ETV Bharat / sitara

শেষ হল 'নেতাজি' ধারাবাহিক - বাংলা ধারাবাহিক নেতাজি

2019 সালের জানুয়ারি মাসের 14 তারিখ । জি বাংলার পরদায় হইহই করে শুরু হয়েছিল 'নেতাজি' ধারাবাহিকটি । আর শুরু হওয়া যাত্রা শেষও হল অবধারিতভাবে ।

netaji to finish
netaji to finish
author img

By

Published : Jul 11, 2020, 6:32 PM IST

কলকাতা : দু'চোখে অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয় একটি ধারাবাহিক । শুধু তো অভিনেতা-অভিনেত্রী নয়, একটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকে বিরাট বড় টিম । ধীরে ধীরে সেই ধারাবাহিক চলে আসে আমাদের অন্দরমহলে । হয়ে ওঠে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ । কথায় বলে, যার শুরু আছে, তার শেষও আছে । তাই কোনও ধারাবাহিক শুরু হলে, একদিন না একদিন তা তো শেষ হবেই ! ঠিক যেমন একদিন শুরু হয়েছিল TRP -র ঊর্ধ্বমুখে থাকা 'নেতাজি' ধারাবাহিক । আর শেষও হয়ে গেল ছোটো পরদায় নেতাজির যাত্রা । অনেক ভালো স্মৃতি, দর্শকের অনেক ভালোবাসাকে সঙ্গে করেই ইতি টানল ধারাবাহিক ।

netaji to finish
.
2019 সালের জানুয়ারি মাসের 14 তারিখ । জি বাংলার পরদায় হইহই করে শুরু হয়েছিল 'নেতাজি' ধারাবাহিকটি । ছোট্ট সুবির উন্মেষ ও দেশের প্রতি তার চেতনাবোধে দর্শক মুগ্ধ হয়েছিল । তারপর ছোট্ট সুবি বড় হয়ে হলেন সুভাষচন্দ্র বোস । শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নন, ধারাবাহিকে তুলে ধরা হয়েছে একাধিক স্বাধীনতা সংগ্রামের ছবি, পরাধীন ভারতমাতাকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করার লড়াই । তাঁদের প্রত্যেকের জীবনযুদ্ধের কাহিনি সমৃদ্ধ করেছে দর্শকমন ।

নেতাজি সুভাষচন্দ্র বোসের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বোস, সুভাষের মায়ের চরিত্রে বাসবদত্তা চট্টোপাধ্যায় । এই ধারাবাহিকের হাত ধরেই মেগা সিরিয়ালে কামব্যাক করেছিলেন বাসবদত্তা । ধারাবাহিকে অভিনয় করেছিলেন ধ্রুবজ্যোতি সরকার, কৌশিক চক্রবর্তী, শ্রীপর্ণা রায়, দেবপ্রিয় সরকার, সোহম বন্দোপাধ্যায়, ফাহিম মির্জার মত অভিনেতারা ।

netaji to finish
.
লকডাউনে অন্যান্য ধারাবাহিকের মতো বন্ধ ছিল 'নেতাজি'-র শুটিংও । তারপর সব ধরনের সুরক্ষাবিধি মেনেই মেগার শুটিং শুরু হয় 11 জুন থেকে । নতুন এপিসোড দেখানো শুরু হয় 15 জুন থেকে । এর আগেই ধারাবাহিকের রিসার্চার শিবাশিস বন্দোপাধ্যায় ETV ভারত সিতারাকে বলেন যে, লকডাউন উঠলেও খুব বেশিদিন চলবে না নেতাজি । তাঁর অন্তর্ধান হওয়ার পরই ইতি টানা হবে চিত্রনাট্যে ।

সেই কথাই সত্যি করে শেষ হল সুভাষের যাত্রা । তবে তা শুধু টেলিভিশনের পরদাতেই, কারণ দেশবাসীর মনে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও শেষ নেই ।

কলকাতা : দু'চোখে অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয় একটি ধারাবাহিক । শুধু তো অভিনেতা-অভিনেত্রী নয়, একটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকে বিরাট বড় টিম । ধীরে ধীরে সেই ধারাবাহিক চলে আসে আমাদের অন্দরমহলে । হয়ে ওঠে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ । কথায় বলে, যার শুরু আছে, তার শেষও আছে । তাই কোনও ধারাবাহিক শুরু হলে, একদিন না একদিন তা তো শেষ হবেই ! ঠিক যেমন একদিন শুরু হয়েছিল TRP -র ঊর্ধ্বমুখে থাকা 'নেতাজি' ধারাবাহিক । আর শেষও হয়ে গেল ছোটো পরদায় নেতাজির যাত্রা । অনেক ভালো স্মৃতি, দর্শকের অনেক ভালোবাসাকে সঙ্গে করেই ইতি টানল ধারাবাহিক ।

netaji to finish
.
2019 সালের জানুয়ারি মাসের 14 তারিখ । জি বাংলার পরদায় হইহই করে শুরু হয়েছিল 'নেতাজি' ধারাবাহিকটি । ছোট্ট সুবির উন্মেষ ও দেশের প্রতি তার চেতনাবোধে দর্শক মুগ্ধ হয়েছিল । তারপর ছোট্ট সুবি বড় হয়ে হলেন সুভাষচন্দ্র বোস । শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নন, ধারাবাহিকে তুলে ধরা হয়েছে একাধিক স্বাধীনতা সংগ্রামের ছবি, পরাধীন ভারতমাতাকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করার লড়াই । তাঁদের প্রত্যেকের জীবনযুদ্ধের কাহিনি সমৃদ্ধ করেছে দর্শকমন ।

নেতাজি সুভাষচন্দ্র বোসের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বোস, সুভাষের মায়ের চরিত্রে বাসবদত্তা চট্টোপাধ্যায় । এই ধারাবাহিকের হাত ধরেই মেগা সিরিয়ালে কামব্যাক করেছিলেন বাসবদত্তা । ধারাবাহিকে অভিনয় করেছিলেন ধ্রুবজ্যোতি সরকার, কৌশিক চক্রবর্তী, শ্রীপর্ণা রায়, দেবপ্রিয় সরকার, সোহম বন্দোপাধ্যায়, ফাহিম মির্জার মত অভিনেতারা ।

netaji to finish
.
লকডাউনে অন্যান্য ধারাবাহিকের মতো বন্ধ ছিল 'নেতাজি'-র শুটিংও । তারপর সব ধরনের সুরক্ষাবিধি মেনেই মেগার শুটিং শুরু হয় 11 জুন থেকে । নতুন এপিসোড দেখানো শুরু হয় 15 জুন থেকে । এর আগেই ধারাবাহিকের রিসার্চার শিবাশিস বন্দোপাধ্যায় ETV ভারত সিতারাকে বলেন যে, লকডাউন উঠলেও খুব বেশিদিন চলবে না নেতাজি । তাঁর অন্তর্ধান হওয়ার পরই ইতি টানা হবে চিত্রনাট্যে ।

সেই কথাই সত্যি করে শেষ হল সুভাষের যাত্রা । তবে তা শুধু টেলিভিশনের পরদাতেই, কারণ দেশবাসীর মনে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও শেষ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.