মুম্বই : এক মাস আগে কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিনি চাতার্থ এক কন্যা সন্তানের জন্ম দেন । এই খবর সামনে এলেও এতদিন মেয়ের কোনও ছবি প্রকাশ্যে আনেননি কপিল । গতকাল তিনি তাঁর ছোট্ট পরীকে সবার সামনে আনলেন ।
সোশাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করে কপিল লিখেছেন, "আমাদের হৃদয়ের মূল্য 'আনায়রা শর্মা'.."সাদা পোশাক আর টুপি পরা আনায়রাকে দেখে মুগ্ধ নেটিজেনরা । তার কৌতুহলী চোখ, গোলাপি গাল মুহূর্তের ভাইরাল সোশাল মিডিয়ায় ।
কপিল আরও একটি ছবি শেয়ার করেছেন । সেটি একেবারে ফ্যামিলি ফোটোগ্রাফ । পাশে স্ত্রী ও কোলে মেয়েকে নিয়ে ক্লাউড 9-এ কপিল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিটি ভাইরাল হওয়ার পর শুভেচ্ছার বন্যা বইছে সোশাল মিডিয়ায় । প্রত্যেকেই কপিলকে কনগ্র্যাচুলেট করেছেন ।