কলকাতা : 15 নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় । এরপর কেটে গিয়েছে একটা মাস । কিন্তু, আজও তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি একাধিক তারকা । বাদ যাননি শ্রীলেখা মিত্রও । আর সেই কারণেই আরও একবার শোকপ্রকাশ করলেন তিনি ।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'জিজীবিষা'-তে কাজ করেছিলেন শ্রীলেখা । সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ছবির একটি দৃশ্য পোস্ট করেন তিনি । আর তার মাধ্যমেই পুরোনো স্মৃতিকে একবার তাজা করে নেন অভিনেত্রী ।
ছবির ক্যাপশনে শ্রীলেখা লেখেন, "ছবি সামনে আসতেই ভিড় জমালো পুরোনো স্মৃতি । শুটিংয়ের ফাঁকে রাজনীতি থেকে অভিনয় সব বিষয় নিয়েই আমাদের আড্ডা হত । যদি ওই সময় জন্মাতে পারতাম তাহলে সৌমিত্র জেঠুর সঙ্গে রিল ও রিয়েল লাইফ দুটোতেই রোম্যান্স করতাম ।"
-
Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal
Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal
Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal
Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020