কলকাতা, 14 সেপ্টেম্বর : গত বছর দুর্গাপুজোয় (Durga Puja) 'কী করে বলব তোমায়' ধারাবাহিকে সাবেকি সাজ আর নাচে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। মোনালি ঠাকুরের গানে লিপ দিয়ে নেচেছিলেন তিনি । আর তাতেই হয়েছিল বাজিমাত । এ বারও পুজোর ফ্যাশনে (Puja Fashion) শাড়িকেই (Sari) এগিয়ে রাখছেন তিনি ৷ অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, এ বছর অষ্টমীতে তিনি শাড়িই পরছেন ৷
দক্ষিণ কলকাতার একটি স্বনামধন্য বস্ত্র বিপণীতে পুজোর কেনাকাটা করতে এসেছিলেন স্বস্তিকা দত্ত । তাঁকে সেখানে পাওয়া গেল একেবারে সাদামাটা লুকে । জানতে চাওয়া হল, এ বারের পুজোয় প্ল্যান কী ? পর্দার রাধিকা বললেন, "পুজোয় কবে কী করব, তা নিয়ে আগে থেকে আমার কোনও প্ল্যান থাকে না । অষ্টমীতে যদি ভাবি নবমীতে এটা করব, তো সেটাই করে থাকি । এ রকমভাবেই চলে যায় পুজোটা । গতবারের মতো এ বারও মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব । কাছের মানুষগুলোর সঙ্গে সময় কাটাব, প্রচুর খাব । আর মা দুর্গার কাছে প্রার্থনা করব, পরের বার যেন নিশ্চিন্তে করোনামুক্ত পৃথিবীতে প্যান্ডেল হপিং করতে পারি ৷ আর যাঁরা পুজোয় বেরোতে ভয় পাচ্ছেন, আমি বলব, দরকার নেই বেরনোর । ঘরে বসেই খেয়ে দেয়ে, আড্ডা মেরে, টিভিতে ঠাকুর দেখে কাটিয়ে দিন । পুজো প্রতি বছর আসবে ৷"
আরও পড়ুন : Iman Chakraborty: জন্মদিনে পর্দা উন্মোচন ! বড়পর্দায় ডেবিউতে কোন চরিত্রে ইমন ?
অষ্টমীতে কি শাড়ি মাস্ট ? স্বস্তিকার জবাব, "শাড়ির ওয়ার্ড্রোবটা আমার কাছে একটা নস্ট্যালজিক ইমোশন । সুতরাং শাড়ি তো থাকবেই অষ্টমীতে ।" পুজোর কেনাকাটা কতদূর, এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানালেন, "দেখুন, কোভিড পরিস্থিতিতে সবই কেমন ওলটপালট হয়ে গিয়েছে । আলাদাভাবে তো কেনাকাটা সে ভাবে হচ্ছে না যে, দোকানে দোকানে ঘুরে, দেখে, বেছে জুতো কিনছি, জামা কিনছি ! আর আমাদের তো সারা বছরই কেনাকাটা চলে । নতুন দু‘-একটা থেকেই যায় । তাই আলাদা করে পুজোর কেনাকাটা সে ভাবে হয় না । ওইগুলো দিয়েও পুজো কাটিয়ে ফেলা যায় । সবাই সুস্থ থেকে, সাবধানে থেকে, সামাজিক বিধি মেনে পুজো কাটাবেন । আমার এই একটাই অনুরোধ সকলের কাছে ।"
আরও পড়ুন : Kangana Ranaut: জাভেদ আখতারের মামলায় হাজিরা না-দিলে কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কর্মক্ষেত্রে এ বার ওয়েব সফর শুরু করেছেন স্বস্তিকা দত্ত ৷ অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত ভৌতিক ওয়েব সিরিজ 'আনন্দ আশ্রম'-এ অভিনয় করছেন তিনি । তাঁর বিপরীতে দেখা যাবে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে । গল্পের শুটিং একটি ভুতুড়ে লোকেশনে হয়েছে বলে জানিয়েছেন স্বস্তিকা ।
আরও পড়ুন : Nisha Poddar: দেবীর মতো অতটা লড়াকু নই, অকপট নিশা