ETV Bharat / sitara

Exclusive: 'মুখোমুখি' নাট্যদলের জন্মদিনে মুখোমুখি সৌমিত্র-কন্যা পৌলমী - Poulami Basu

বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু, সেই আলোর আড়ালে হারিয়ে যাননি কন্যা পৌলমী বসু। নাটককে ভালোবেসে, নাটকের জন্য বেঁচে তিনি আজ শহরের অন্যতম নাট্যব্যক্তিত্ব। ETV ভারতকে নিজের মূল্যবান সময় দিলেন পৌলমী বসু।

পৌলমী বসু
author img

By

Published : Jun 1, 2019, 12:58 AM IST

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায় একদা যেই নাটকগুলির নির্দেশনার দায়িত্বে ছিলেন, এখন সেই নাটকগুলির নির্দেশনায় রয়েছেন তাঁর একমাত্র কন্যা পৌলোমী বসু। তবে আশ্চর্যের ব্যাপার হল সৌমিত্র চ্যাটার্জি কোনও রকমের কোনও উপদেশ দেন না মেয়েকে। কেন?

পৌলোমী বললেন, "বাপির কাছে অনেককিছু শিখেছি। অভিনয়টা আদ্যোপান্ত বাপির কাছ থেকেই শেখা। কিন্তু নাটক নির্দেশনার বিষয়ে বাপি কোনও উপদেশ দেননি আমাকে। বরং বলেছেন, তুমি নিজের মতো করো। সার্টিফিকেট দিয়েছেন নাটক মঞ্চস্থ হওয়ার পরে।"

১ জুন 'মুখোমুখি' নাট্যদলের ২৩তম জন্মদিন। সেই জন্য শুরু হতে চলেছে তাঁদের নাট্যোৎসব। চলবে ৫ জুন পর্যন্ত। সেই নিয়ে এখন ভীষণ ব্যস্ত পৌলমী। সঙ্গে আর একটা উত্তেজনাও রয়েছে। 'ফেরা'-র ৯২ তম শো হতে চলেছে এই উৎসবে। নিজের পরিচালিত এই নাটকটি একটু বেশিই স্পেশাল পৌলমীর কাছে।

সবকিছু নিয়েই মুখোমুখি আড্ডায় পৌলমী বসু। দেখুন ভিডিয়োতে...

ভিডিয়োয় দেখুন সাক্ষাৎকার

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায় একদা যেই নাটকগুলির নির্দেশনার দায়িত্বে ছিলেন, এখন সেই নাটকগুলির নির্দেশনায় রয়েছেন তাঁর একমাত্র কন্যা পৌলোমী বসু। তবে আশ্চর্যের ব্যাপার হল সৌমিত্র চ্যাটার্জি কোনও রকমের কোনও উপদেশ দেন না মেয়েকে। কেন?

পৌলোমী বললেন, "বাপির কাছে অনেককিছু শিখেছি। অভিনয়টা আদ্যোপান্ত বাপির কাছ থেকেই শেখা। কিন্তু নাটক নির্দেশনার বিষয়ে বাপি কোনও উপদেশ দেননি আমাকে। বরং বলেছেন, তুমি নিজের মতো করো। সার্টিফিকেট দিয়েছেন নাটক মঞ্চস্থ হওয়ার পরে।"

১ জুন 'মুখোমুখি' নাট্যদলের ২৩তম জন্মদিন। সেই জন্য শুরু হতে চলেছে তাঁদের নাট্যোৎসব। চলবে ৫ জুন পর্যন্ত। সেই নিয়ে এখন ভীষণ ব্যস্ত পৌলমী। সঙ্গে আর একটা উত্তেজনাও রয়েছে। 'ফেরা'-র ৯২ তম শো হতে চলেছে এই উৎসবে। নিজের পরিচালিত এই নাটকটি একটু বেশিই স্পেশাল পৌলমীর কাছে।

সবকিছু নিয়েই মুখোমুখি আড্ডায় পৌলমী বসু। দেখুন ভিডিয়োতে...

ভিডিয়োয় দেখুন সাক্ষাৎকার
Intro:তেমনটাই জানালেন পৌলোমী। সৌমিত্র চট্টোপাধ্যায় একদা যেই নাটকগুলির নির্দেশনার দায়িত্বে ছিলেন, এখন সেই নাটকগুলির নির্দেশনায় রয়েছেন তাঁর একমাত্র কন্যা পৌলোমী বসু। ETV Bharat'এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পৌলোমী বললেন, "বাপির কাছে অনেককিছু শিখেছি। কিন্তু নাটক নির্দেশনার বিষয়ে বাপি কোনও উপদেশ দেননি আমাকে। বরং বলেছেন, তুমি নিজের মতো করো। সার্টিফিকেট দিয়েছেন নাটক মঞ্চস্থ হওয়ার পরে।"




Body:১ জুন মুখোমুখি নাট্যদলের ২৩তম জন্মদিন। সেই জন্য শুরু হতে চলেছে তাঁদের নাট্যোৎসব। চলবে ৫ জুন পর্যন্ত। পৌলোমী বললেন, "প্রথম দিনটাই খুব আনন্দের সঙ্গে শুরু হচ্ছে শিশুদের নাটক দিয়ে। আমাদের মুখোমুখির কচিকাঁচারা মনোজ মিত্র একটি নাটক মঞ্চস্থ করছে। আমি তো চাই আপনারা সকলেই আসুন। আমি রিহার্সাল দেখেই মুগ্ধ। এত ভালো লেগেছে, যে ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের কচিকাঁচাদের সঙ্গে রয়েছে নান্দীকারের কচিকাঁচারা। তারপর দুপুরের দিকে রয়েছে আমাদের ফেরা নাটকটি। এই নাটকটি একসময় বাপি নির্দেশনা করতেন। এখন আমি নির্দেশনা করি। ফেরার এটা ৯২তম শো। আমরা একশোর পথে যাচ্ছি। সন্ধ্যেবেলা রয়েছে দুটি কাপুরুষের কথা। এইটা আমার খুব প্রিয় নাটক। কারণ, যেসব বিষয়েতে আমি বিশ্বাস করি, সেসব রয়েছে এই নাটকে। পরেরদিন সারাদিন মেঘনাথদাকে নিয়ে থাকবে আয়োজন। এটা ওঁকে ট্রিবিউটও বলতে পারেন। মেঘনাদদা তাঁর সারাজীবনটাই থিয়েটারকে উৎসর্গ করেছেন। তাই ওঁর জন্য সারপ্রাইজ রয়েছে। এছাড়া মেঘনাদদা আমাদের সঙ্গে সবজান্তা নাটকটিও করছেন এই উৎসবে। মেঘনাদদার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে, কারণ উনি খুব ডিসিপ্লিনড এবং কো-অপারেটিভ। এত সাহায্য করেন, যে আমরা মুগ্ধ। এটা সত্যিই আমাদের সৌভাগ্য। ওঁকে স্মৃতি সম্মান দেওয়া হবে। আমাদের 'ঘটক বিদায়' নাটকটিও আছে। বলা যেতে পারে, একটা জমজমাট নাট্যোৎসব হতে চলেছে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানালাম।"


Conclusion:আরও অনেক কথা পৌলোমী বললেন ETV Bharatকে দেখুন ভিডিও।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.