলায় দম্পতির নাম জড়ানোর পর বিষয়টা ভালোভাবে দেখছেন না কেউই । তাই শুরু হয়েছে তুমুল সমালোচনা ।

কেউ লিখেছেন ভারতীকে বয়কট করা উচিত তো কেউ লিখেছেন কপিলের এই কমেডি শো-কেউ বন্ধ করা উচিত । জবাবে হর্ষ লিখেছেন, "শুয়ে পড়ুন আঙ্কল" ।

এই ট্রোলের পর ভারতী তাঁর অ্যাকাউন্টে হর্ষের সঙ্গে কিছু রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "কখনও কখনও আমাদের পরীক্ষা দিতে হয় । তবে সেটা নিজেদের দুর্বলতাকে বোঝার জন্য নয়, নিজেদের শক্তিকে আবিষ্কার করার জন্য । লাভ ইউ হাবি ।"

তবে ভারতী নিজের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন । দেখে নিন সেই পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.