ETV Bharat / sitara

Kolkata Chalantika : শহরের ইতিকথা, ‘কলকাতা চলন্তিকা’র প্রথম পোস্টার লুক নিয়ে হাজির পাভেল

শহরে ঘটে যাওয়া কোনও দুর্ঘটনার তদন্ত বা সরকারের ভূমিকার কাটাছেঁড়া করা তাঁর উদ্দেশ্য নয়, বরং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের সঙ্গে গেঁথে থাকা ভালবাসার শহরের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা কী ভাবে শহরবাসীর জীবনকে প্রভাবিত করে, সেই গল্পই তিনি তুলে ধরছেন বলে জানিয়েছেন পাভেল ।

Pavel releases first poster look of his movie Kolkata Chalantika
‘কলকাতা চলন্তিকা’র প্রথম পোস্টার লুক
author img

By

Published : Oct 16, 2021, 3:41 PM IST

কলকাতা, 16 অক্টোবর: তাঁর জীবনের পরতে পরতে জড়িয়ে রয়েছে তিলোত্তমা । নতুন ছবিতে সেই ‘সিটি অব জয়’-এর চড়াই-উতরাইয়ের গল্পই বুনছেন পরিচালক পাভেল ৷ নাম দিয়েছেন ‘কলকাতা চলন্তিকা’ ৷ শ্যুটিং শুরু হওয়ার পরই এ বার সেই ছবির প্রথম পোস্টার লুক সামনে আনলেন তিনি ৷

ছবিতে কলকাতা শহরের তিন দিনের যাপন ফুটিয়ে তুলেছেন পাভেল । প্রথম দিন, অলিগলিতে নিজের ছন্দে ছুটে চলা মানুষ । দ্বিতীয় দিন, উড়ালপুল ভেঙে পড়ে সব কিছু তছনছ হয়ে যাওয়ার গল্প । আর তৃতীয় দিন, দুর্ঘটনার ঘোর কাটিয়ে ফের রোজনামচায় ফিরে যাওয়া ।

আরও পড়ুন: Sushmita Sen : কেন কথায় কথায় "দুগ্গা দুগ্গা" বলেন সুস্মিতা সেন ?

তবে শহরে ঘটে যাওয়া কোনও দুর্ঘটনার তদন্ত বা সরকারের ভূমিকার কাটাছেঁড়া করা তাঁর উদ্দেশ্য নয়, বরং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের সঙ্গে গেঁথে থাকা ভালবাসার শহরের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা কী ভাবে শহরবাসীর জীবনকে প্রভাবিত করে, সেই গল্পই তিনি তুলে ধরছেন বলে জানিয়েছেন পাভেল ।

অধ্যাপিকা স্বাতী বিশ্বাসের সহযোগিতায় ছবির গল্প বুনেছেন পাভেল । তাঁর কথায়, ‘‘জন্মের প্রথম দিন থেকে আজ অবধি, আমার বড় হওয়ার মধ্যেই গেঁথে রয়েছে কলকাতা চলন্তিকার বীজ । আমি আসলে শহুরে কাক । স্বাতীদির সঙ্গে যখন দেখা হল, ওঁর মধ্যে কলকাতা নিয়ে একই ধরনের নস্ট্যালজিয়া, রোম্যান্স এবং আবেগ দেখতে পেয়েছিলাম আমি, যা আমার মধ্যে কাজ করে ৷ সংলাপ আমার করা হলেও, গল্পটা দু’জনে মিলেই লিখেছি ৷ আসলে পরিচালক হিসেবে সেই গল্পগুলো আমাকে খুব টানে, যে গুলো আমাদের জীবনকে প্রভাবিত করে ৷’’

আরও পড়ুন: Sameer Wankhede : নজরদারির অভিযোগ আনার পরই সমীর ওয়াংখেড়ের নিরাপত্তা জোরদার

পাভেল আরও বলেন, ‘‘দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়া (অসুর সিনেমার গল্প), পোস্তা উড়ালপুলের ভেঙে পড়া, পরিচালক হিসেবে এগুলোর দলিল রেখে দেওয়া দায়িত্ব বলে মনে করি আমি ৷ তবে আমি মোটেও এ সব ঘটনার কারণ খুঁজতে বা তদন্ত করতে বসিনি ৷ বরং প্রত্যেকটা ঘটনা কী ভাবে আমাদের দৈনন্দিন জীবনে ছাপ রেখে গিয়েছে, সেগুলোকেই লেন্সবন্দি করতে চেয়েছি ৷ কারণ যখন উড়ালপুল ভেঙে পড়ে, সে একা ভাঙে না, তার সঙ্গে ভেঙে পড়ে আমাদের স্বপ্ন, প্রত্যাশা ৷ আমরা যারা কলকাতা নিয়ে বাঁচি, সব ভাঙা জুড়ে আবার উঠে দাঁড়াতেও জানি ৷’’

‘বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট’ ব্যানারে মুক্তি পাচ্ছে ‘কলকাতা চলন্তিকা’৷ ছবিটি প্রযোজনা করছেন শতদ্রু চক্রবর্তী ৷ মুখ্য ভূমিকায় রয়েছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখার্জি ৷ ‘বং গাই’ নামে পরিচিত জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তও এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখছেন ৷

আরও পড়ুন: Aryan Khan: জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

কলকাতা, 16 অক্টোবর: তাঁর জীবনের পরতে পরতে জড়িয়ে রয়েছে তিলোত্তমা । নতুন ছবিতে সেই ‘সিটি অব জয়’-এর চড়াই-উতরাইয়ের গল্পই বুনছেন পরিচালক পাভেল ৷ নাম দিয়েছেন ‘কলকাতা চলন্তিকা’ ৷ শ্যুটিং শুরু হওয়ার পরই এ বার সেই ছবির প্রথম পোস্টার লুক সামনে আনলেন তিনি ৷

ছবিতে কলকাতা শহরের তিন দিনের যাপন ফুটিয়ে তুলেছেন পাভেল । প্রথম দিন, অলিগলিতে নিজের ছন্দে ছুটে চলা মানুষ । দ্বিতীয় দিন, উড়ালপুল ভেঙে পড়ে সব কিছু তছনছ হয়ে যাওয়ার গল্প । আর তৃতীয় দিন, দুর্ঘটনার ঘোর কাটিয়ে ফের রোজনামচায় ফিরে যাওয়া ।

আরও পড়ুন: Sushmita Sen : কেন কথায় কথায় "দুগ্গা দুগ্গা" বলেন সুস্মিতা সেন ?

তবে শহরে ঘটে যাওয়া কোনও দুর্ঘটনার তদন্ত বা সরকারের ভূমিকার কাটাছেঁড়া করা তাঁর উদ্দেশ্য নয়, বরং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের সঙ্গে গেঁথে থাকা ভালবাসার শহরের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা কী ভাবে শহরবাসীর জীবনকে প্রভাবিত করে, সেই গল্পই তিনি তুলে ধরছেন বলে জানিয়েছেন পাভেল ।

অধ্যাপিকা স্বাতী বিশ্বাসের সহযোগিতায় ছবির গল্প বুনেছেন পাভেল । তাঁর কথায়, ‘‘জন্মের প্রথম দিন থেকে আজ অবধি, আমার বড় হওয়ার মধ্যেই গেঁথে রয়েছে কলকাতা চলন্তিকার বীজ । আমি আসলে শহুরে কাক । স্বাতীদির সঙ্গে যখন দেখা হল, ওঁর মধ্যে কলকাতা নিয়ে একই ধরনের নস্ট্যালজিয়া, রোম্যান্স এবং আবেগ দেখতে পেয়েছিলাম আমি, যা আমার মধ্যে কাজ করে ৷ সংলাপ আমার করা হলেও, গল্পটা দু’জনে মিলেই লিখেছি ৷ আসলে পরিচালক হিসেবে সেই গল্পগুলো আমাকে খুব টানে, যে গুলো আমাদের জীবনকে প্রভাবিত করে ৷’’

আরও পড়ুন: Sameer Wankhede : নজরদারির অভিযোগ আনার পরই সমীর ওয়াংখেড়ের নিরাপত্তা জোরদার

পাভেল আরও বলেন, ‘‘দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়া (অসুর সিনেমার গল্প), পোস্তা উড়ালপুলের ভেঙে পড়া, পরিচালক হিসেবে এগুলোর দলিল রেখে দেওয়া দায়িত্ব বলে মনে করি আমি ৷ তবে আমি মোটেও এ সব ঘটনার কারণ খুঁজতে বা তদন্ত করতে বসিনি ৷ বরং প্রত্যেকটা ঘটনা কী ভাবে আমাদের দৈনন্দিন জীবনে ছাপ রেখে গিয়েছে, সেগুলোকেই লেন্সবন্দি করতে চেয়েছি ৷ কারণ যখন উড়ালপুল ভেঙে পড়ে, সে একা ভাঙে না, তার সঙ্গে ভেঙে পড়ে আমাদের স্বপ্ন, প্রত্যাশা ৷ আমরা যারা কলকাতা নিয়ে বাঁচি, সব ভাঙা জুড়ে আবার উঠে দাঁড়াতেও জানি ৷’’

‘বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট’ ব্যানারে মুক্তি পাচ্ছে ‘কলকাতা চলন্তিকা’৷ ছবিটি প্রযোজনা করছেন শতদ্রু চক্রবর্তী ৷ মুখ্য ভূমিকায় রয়েছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখার্জি ৷ ‘বং গাই’ নামে পরিচিত জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তও এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখছেন ৷

আরও পড়ুন: Aryan Khan: জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.