কলকাতা : জন্মের পর থেকেই জনপ্রিয় রাজ আর শুভশ্রীর পুত্র ইউভান । বাবা-মায়ের সোশাল মিডিয়া জুড়ে এখন তারই বিভিন্ন মুহূর্তের ঝলক । আজ আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ, যা দেখে আপনার দিন ভালো হতে বাধ্য ।
বেবি কটে দুলছে ইউভান । কখনও খিলখিলিয়ে হেসে উঠছে তো কখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে ক্যামেরার লেন্সের দিকে । ছেলের সমস্ত অভিব্যক্তির ভিডিয়ো করেছেন রাজ ।
আর সেই ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । কিছু সময়ের মধ্যেই হট কেকের মতো ভাইরাল ভিডিয়ো । ক্য়াপশনে রাজ লিখেছেন, "কি উত্তেজনা !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইউভানের এই মিষ্টি ভিডিয়ো দেখে আশ মিটছে না নেটিজেনদের । আপনারাও দেখে নিন...