হায়দরাবাদ, 26 মার্চ : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার পর্দায় মুক্তি পেয়েছে এসএস রাজামৌলির নতুন ছবি 'আরআরআর' ৷ মুক্তির আগেই অনুরাগীদের মধ্য়ে যথেষ্ট উচ্ছ্বাস ছিল এই ছবি নিয়ে ৷ যে কারণে অনেকেরই ধারণা ছিল প্রথম দিনে বক্স অফিসে রেকর্ড গড়বে এই ছবি ৷ শুধু তাই নয়, কেউ কেউ এও মনে করেছিলেন যে রাজামৌলির আগের ছবি 'বাহুবলী'-কেও টেক্কা দেবে এই ছবি ৷ কিন্তু প্রথম দিন মাত্র 18 কোটি টাকাই আয় করতে সমর্থ হল 'আরআরআর' (RRR Earnings on Day One)৷
পরিসংখ্য়ান অনুসারে, প্রথম দিনে 'বাহুবলী'-র আয় ছিল 41 কোটি এবং 26 কোটি টাকা আয় করেছিল 'সূর্যবংশী' ছবি ৷ তাই 18 কোটির ব্যবসা সেই অর্থে ভাল লক্ষণ হলেও তা আশাহত করেছে অনেককেই ৷ তেলেগু ছাড়াও তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি ।
আরও পড়ুন: ছবির সাফল্যে অনুরাগীদের ভালবাসা জানালেন এনটিআর, আরআরআর-এ মুগ্ধ চিরঞ্জিবীও
তবে রাজামৌলির এই নতুন ছবির প্রশংসায় মুখর বর্ষীয়ান অভিনেতারা ৷ একদিকে যেমন চিরঞ্জিবী বলেছেন, "আরআরআর হল একজন মাস্টার স্টোরিটেলারের মাস্টার পিস !! এস এস রাজামৌলির অতুলনীয় সিনেমাটিক দৃষ্টিভঙ্গির একটি উজ্জ্বল সাক্ষ্য ! পুরো টিমকে শুভেচ্ছা !" তেমনই মুগ্ধতা প্রকাশ করেছেন প্রকাশ রাজও ৷ তিনিও নিজের টুইটে লেখেন, "নতুন সীমানা গড়তে চলা দলের জন্য শুভকামনা, রাজামৌলি, রাম চরণ তোমাদের জন্য গর্বিত ৷"