ETV Bharat / sitara

ছবি বানাতে ভালো লাগে তাই বানাই : সুব্রত সেন

author img

By

Published : Jan 12, 2021, 6:21 AM IST

দুটি আলাদা গল্প হলেও খুব সুন্দরভাবে শেষ পর্যায়ে দুটি গল্পকে এক বিন্দুতে এনে মেলানো হয় ।

kiff the rooftop shortfilm
kiff the rooftop shortfilm

কলকাতা, 11 জানুয়ারি : দুটি গল্প নিয়ে তৈরি সুব্রত সেনের 'মানব মানবী' ছবিটি । কখনও জীবনের পরিস্থিতি আবার কখনও ষড়রিপুর বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অপরাধপ্রবণ মানসিকতা পোষণ করতে শুরু করে । সে তার নিজের অজান্তেই মনে মনে কারও ক্ষতি সাধন করা বা অনিষ্ঠ করার পরিকল্পনা খুব সুন্দর ভাবে তৈরি করতে থাকে । এই বিষয়টি নিয়েই সুব্রত সেনের ছবি 'মানব মানবী'। আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রবীন্দ্র সদনে দেখানো হল ছবিটি ।

এক দম্পতি ভালোবাসার ভান করে একে অপরকে খুন করার পরিকল্পনা করতে থাকে । দুটি আলাদা গল্প হলেও খুব সুন্দরভাবে একেবারে শেষ পর্যায়ে দুটি গল্পকে এক বিন্দুতে এনে মেলানো হয় ।পরিচালক তাঁর ছবির মাধ্যমে দর্শকদের কী বার্তা দিতে চেয়েছেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি কোনও মেসেজ দেওয়ার জন্য ছবি বানাই না । আমার ছবি বানাতে ভালো লাগে তাই ছবি বানাই । বার্তা বা শিক্ষা দেওয়া জন্য স্কুল আছে ।"

2016 সালে ছবিটির শুটিং শেষ হয়ে গেলেও বিভিন্ন কারণে চার বছর ছবিটি পোস্ট প্রোডাকশনের কাজ এগোয়নি । এবছর 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রবীন্দ্র সদনে ছবিটি দেখানো হল । ছবির বেশিরভাগ শুটিং হয়েছে দার্জিলিং-এর তিনচুলেতে ।

কলকাতা, 11 জানুয়ারি : দুটি গল্প নিয়ে তৈরি সুব্রত সেনের 'মানব মানবী' ছবিটি । কখনও জীবনের পরিস্থিতি আবার কখনও ষড়রিপুর বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অপরাধপ্রবণ মানসিকতা পোষণ করতে শুরু করে । সে তার নিজের অজান্তেই মনে মনে কারও ক্ষতি সাধন করা বা অনিষ্ঠ করার পরিকল্পনা খুব সুন্দর ভাবে তৈরি করতে থাকে । এই বিষয়টি নিয়েই সুব্রত সেনের ছবি 'মানব মানবী'। আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রবীন্দ্র সদনে দেখানো হল ছবিটি ।

এক দম্পতি ভালোবাসার ভান করে একে অপরকে খুন করার পরিকল্পনা করতে থাকে । দুটি আলাদা গল্প হলেও খুব সুন্দরভাবে একেবারে শেষ পর্যায়ে দুটি গল্পকে এক বিন্দুতে এনে মেলানো হয় ।পরিচালক তাঁর ছবির মাধ্যমে দর্শকদের কী বার্তা দিতে চেয়েছেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি কোনও মেসেজ দেওয়ার জন্য ছবি বানাই না । আমার ছবি বানাতে ভালো লাগে তাই ছবি বানাই । বার্তা বা শিক্ষা দেওয়া জন্য স্কুল আছে ।"

2016 সালে ছবিটির শুটিং শেষ হয়ে গেলেও বিভিন্ন কারণে চার বছর ছবিটি পোস্ট প্রোডাকশনের কাজ এগোয়নি । এবছর 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রবীন্দ্র সদনে ছবিটি দেখানো হল । ছবির বেশিরভাগ শুটিং হয়েছে দার্জিলিং-এর তিনচুলেতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.