ETV Bharat / sitara

উচ্ছ্বসিত ইউভানের হাসি যেন ধরছে না ! নতুন ভিডিয়ো দেখেছেন ? - raj chakrabarty son yuvaan plays

বলিউডে তইমুর, আর টলিউডে ইউভান । দুই খুদের জন্য পাগল নেটিজেনরা । ইউভান চক্রবর্তীর ছবি আর ভিডিয়ো পোস্ট হলেই হট কেকের মতো তা ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় । ইউভানের নতুন ভিডিয়ো দেখেছেন কি ?

subhashree ganguly son yuvaan plays
subhashree ganguly son yuvaan plays
author img

By

Published : Feb 6, 2021, 7:46 PM IST

Updated : Feb 6, 2021, 10:32 PM IST

কলকাতা : জন্মের পর থেকেই জনপ্রিয় রাজ আর শুভশ্রীর পুত্র ইউভান । বাবা-মায়ের সোশাল মিডিয়া জুড়ে এখন তারই বিভিন্ন মুহূর্তের ঝলক । আজ আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ, যা দেখে আপনার দিন ভালো হতে বাধ্য ।

বেবি কটে দুলছে ইউভান । কখনও খিলখিলিয়ে হেসে উঠছে তো কখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে ক্যামেরার লেন্সের দিকে । ছেলের সমস্ত অভিব্যক্তির ভিডিয়ো করেছেন রাজ ।

আর সেই ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । কিছু সময়ের মধ্যেই হট কেকের মতো ভাইরাল ভিডিয়ো । ক্য়াপশনে রাজ লিখেছেন, "কি উত্তেজনা !"

ইউভানের এই মিষ্টি ভিডিয়ো দেখে আশ মিটছে না নেটিজেনদের । আপনারাও দেখে নিন...

কলকাতা : জন্মের পর থেকেই জনপ্রিয় রাজ আর শুভশ্রীর পুত্র ইউভান । বাবা-মায়ের সোশাল মিডিয়া জুড়ে এখন তারই বিভিন্ন মুহূর্তের ঝলক । আজ আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ, যা দেখে আপনার দিন ভালো হতে বাধ্য ।

বেবি কটে দুলছে ইউভান । কখনও খিলখিলিয়ে হেসে উঠছে তো কখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে ক্যামেরার লেন্সের দিকে । ছেলের সমস্ত অভিব্যক্তির ভিডিয়ো করেছেন রাজ ।

আর সেই ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । কিছু সময়ের মধ্যেই হট কেকের মতো ভাইরাল ভিডিয়ো । ক্য়াপশনে রাজ লিখেছেন, "কি উত্তেজনা !"

ইউভানের এই মিষ্টি ভিডিয়ো দেখে আশ মিটছে না নেটিজেনদের । আপনারাও দেখে নিন...

Last Updated : Feb 6, 2021, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.