কলকাতা : আজ দীর্ঘ ৬০ বছর ধরে এই নাট্যদল একের পর এক অনবদ্য নাটকের মাধ্যমে সমৃদ্ধ করে চলেছে বাংলার নাট্যজগতকে। নান্দীকার গোটা ভারতবর্ষকে উপহার দিয়েছে বহু অভিনেতা-অভিনেত্রী। এটা এমন এক দল, যার কোনওকালে বড় পরদা কিংবা ছোট পরদার কোনও জনপ্রিয় মুখের প্রয়োজন হয়নি, এখনও হয় না।
বরং বড় পরদায় বারবার এই নাট্যদল থেকে গ্রহণ করা হয়েছে অভিনেতাদের, সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে। নান্দীকার কেবল একটি নাট্যদল নয়, সেটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। দলের 'ভীষ্ম' রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন। স্মৃতিমেদুর সেই আলাপচারিতা বলে গেল অনেককিছু।
ভিডিয়োয় তোলা রইল আলাপচারিতার মুহূর্ত...