মুম্বই : 'শশুরাল সিমর কা' বা 'জিনি ঔর জুজু'-র মতো ধারাবাহিকের অভিনেতা আশিস রায় একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন । কয়েকটা সর্বভারতীয় সংবাদমাধ্যমের সৌজন্যে এই খবর জানা গেছিল আগেই । তবে এবার বিল মেটাতে না পারায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আশিস জানালেন যে, তিনি আপাতত বাড়িতেই রয়েছেন । কারণ, হাসপাতালের বিল মিটিয়ে নিজের ডায়লিসিস চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই তাঁর । হাসপাতালের বিল মেটানোর ক্ষমতা না থাকায় সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে ।
তবে আগের থেকে একটু সুস্থ অভিনেতা । কারণ তাঁর শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়া হয়েছে । আর সেই জন্য তাঁর ঘাড়ে একটা অস্থায়ী ক্যাথিটার লাগিয়ে রাখা হয়েছে । 10 টা ডায়লিসিস সেশনের পর সেই ক্যাথিটারের স্থান পরিবর্তন করে দেবেন ডাক্তার । এই সমস্ত নিজেই জানালেন আশিস ।
কিন্তু, তাতেও শান্তি নেই অভিনেতার । কারণ সেই ক্যাথিটারটা নিয়ে থাকা খুব কষ্টকর হয়ে পড়ছে তাঁর জন্য । এদিকে এখন 10 টা ডায়লিসিস করে সার্জারি করার অর্থ নেই তাঁর কাছে । পুরো প্রক্রিয়াটার জন্য এক লক্ষ টাকা লাগবে তাঁর । সেটা এই মুহূর্তে নেই তাঁর ।
ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ যেমন লাভ রঞ্জন, হনসল মেহতা, হালিল ফয়জ়ল, বিজয় কৃষ্ণ আচার্যের মতো ব্যক্তিত্ব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আশিসের দিকে । তবে সেটা তো কোনও স্থায়ী সমাধান নয় । সব মিলিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছেন আশিস ।