ETV Bharat / sitara

200 কোটি ছাড়াল হৃতিক-টাইগারের 'ওয়ার'

বক্স অফিসে সাড়া ফেলেছে হৃতিক রোশন ও টাইগার শ্রফের 'ওয়ার' ৷ ইতিমধ্যে 200 কোটি টাকার গণ্ডি পেরিয়েছে অ্যাকশন-থ্রিলার এই ছবি ৷ মুক্তির সাতদিনের মধ্যে 'ওয়ার' ব্যবসা করেছে 208.05 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করে এই তথ্য জানিয়েছেন ৷

ওয়ার
author img

By

Published : Oct 10, 2019, 12:13 PM IST

Updated : Oct 10, 2019, 12:48 PM IST

মুম্বই : 2 অক্টোবর মুক্তি পেয়েছে 'ওয়ার' ৷ তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনে 51.60 কোটি টাকা আয় করেছে ৷ দ্বিতীয়দিনে 23.10 কোটি, তৃতীয়দিনে 21.30 কোটি, চতুর্থদিনে 27.60 কোটি, পঞ্চমদিনে 36.10 কোটি, ষষ্ঠদিনে 20.60 কোটি এবং সপ্তমদিনে 27.75 কোটি টাকা আয় করেছে যশরাজ ব্যানারের এই ছবি ৷

আর 200 কোটি টাকার গণ্ডি ছাড়ানোর পর চলতি বছরে আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে 'ওয়ার '৷ পিছনে ফেলে দিয়েছে সলমান খানের 'ভারত'-কে ৷ চলতি বছরে 'কবীর সিং', 'ভারত' 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক' 'মিশন মঙ্গল'-র পর 'ওয়ার' 200 কোটির গণ্ডি ছাড়াল ৷

মুম্বই : 2 অক্টোবর মুক্তি পেয়েছে 'ওয়ার' ৷ তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনে 51.60 কোটি টাকা আয় করেছে ৷ দ্বিতীয়দিনে 23.10 কোটি, তৃতীয়দিনে 21.30 কোটি, চতুর্থদিনে 27.60 কোটি, পঞ্চমদিনে 36.10 কোটি, ষষ্ঠদিনে 20.60 কোটি এবং সপ্তমদিনে 27.75 কোটি টাকা আয় করেছে যশরাজ ব্যানারের এই ছবি ৷

আর 200 কোটি টাকার গণ্ডি ছাড়ানোর পর চলতি বছরে আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে 'ওয়ার '৷ পিছনে ফেলে দিয়েছে সলমান খানের 'ভারত'-কে ৷ চলতি বছরে 'কবীর সিং', 'ভারত' 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক' 'মিশন মঙ্গল'-র পর 'ওয়ার' 200 কোটির গণ্ডি ছাড়াল ৷

New Delhi, Oct 10 (ANI): The Minister of State (MoS) in Prime Minister's Office (PMO) Dr Jitendra Singh released a book on Article 370 in the national capital on October 09. The book was written by a 14-year-old school girl. While speaking to ANI, Ayanna Kohli said, "In last two months, I have travelled across the country, I can say the decision to abrogate Article 370 has been celebrated by each Indian." The book offers an account of the sacrifices made by Indian soldiers in the service of Kashmir and seeks to draw the inference that it was necessary to revoke Article 370 in order to bring lasting peace in Kashmir.
Last Updated : Oct 10, 2019, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.