ETV Bharat / sitara

'মঙ্গলচণ্ডী' বন্ধের পরই নতুন ধারাবাহিকের প্রস্তাব পেলেন অদ্রিজা - mangalchandi

'মঙ্গলচণ্ডী' ধারাবাহিকে খুল্লনার চরিত্রে অভিনয় করছিলেন অদ্রিজা রায় । এদিকে ওই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পরই তাঁর কাছে 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকের প্রস্তাব আসে । সেখানে দুগ্গা ও ওঙ্কারের মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে ।

ad
sdf
author img

By

Published : Jun 22, 2020, 12:21 PM IST

কলকাতা : 'মঙ্গলচণ্ডী' ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অদ্রিজা রায় । তারপর চ্যানেল কর্তৃপক্ষ 'মঙ্গলচণ্ডী' সহ আরও চারটি ধারাবাহিক বন্ধ করে দেন । এর জেরে কাজ হারান অনেকেই । কাজ হারান অদ্রিজাও । তবে শুটিং বন্ধ হয়ে যাওয়ার জন্য খুব বেশি দিন দুঃখ পেতে হয়নি তাঁকে । কারণ 'মঙ্গলচণ্ডী' বন্ধ হওয়ার পরই তাঁর কাছে আসে সুখবর । আর এনিয়েই ETV ভারতের সঙ্গে কথা বললেন তিনি ।

একসময় 'পটলকুমার গানওয়ালা', 'বধুবরণ', 'বেদেনী মলুয়ার কথা'-র মতো ধারাবাহিকে কাজ করেছেন অদ্রিজা । অভিনয় করেছেন 'পরিণীতা'র মতো ছবিতেও । 'মঙ্গলচণ্ডী' ধারাবাহিকে খুল্লনার চরিত্রে দেখা যায় তাঁকে । ওই ধারাবাহিক বন্ধ হওয়ার পরই 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকের প্রস্তাব আসে তাঁর কাছে । এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি ।

asd
.

লকডাউনের পর বিধিনিষেধ মেনে ইতিমধ্যেই শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং । চলছে 'দুর্গা দুর্গেশ্বরী'-র কাজও । যদিও 22 বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প । প্রধান চরিত্র দুগ্গা ও ওঙ্কারের মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে অদ্রিজকে । এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'-র যাঁরা কাস্ট ছিলেন, তাঁরা এখন স্টপ । দেখানো হচ্ছে, তাঁরা মারা গিয়েছেন । যদিও ভিলেন একই রয়ে গিয়েছেন । তাছাড়া, অনেক পরিবর্তন এসেছে ধারাবাহিকে । অন্য বাড়ি, অন্য গল্প, অন্যভাবে দেখানো হচ্ছে ।"

ধারাবাহিকের পার্শ্বচরিত্রে অভিনয় করছিলেন নবনীতা দত্ত । তিনি এই ট্র্যাকেও আছেন । যদিও তাঁর বয়স বেড়েছে । সেই চরিত্রই দুগ্গা-ওঙ্কারের মেয়েকে তার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে মানুষ করে । তারই জায়ের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে বাড়ির লোক । এভাবেই গল্পটি এগোচ্ছে । আগামীদিনে সেটাই দেখানো হবে 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকে ।

কলকাতা : 'মঙ্গলচণ্ডী' ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অদ্রিজা রায় । তারপর চ্যানেল কর্তৃপক্ষ 'মঙ্গলচণ্ডী' সহ আরও চারটি ধারাবাহিক বন্ধ করে দেন । এর জেরে কাজ হারান অনেকেই । কাজ হারান অদ্রিজাও । তবে শুটিং বন্ধ হয়ে যাওয়ার জন্য খুব বেশি দিন দুঃখ পেতে হয়নি তাঁকে । কারণ 'মঙ্গলচণ্ডী' বন্ধ হওয়ার পরই তাঁর কাছে আসে সুখবর । আর এনিয়েই ETV ভারতের সঙ্গে কথা বললেন তিনি ।

একসময় 'পটলকুমার গানওয়ালা', 'বধুবরণ', 'বেদেনী মলুয়ার কথা'-র মতো ধারাবাহিকে কাজ করেছেন অদ্রিজা । অভিনয় করেছেন 'পরিণীতা'র মতো ছবিতেও । 'মঙ্গলচণ্ডী' ধারাবাহিকে খুল্লনার চরিত্রে দেখা যায় তাঁকে । ওই ধারাবাহিক বন্ধ হওয়ার পরই 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকের প্রস্তাব আসে তাঁর কাছে । এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি ।

asd
.

লকডাউনের পর বিধিনিষেধ মেনে ইতিমধ্যেই শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং । চলছে 'দুর্গা দুর্গেশ্বরী'-র কাজও । যদিও 22 বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প । প্রধান চরিত্র দুগ্গা ও ওঙ্কারের মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে অদ্রিজকে । এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'-র যাঁরা কাস্ট ছিলেন, তাঁরা এখন স্টপ । দেখানো হচ্ছে, তাঁরা মারা গিয়েছেন । যদিও ভিলেন একই রয়ে গিয়েছেন । তাছাড়া, অনেক পরিবর্তন এসেছে ধারাবাহিকে । অন্য বাড়ি, অন্য গল্প, অন্যভাবে দেখানো হচ্ছে ।"

ধারাবাহিকের পার্শ্বচরিত্রে অভিনয় করছিলেন নবনীতা দত্ত । তিনি এই ট্র্যাকেও আছেন । যদিও তাঁর বয়স বেড়েছে । সেই চরিত্রই দুগ্গা-ওঙ্কারের মেয়েকে তার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে মানুষ করে । তারই জায়ের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে বাড়ির লোক । এভাবেই গল্পটি এগোচ্ছে । আগামীদিনে সেটাই দেখানো হবে 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.