কলকাতা : কাদম্বিনী এখন যুবতি । 'প্রথমা কাদম্বিনী'-র মুখ্যচরিত্র এখন বিনি । শিক্ষাগুরু দ্বারকানাথকে বিয়ে করতে চলেছে সে । হতে চলেছে ভারতের প্রথম মহিলা ডাক্তার । আর এবার এই ধারাবাহিকে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে ।
'প্রথমা কাদম্বিনী'-তে এক বিদুষী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাসবদত্তকে । জ্ঞানদানন্দিনী দেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি । সেই সময় সমাজকে নতুন দিশা দেখানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠাকুর পরিবার । সেই পরিবারের মহিলারাও ছিলেন সমাজ সংশোধকের ভূমিকায় । সমাজে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন তাঁরাও । আর তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী ।
তিনি বিয়ে করেছিলেন রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরকে । সেই জ্ঞানদানন্দিনীর চরিত্রেই দেখা যাবে বাসবদত্তাকে । বর্ধমানের রাজবাড়ি ও তারাতলাতে এখন জমিয়ে চলছে ধারাবাহিকের শুটিং । কাদম্বিনী ও দ্বারাকানাথের বিয়ে ছিল সেই সময়কার বিবাহের অন্যতম নিদর্শন । আর তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন সেই সময়কার বিশিষ্টরা ।