ETV Bharat / sitara

Bouma Music Video: টুম্পাকে টেক্কা দিতে দুয়ারে অ্যাংলো বউমা - Bouma song

টুম্পা সোনার (Tumpa Sona) পর এবার নয়া গান নিয়ে হাজির সঙ্গীত পরিচালক অভিষেক সাহা (Avishek Saha)। 'দুয়ারে বউমা' (Duare Bouma) সিরিজের গান 'বউমা' (Bouma) ইতিমধ্যেই অনেকের মুখে মুখে ঘুরছে ৷

after-tumpa-sona-avishek-saha-creates-new-music-video-bouma-for-duare-bouma-series
টুম্পাকে টেক্কা দিতে দুয়ারে অ্যাংলো বউমা
author img

By

Published : Nov 9, 2021, 7:29 PM IST

কলকাতা, 9 নভেম্বর: 'টুম্পা' (Tumpa Sona) গানের সাফল্যের পর এবার 'বউমা' গান নিয়ে হাজির সঙ্গীত পরিচালক অভিষেক সাহা (Avishek Saha)।

'টুম্পা সোনা' গানের রেশ এখনও কাটেনি বাঙালির মন থেকে । রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া এই গান বাংলার রাজনীতিতে এনে দিয়েছিল নতুন রং ৷ বহু প্রশংসিত এবং রেকর্ড ছাপানো ভিউজ হাঁকিয়ে আজও টুম্পা গানে কোমর দোলে দলমত নির্বিশেষে বহু বাঙালির । আর এবার এমনই ফ্লেভারের আরেকটি গান নিয়ে হাজির হলেন সঙ্গীত পরিচালক অভিষেক সাহা । 'দুয়ারে বউমা' (Duare Bouma) সিরিজের গান 'বউমা' (Bouma) ইতিমধ্যেই হাজির হয়েছে 'উরিবাবা' ইউটিউব চ্যানেলে ।

গান লিখেছেন শুভাশিস দাস । সুরকার অভিষেক সাহা । র‍্যাপ বলেছেন এসপি সুদীপ । মিউজিক ভিডিয়োর পরিচালনায় অনির্বাণ গোস্বামী । ভিডিয়ো পরিচালনায় সঞ্জয় ভট্টাচার্য ।

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

ভিডিয়োতে অভিনয় করতে দেখা গিয়েছে রাজদীপ গুপ্ত (সাগ্মিক), তানিয়ারাদজা কুনগুমা (অ্যাঞ্জেলিনা), সুচন্দ্রা চৌধুরী (আরতি দেব), সৌরভ পালোধি (অরিত্র), বৃষ্টি রায় (মালতী), পার্থ মুখোপাধ্যায় (শ্বশুর)- কে । মজাদার এই মিউজিক ভিডিয়ো টুম্পাকে কি আদৌ টেক্কা দিতে পারবে ? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷ ইতিমধ্যেই 37 হাজার ভিউজ পেরিয়ে গিয়েছে এই অ্যালবাম ।

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

সাগ্নিক নামে এক বিবাহযোগ্য ছেলেকে বিয়ে দিতে চায় তার মা । আসে অ্যাঞ্জেলিনা নামের এক কৃষ্ণাঙ্গী অ্যাংলো বউমা । তারপর ? সাগ্নিকের বিয়ে ঘিরে নানাবিধ কাণ্ড কারখানা নিয়েই এই মিউজিক ভিডিয়ো অ্যালবামটি মজাদার আকারে পরিবেশন করা হয়েছে । এর ক্যামেরায় ছিলেন তুহিন সাহা এবং সম্পাদনায় বিজয় রাজ । উঁকি মেরে দেখতে পারেন বউমার দুয়ারে !

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

কলকাতা, 9 নভেম্বর: 'টুম্পা' (Tumpa Sona) গানের সাফল্যের পর এবার 'বউমা' গান নিয়ে হাজির সঙ্গীত পরিচালক অভিষেক সাহা (Avishek Saha)।

'টুম্পা সোনা' গানের রেশ এখনও কাটেনি বাঙালির মন থেকে । রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া এই গান বাংলার রাজনীতিতে এনে দিয়েছিল নতুন রং ৷ বহু প্রশংসিত এবং রেকর্ড ছাপানো ভিউজ হাঁকিয়ে আজও টুম্পা গানে কোমর দোলে দলমত নির্বিশেষে বহু বাঙালির । আর এবার এমনই ফ্লেভারের আরেকটি গান নিয়ে হাজির হলেন সঙ্গীত পরিচালক অভিষেক সাহা । 'দুয়ারে বউমা' (Duare Bouma) সিরিজের গান 'বউমা' (Bouma) ইতিমধ্যেই হাজির হয়েছে 'উরিবাবা' ইউটিউব চ্যানেলে ।

গান লিখেছেন শুভাশিস দাস । সুরকার অভিষেক সাহা । র‍্যাপ বলেছেন এসপি সুদীপ । মিউজিক ভিডিয়োর পরিচালনায় অনির্বাণ গোস্বামী । ভিডিয়ো পরিচালনায় সঞ্জয় ভট্টাচার্য ।

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

ভিডিয়োতে অভিনয় করতে দেখা গিয়েছে রাজদীপ গুপ্ত (সাগ্মিক), তানিয়ারাদজা কুনগুমা (অ্যাঞ্জেলিনা), সুচন্দ্রা চৌধুরী (আরতি দেব), সৌরভ পালোধি (অরিত্র), বৃষ্টি রায় (মালতী), পার্থ মুখোপাধ্যায় (শ্বশুর)- কে । মজাদার এই মিউজিক ভিডিয়ো টুম্পাকে কি আদৌ টেক্কা দিতে পারবে ? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷ ইতিমধ্যেই 37 হাজার ভিউজ পেরিয়ে গিয়েছে এই অ্যালবাম ।

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

সাগ্নিক নামে এক বিবাহযোগ্য ছেলেকে বিয়ে দিতে চায় তার মা । আসে অ্যাঞ্জেলিনা নামের এক কৃষ্ণাঙ্গী অ্যাংলো বউমা । তারপর ? সাগ্নিকের বিয়ে ঘিরে নানাবিধ কাণ্ড কারখানা নিয়েই এই মিউজিক ভিডিয়ো অ্যালবামটি মজাদার আকারে পরিবেশন করা হয়েছে । এর ক্যামেরায় ছিলেন তুহিন সাহা এবং সম্পাদনায় বিজয় রাজ । উঁকি মেরে দেখতে পারেন বউমার দুয়ারে !

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.