কলকাতা, 16 সেপ্টেম্বর: এনা সাহা (Ena Saha) প্রযোজিত বাংলা ছবি 'চিনেবাদাম' (Chinebadam)-এর শুটিং চলছে জোরকদমে । ইটিভি ভারত ভবানীপুরে শুটিংয়ের সেটে হাজির হয়ে কথা বলল নতুন জুটি এনা ও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে । খোশমেজাজে প্রশ্নের মুখোমুখি হলেন দু'জনেই ।
এর আগে এনা সাহার প্রযোজনায় 'এসওএস কলকাতা' (SOS Kolkata) করেছেন যশ । এবার প্রযোজক এনার সঙ্গে শিলাদিত্য মৌলিকের পরিচালনায় জুটি বাঁধছেন তিনি । যশ বলেন, "একসঙ্গে জুটি বেঁধে কাজ না-করলেও আমাদের অফস্ক্রিন বন্ডিং দারুণ । কাজ করতে এতটুকুও অসুবিধা হচ্ছে না । অনেকদিনই শুটিং করলাম । আমার চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত । আমি বিদেশ থেকে লেখাপড়া সেরে দেশে একটা অ্যাপ নিয়ে আসছি । অ্যাপের নাম 'চিনেবাদাম'। এই অ্যাপে মানুষ বন্ধু পাবে । ধরুন কারও ফুচকা খেতে ইচ্ছে হল, আর তাঁর চাই একজন ফুচকাসঙ্গী, সে ওই অ্যাপে ফুচকাসঙ্গী হিসেবে কাউকে পেয়ে যাবে ।"
আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল
আর এনার কথায়, "এখানে আমার চরিত্রের নাম তৃষা মুখোপাধ্যায় । আমাদের সকলের এখন বন্ধুত্ব হয়ে গিয়েছে ৷ আমাদের মোবাইল ফোন, অ্যাপ, সেটা আমাদের জন্য কতটা ভাল বা কতটা খারাপ কিংবা এটা আমাদের ঠিক কতটুকু ব্যবহার করা উচিত, সেটা দেখাতে চেয়েছি । বাকিটার জন্য অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত । কাজ চলছে ।"
আরও পড়ুন: Ekta Bhattacharya : পোস্টার ডিজাইনিং-এর প্রেরণা সত্যজিৎ রায়: একতা ভট্টাচার্য
বলতে দ্বিধা নেই, টলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে ৷ করোনা আবহে এই জুটি কেমন ধামাকা দেখায় সেটাই দেখার ।
আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার