ETV Bharat / sitara

13 দিনের বিচারবিভাগীয় হেপাজতে ভারতী-হর্ষ - ভারতী সিংয়ের খবর

13 দিনের বিচারবিভাগীয় হেপাজতে থাকবেন কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া । জানা যাচ্ছে IANS সূত্রে ।

Bharti SIngh police custody
Bharti SIngh police custody
author img

By

Published : Nov 22, 2020, 4:16 PM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 21 নভেম্বর দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর ভারতী সিংকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল বিওরো । আর আজ সকালে গ্রেপ্তার করা হয় তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে । তারপর তাঁদের মুম্বইয়ের বিশেষ NDPS আদালতে তোলা হয় । শেষপর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, 13 দিনের বিচারবিভাগীয় হেপাজতে থাকবেন ভারতী আর হর্ষ ।

অর্থাৎ 4 ডিসেম্বর অবধি বিচারবিভাগীয় হেপাজতে থাকবেন দম্পতি । আদালতের এই রায় শোনার পরই জামিনের জন্য আবেদন জানিয়েছেন অভিযুক্তরা । আগামীকাল অর্থাৎ সোমবার সেই আবেদনের শুনানি হবে ।

ভারতী ও হর্ষর বিরুদ্ধে বেআইনি মাদক সেবনের অভিযোগ ওঠে । সেই মতো গতকাল তাঁদের বাড়িতে তল্লাশি চালায় NCB । সেখান থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে ।

এরপর দু'জনকে NCB অফিসে ডেকে পাঠানো হয় । কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতী আর হর্ষ নাকি স্বীকার করে নেন গাঁজা সেবনের কথা । আর তারপরেই গ্রেপ্তার করা হয় তাঁদের ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত করতে গিয়ে অনেক কেউটে খুঁড়ে বের করছে NCB । আর কতজনের নাম জড়াবে এই মাদক মামলায় ? সবটাই সময়ের অপেক্ষা ।

মুম্বই : গতকাল অর্থাৎ 21 নভেম্বর দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর ভারতী সিংকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল বিওরো । আর আজ সকালে গ্রেপ্তার করা হয় তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে । তারপর তাঁদের মুম্বইয়ের বিশেষ NDPS আদালতে তোলা হয় । শেষপর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, 13 দিনের বিচারবিভাগীয় হেপাজতে থাকবেন ভারতী আর হর্ষ ।

অর্থাৎ 4 ডিসেম্বর অবধি বিচারবিভাগীয় হেপাজতে থাকবেন দম্পতি । আদালতের এই রায় শোনার পরই জামিনের জন্য আবেদন জানিয়েছেন অভিযুক্তরা । আগামীকাল অর্থাৎ সোমবার সেই আবেদনের শুনানি হবে ।

ভারতী ও হর্ষর বিরুদ্ধে বেআইনি মাদক সেবনের অভিযোগ ওঠে । সেই মতো গতকাল তাঁদের বাড়িতে তল্লাশি চালায় NCB । সেখান থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে ।

এরপর দু'জনকে NCB অফিসে ডেকে পাঠানো হয় । কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতী আর হর্ষ নাকি স্বীকার করে নেন গাঁজা সেবনের কথা । আর তারপরেই গ্রেপ্তার করা হয় তাঁদের ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত করতে গিয়ে অনেক কেউটে খুঁড়ে বের করছে NCB । আর কতজনের নাম জড়াবে এই মাদক মামলায় ? সবটাই সময়ের অপেক্ষা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.