ETV Bharat / sitara

বিশ্বের দরবারে 'জাহানারা'

বাংলার গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর দর্শকের কাছে পৌঁছে গেছে 'জাহানারা'। কোনও বাংলা ধারাবাহিকের পক্ষে এটা অবশ্যই একটা আনন্দের খবর।

জাহানারা
author img

By

Published : Jun 11, 2019, 2:36 PM IST


কলকাতা: টেলিকাস্ট শুরু হওয়া থেকেই দর্শকের মন কেড়েছে 'জাহানারা'। এটা শুধুমাত্র একটা ধারাবাহিক নয়, বিনোদনের সঙ্গে একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। আর সেই বার্তা সমাজের সব স্তরে পৌঁছে দিতে ডাবিং করা হয় 'জাহানারার'।

কোনও বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে এমনটা ঘটেনি। তাই স্বাভাবিকভাবেই খুশি 'জাহানারা'-র কলাকুশলীরা। ETV ভারত সিতারার সামনে সেই কথাই বললেন তাঁরা।

দেখে নিন ভিডিয়োতে।

জাহানারা


কলকাতা: টেলিকাস্ট শুরু হওয়া থেকেই দর্শকের মন কেড়েছে 'জাহানারা'। এটা শুধুমাত্র একটা ধারাবাহিক নয়, বিনোদনের সঙ্গে একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। আর সেই বার্তা সমাজের সব স্তরে পৌঁছে দিতে ডাবিং করা হয় 'জাহানারার'।

কোনও বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে এমনটা ঘটেনি। তাই স্বাভাবিকভাবেই খুশি 'জাহানারা'-র কলাকুশলীরা। ETV ভারত সিতারার সামনে সেই কথাই বললেন তাঁরা।

দেখে নিন ভিডিয়োতে।

জাহানারা
Intro:বাংলার গণ্ডি পেরিয়ে ধারাবাহিক জাহানারা এখন আন্তর্জাতিক

অমিত চক্রবর্তী,কলকাতা: ধারাবাহিক জাহানারার মুকুটে নতুন পালক, বাংলার দর্শকদের পাশাপাশি দেশের অন্যান্য ভাষাতেও ডাব করে ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন দিতে চলেছে। তবে শুধুমাত্র দেশের কথা বললে ভুল হবে, জাহানারা ধারাবাহিক এখন আন্তর্জাতিক কারণ বিদেশের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে হিন্দি এবং ইংলিশ এ ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে । আজ ধারাবাহিকটির 200 পর্ব অতিক্রম করল। সেই দুশো পর্বের অতিক্রম প্রাক্কালে আজ ইটিভি ভারতের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় মাঝে অভিনেতা আনন্দ ও শ্বেতা আমাদের ই প্রথমবার জানালে যে, তাদের এই ধারাবাহিকটি হিন্দি ও ইংলিশ এ ডাব করে সমগ্র পৃথিবীর দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে।


Body:ভিডিও কপি


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.