কলকাতা : ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত প্রথম ছবি 'কেদারা'-এর মুকুটে নতুন পালক। খুব শিগগিরিই বেশ কিছু ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে চলেছে এই ছবি। এর মধ্যে আছে হ্যাবিটেট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল , ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভাল অফ মাদ্রিদ।
শুধু তাই নয়, ওটওয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালেও ছবিটি মনোনয়ন পেয়েছে বলে জানিয়েছেন ইন্দ্রদীপ। আগামী ২৭ মে মাদ্রিদে ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই ছবিটি দেখানো হবে।
ছবিতে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, রজত গাঙ্গুলি, মৌসুমি সান্ন্য়াল দাশগুপ্ত সহ আরও অনেকে।
কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে একজন ভেনট্রিলকুয়েস্টের চরিত্রে। রুদ্রনীলের চরিত্রের নাম নরসিংহ। ছবির সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভার। ছবির ব্য়াকগ্রাউন্ড স্কোর অরিজিৎ সিংয়ের।