কলকাতা, 6 জানুয়ারি : ফের করোনার চোখরাঙানিতে চুপটি করে বসে থাকার জোগাড় হতে চলেছে । ইতিমধ্য়েই রাশ টানা হয়েছে যানবাহন, সিনেমা হল, শপিং মল, পার্লারে । বন্ধ হল স্কুল, কলেজ, একইসঙ্গে একের পর এক বাতিল হচ্ছে মঞ্চানুষ্ঠানও । ফলত, বেশ চিন্তায় মঞ্চ শিল্পীরা । ইতিমধ্যেই সরকারের এই ব্যাপারে উদাসীনতার কথা ইটিভি ভারতকে উগরে দিয়েছেন সঙ্গীত শিল্পী অদিতি চক্রবর্তী । একইদিনে সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি লিখেছেন, এর আগে এত অনুষ্ঠান বাতিলের ফোন তিনি পাননি ।
একইসঙ্গে আক্ষেপের সুরও শোনা গিয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পীর গলায় ৷ রূপঙ্কর বলেন, ‘‘এভাবে চলতে থাকলে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া উপায় থাকবে না ।’’ তারপরেই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের তোপের মুখে পড়লেন গায়ক (Aniket Bhaswar slam Rupankar Bagchi for his comment) ৷
রূপঙ্করের বক্তব্য সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনিকেত চট্টোপাধ্যায় লেখেন, ‘‘গায়ক রূপঙ্কর বলেছেন শিল্পীদের কাজ নেই, অনুষ্ঠান নেই, এরকমটা চলতে থাকলে আত্মহননের পথ বেছে নিতে হবে । কোন শিল্পীদের কথা বলেছেন ? গাঁয়ে-গঞ্জে যে সব শিল্পী আছেন তাঁদের কথা ? যখন মাচা রমরম করে চলছিল, তখন রূপঙ্কর কি তাঁদের জন্য কোনও কথা বলেছেন ? না বলেননি । তাহলে কাদের কথা বলছেন ? যাঁরা বছর তিন-চার আগেও ডেট দিতে পারতেন না ? যাঁদের অনেকেরই একাধিক গাড়ি আছে, বাড়ি আছে । তাঁরা আত্মহননের পথ বেছে নেবে ? একজন সংবেদনশীল শিল্পী সমাজের ভরসা, মানুষের প্রেরণা । দেশের 50% শতাংশ মানুষ খাবারের, কেবল খাবারের জোগাড়ে ব্যস্ত ৷ চাকরি চলে যাচ্ছে, মাইনে নেই, তৃতীয় ওয়েভ আসছে । তাদের সাহায্য করতে হবে, সরকারের কাছে দাবি জানাতে হবে তাদের পাশে দাঁড়ানোর । সেই সময়ে বাংলার অন্যতম গায়ক আত্মহননের কথা বলছেন ৷’’
আরও পড়ুন : Mimi Chakraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে
সম্প্রতি একটি চ্যানেলে ‘মহাপীঠ তারাপীঠ’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন রূপঙ্কর ৷ সেই সূত্র ধরেই তাঁকে বিঁধেছেন অভিনেতা ভাস্বর ৷ খানিক আক্রমণের সুরে জানিয়েছেন, ‘‘গায়ক যখন মেগাও করছেন তখন তিনি টিকে গিয়েছেন ৷ তাঁর মুখে এই কথা শোভা পায় না ৷’’