কলকাতা, 1 ফেব্রুয়ারি : এবার নতুন রূপে টিভি পর্দায় দেখা যাবে সনকাকে। প্রায় দু‘বছরের বিরতি । ২০১৮-র ৩০ জুলাই থেকে ২০১৯-এর ২০ জানুয়ারি অবধি সম্প্রচারিত হয় বাংলা ধারাবাহিক 'ভূমিকন্যা'। 'মনসা মঙ্গল' কাব্যের আদলে তৈরি চরিত্রগুলি এখানে ফুটিয়ে তোলেন রূপাঞ্জনা মিত্র, কৌশিক সেন, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, প্রসূন গাইন প্রমুখ । এই ধারাবাহিকেই শেষ টেলিভিশনের কাজ করেছিলেন রূপাঞ্জনা । সনকার চরিত্রে অভিনয় করেন তিনি । এরপর রাজনীতিতে তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় । তারপর থেকে বাংলা ধারাবাহিকে তাঁকে পায়নি দর্শক । এবার একেবারে আলাদা ইমেজ নিয়ে ফিরছেন তিনি (Rupanjana come back) ।
আরও পড়ুন: 60 Er Pore: মুক্তি পেল '60-এর পরে'র ট্রেলার
আগামী সপ্তাহ থেকে আসছে নতুন ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (new sirial Anurager Chonwa)। যেখানে গল্পের নায়ক সূর্যর মা লাবণ্য সেনগুপ্তর ভূমিকায় দেখা যাবে রূপাঞ্জনা মিত্রকে । এই ধারাবাহিকে প্রকৃত সুন্দরী লাবণ্য সেনগুপ্ত তথা সূর্যর মায়ের চরিত্রে অভিনয় করেছেন রূপাঞ্জনা । তাঁর বউমাও হবে সেরার সেরা সুন্দরী । এটুকুই চাহিদা তাঁর । লাবণ্যর কাছে 'পহেলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি'। অন্যদিকে তাঁর ডাক্তার ছেলে সূর্যর কাছে গুণই আসল । রূপ নয় । এই নিয়ে ছেলের সঙ্গে মায়ের মতানৈক্যের শুরু । লাবণ্য চায় তাঁর ডাক্তার ছেলের বউ হবে অপরূপা । আর তাই সে ছেলের জন্য পাত্রী খুঁজে চলেছে । সূর্য এক জায়গায় সম্বন্ধ দেখতে গিয়ে অপরূপা ঊর্মির বদলে পছন্দ করে তাঁর সৎ বোন দীপাকে (step sister dipa)। সে সুন্দরী নয়, গুণী। ধারাবাহিকের প্রমোতে দেখা গিয়েছে, দীপার এক বৃদ্ধা ভিক্ষুকের প্রতি সহমর্মিতা । তা দেখেই দীপাকে ভাল লাগে সূর্যর । বাকিটা জানতে হলে একটু অপেক্ষা করতেই হয় ।
আরও পড়ুন: Sreelekha Mitra: ভেনিসের রেড কার্পেটে শাড়িতে মোহময়ী শ্রীলেখা
রূপাঞ্জনা এদিন বলেন, "অনেকে লাবণ্যকে নেগেটিভ রোল ভাবতে পারে । আসলে কি তাই? সেটাই তো দেখার । তবে, লাবণ্য যেমন রূপকে অধিক গুরুত্ব দেয় গুণের থেকেও, রূপাঞ্জনা ঠিক তেমনটা নয়। রূপাঞ্জনার কাছে ভাল মানুষের কদর আগে, সে দেখতে যেমনই হোক না কেন । তবে, দেখনদারিকেও অবজ্ঞা করা যায় না। দেখতে সুন্দর লাগা মানে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাওয়া । এই ধারাবাহিক মূল্যবোধের কথা বলে । আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে এরকম একটা চরিত্র আসার খুব দরকার ছিল ।" ধাতু চকচক করলেই সোনা হয় না। এটা বারবার প্রমাণ হওয়া দরকার বলে মনে করেন অভিনেত্রী । এই ধারাবাহিকের শীর্ষ সঙ্গীত লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । সুর দিয়েছেন জয় সরকার ।