ETV Bharat / sitara

প্রথম সরস্বতী পুজোয় কী করছে ছোট্টো ইউভান ? - রাজ চক্রবর্তীর খবর

এটাই তার প্রথম সরস্বতী পুজো । তবে কোরোনার কারণে বাড়িতেই থাকতে হল রাজ-শুভশ্রীর ছেলে ইউভানকে ।

raj chakrabarty and subhashree ganguly pujo
raj chakrabarty and subhashree ganguly pujo
author img

By

Published : Feb 16, 2021, 3:09 PM IST

কলকাতা : সরস্বতী পুজোর দিন প্রতি বছর রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজ়ের অফিসে ঘটা করে পুজো হয় । এই বছর সেই পুজোর অন্যতম আকর্ষণ হতে পারত ছেলে ইউভান । তবে হয়তো কোরোনার কথা ভেবেই ছেলেকে বাড়িতে রেখে গেলেন রাজ-শুভশ্রী ।

তবে তাতে ইউভানের মন খারাপ নয় একটুও । তার কাছে তো আজকের দিনটি অন্য সব দিনের মতোই । ঠাম্মার কোলে বসে দিব্যি সময় কাটছে ইউভানের । বাড়িতে ঠাম্মা আর নাতি খুব আনন্দেই রয়েছে ।

কীভাবে জানলাম ? রাজ সকাল সকাল সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । ক্যাপশনে লিখেছেন, "ভেরি গুড মর্নিং" । মিষ্টি ইউভানের হাসিমুখ দেখে সকাল ভালো হতে বাধ্য ।

দেখে নিন...

কলকাতা : সরস্বতী পুজোর দিন প্রতি বছর রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজ়ের অফিসে ঘটা করে পুজো হয় । এই বছর সেই পুজোর অন্যতম আকর্ষণ হতে পারত ছেলে ইউভান । তবে হয়তো কোরোনার কথা ভেবেই ছেলেকে বাড়িতে রেখে গেলেন রাজ-শুভশ্রী ।

তবে তাতে ইউভানের মন খারাপ নয় একটুও । তার কাছে তো আজকের দিনটি অন্য সব দিনের মতোই । ঠাম্মার কোলে বসে দিব্যি সময় কাটছে ইউভানের । বাড়িতে ঠাম্মা আর নাতি খুব আনন্দেই রয়েছে ।

কীভাবে জানলাম ? রাজ সকাল সকাল সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । ক্যাপশনে লিখেছেন, "ভেরি গুড মর্নিং" । মিষ্টি ইউভানের হাসিমুখ দেখে সকাল ভালো হতে বাধ্য ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.