ETV Bharat / sitara

এবার সঞ্চালকের ভূমিকায় আবীর - saregamapa ২০২০

এবার আবীরকে দেখা যাবে 'সারেগামাপা' রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে । গত বেশকিছু বছর এই শোয়ের সঞ্চালনা করেছিলেন যিশু সেনগুপ্ত । তাঁর সঞ্চালনা দর্শকদের মন জিতে নিয়েছিল । এবার আবীর কতটা মন জয় করতে পারে সেটাই দেখার ।

োে্
ে্
author img

By

Published : Aug 18, 2020, 7:30 PM IST

কলকাতা : এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে । শোনা যাচ্ছে, 2020-র 'সারেগামাপা'-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে । আর এর সঙ্গেই প্রথমবার ছোটো পরদায় সঞ্চালনা করতে দেখা যাবে অভিনেতাকে ।

'বহ্নিশিখা', 'খুঁজে বেড়াই কাছের মানুষ'-এর মতো ধারাবাহিকে আগেই অভিনয় করেছেন আবীর । তা অবশ্য অনেক বছর আগের কথা । তারপর ছোটো পরদা ছেড়ে বড় পরদাতেই বেশি দেখা গিয়েছে তাঁকে । সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্র অভিনয় করে ।

তবে এবার আবীরকে দেখা যাবে 'সারেগামাপা' রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে । গত বেশকিছু বছর এই শোয়ের সঞ্চালনা করেছিলেন যিশু সেনগুপ্ত । তাঁর সঞ্চালনা দর্শকদের মন জিতে নিয়েছিল ।

sdf
যিশু সেনগুপ্ত

তবে এখন অন্য একটি চ্যানেলের নন-ফিকশন রিয়েলিটি শো 'সুপার সিঙ্গার'-এর সঞ্চালনায় ব্যস্ত যিশু । তাই 'সারেগামাপা'-র সঞ্চালনার দায়িত্ব এসে পড়েছে আবীরের কাঁধে । এই নন-ফিকশনের হাত ধরে লকডাউন পরবর্তী সময় শুটিং ফ্লোরে ফিরছেন আবীর । তাঁর সামনে এখন নতুন চ্যালেঞ্জ । সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন এখন সেটাই দেখার ।

কলকাতা : এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে । শোনা যাচ্ছে, 2020-র 'সারেগামাপা'-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে । আর এর সঙ্গেই প্রথমবার ছোটো পরদায় সঞ্চালনা করতে দেখা যাবে অভিনেতাকে ।

'বহ্নিশিখা', 'খুঁজে বেড়াই কাছের মানুষ'-এর মতো ধারাবাহিকে আগেই অভিনয় করেছেন আবীর । তা অবশ্য অনেক বছর আগের কথা । তারপর ছোটো পরদা ছেড়ে বড় পরদাতেই বেশি দেখা গিয়েছে তাঁকে । সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্র অভিনয় করে ।

তবে এবার আবীরকে দেখা যাবে 'সারেগামাপা' রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে । গত বেশকিছু বছর এই শোয়ের সঞ্চালনা করেছিলেন যিশু সেনগুপ্ত । তাঁর সঞ্চালনা দর্শকদের মন জিতে নিয়েছিল ।

sdf
যিশু সেনগুপ্ত

তবে এখন অন্য একটি চ্যানেলের নন-ফিকশন রিয়েলিটি শো 'সুপার সিঙ্গার'-এর সঞ্চালনায় ব্যস্ত যিশু । তাই 'সারেগামাপা'-র সঞ্চালনার দায়িত্ব এসে পড়েছে আবীরের কাঁধে । এই নন-ফিকশনের হাত ধরে লকডাউন পরবর্তী সময় শুটিং ফ্লোরে ফিরছেন আবীর । তাঁর সামনে এখন নতুন চ্যালেঞ্জ । সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.