ETV Bharat / sitara

'মনসা' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা - Bengali Serial

'মনসা' ধারাবাহিকে শেষ হয়েছে লক্ষ্মীন্দর-বেহুলার ট্র্য়াক। গল্প এখন এগোবে দেবী মনসাকে কেন্দ্র করেই।

মনসা
author img

By

Published : Jun 14, 2019, 4:31 PM IST

কলকাতা: দেবীত্ব লাভ করেছে মনসা। দীর্ঘদিনের সেই সমস্যা মিটেছে। তবে এবার ধারাবাহিকে নতুন চমক।

চন্দ্রদেব মারাত্মক বিপদে পড়েছে। আর সেই কারণে পৃথিবী জুড়ে অন্ধকার নেম এসেছে। এবার কী করবে মনসা আর মহাদেব? সেই নিয়েই এখন জমজমাট 'মনসা'-র গল্প।

মনসা
শুটিং চলাকালীন

ETV ভারত সিতারা পৌঁছে গেছিল 'মনসা' ধারাবাহিকের সেটে। দেখে নিন সেই ভিডিয়ো।

দেখুন শুটিংয়ের দৃশ্য

কলকাতা: দেবীত্ব লাভ করেছে মনসা। দীর্ঘদিনের সেই সমস্যা মিটেছে। তবে এবার ধারাবাহিকে নতুন চমক।

চন্দ্রদেব মারাত্মক বিপদে পড়েছে। আর সেই কারণে পৃথিবী জুড়ে অন্ধকার নেম এসেছে। এবার কী করবে মনসা আর মহাদেব? সেই নিয়েই এখন জমজমাট 'মনসা'-র গল্প।

মনসা
শুটিং চলাকালীন

ETV ভারত সিতারা পৌঁছে গেছিল 'মনসা' ধারাবাহিকের সেটে। দেখে নিন সেই ভিডিয়ো।

দেখুন শুটিংয়ের দৃশ্য
Intro:চন্দ্র দেবের ক্ষয়ে, সমগ্র পৃথিবী জুড়ে দেখা দিস অন্ধকার

অমিত চক্রবর্তী,কলকাতা: এর আগে মনসা ধারাবাহিকে দর্শকরা দেখেছিলেন চাঁদ সওদাগর, লক্ষিন্দর ও বেহুলা পর্বের সমাপ্তি ঘটেছে। এখন ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে দেবী মনসা কে কেন্দ্র করে। আর ইতিমধ্যেই মনসার দেবীত্ব লাভ ও সম্পূর্ণ।কিন্তু এরই মধ্যে পৃথিবীতে দেখা দিয়েছে এক নতুন সমস্যা কারণ, চন্দ্র দেব মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছে যার জন্য পৃথিবী জুড়ে অন্ধকার নেমে এসেছে।সেই জায়গা থেকে এখন দেখার মনসা ও মহাদেব কি করে পৃথিবীবাসীকে রক্ষা করে।আর এই সব কিছু জানতে ইটিভি ভারত পৌঁছেছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.